পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে ডবল টাকা। অবশেষে কিছুটা হলেও দাবি পূরণ
Government Employee Benefits
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে আগামী ১ লা এপ্রিলের আগেই কোন এক আশার আলো দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন অনেকে। রাজ্যের সকল সরকারি কর্মীদের সুবিধা (Employee Benefits) নিয়ে বড় সড় নিয়মের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, এমনটাই খবর চারিদিকে। কিন্তু এই নিয়ে রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়েছে কিনা সেই বিষয়ে জেনে নিন।
State Government Employees Salary Hike
আগামী ১২ ই জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে রাজ্য বাজেট ২০২৫ (State Budget 2025) ঘোষণা করা হবে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এটাই হল মমতা সরকারের তরফে জারি করা শেষ বাজেট আর এই কারণের জন্য অনেকেই মনে করেছেন কেন্দ্রের মোট রাজ্যের তরফেও নাগরিকদের অনেকটাই সুবিধা দেওয়া হতে পারে।
রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি?
অনেক দিন ধরেই সরকারি কর্মচারীদের সঙ্গে সরকারের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে সমস্যা চলছে। কিন্তু এখন এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আগামী মার্চ মাসে এই মামালার শুনানির দিন ধার্য করা হয়েছে। এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে লক্ষাধিক কর্মীরা, যাতে তাদের বেতন কিছুটা হলেও বৃদ্ধি পায়। এবারে কিসের ওপরে নির্ভর করে এই বেতন বাড়ানোর চিন্তা করা হচ্ছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
Salary Hike for Employee Benefits
ধরা যাক কোন রাজ্য সরকারি কর্মীর বেতন ৬০০০০ টাকা তাহলে এই হিসাবে তার DA ৬০০০ টাকা, HRA ৭২০০ টাকা, আর মূল বেতনের সঙ্গে যোগ করলে তা বছরে ৭৩২০০ টাকা ও বছরে ৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা বর্তমানে। আর কেন্দ্র সরকারের সকল কর্মীদের সঙ্গে তুলনা করা হলে দেখা যাবে সেই খানেও যদি কারোর বেতন ৬০০০০ টাকা হয় তাহলে তাদের মহার্ঘ ভাতা ৩০০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা ১৬২০০ টাকা, পরিবহণের জন্য ভাতা ৪৮০০ টাকা।
রাজ্য সরকারি কর্মীদের DA ও পদোন্নতি বন্ধ। 15 তারিখের আল্টিমেটাম
এই সকল হিসাব মিলিয়ে নিলে এই হিসাব ১ লক্ষ ১১ হাজার টাকাতে গিয়ে পৌঁছয়। যা বছরে হিসাব করলে ১৩ লাখ ৩২ হাজার টাকা হচ্ছে। আর এবারের কেন্দ্র বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের তরফে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করা মানুষদের জন্য আয়কর শুন্য ঘোষণা করেছেন। আর এই সুবিধা বিশেষ করে রাজ্য সরকারি কর্মীরা পাবেন এবারে ১ লা এপ্রিল থেকে। কারণ পশ্চিমবঙ্গের অনেক কর্মীরা এই ১২ লক্ষ টাকা বার্ষিক আয়ের ধারে কাছেও পৌঁছচ্ছেন না এখন।
সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা! 25% ভাতা বৃদ্ধি করল রাজ্যে সরকার। কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে?
আর কেন্দ্র সরকারের কর্মীদের আয়করে ছাড় দিলেও সেটা পাবেন না তারা। তাই রাজ্যের কর্মীদের আগামী এপ্রিল মাস থেকে তাদের কাছে বেশি টাকা থাকতে চলেছে এর ফলে বকেয়া ডিএ না পেলেও অনেকটাই সুবিধা হতে চলেছে সকলের। কিন্তু এবারে আধিকারিক ভাবে সরকারের তরফে বাজেটে এই বেতন বা মহার্ঘ ভাতা বাড়ানো হয় কিনা সেই দিকেই নজর থাকতে চলেছে।