Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারি থেকে টাকা পাবে না মহিলারা। কাদের টাকা দেওয়া হবে না?

Laxmi Bhandar Payment Status

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) সবচেয়ে জনপ্রিয় মহিলাদের কাছে। এর মাধ্যমে মহিলাদের মাসে টাকা দেওয়া হয় তাদের স্বাবলম্বি করে তোলার জন্য। ২০২১ সালে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) এর মাধ্যমে প্রতিমাসে জেনারেল শ্রেনির মহিলাদের ৫০০ ও SC/ST মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার ঘোষনা করেন। আর এখন প্রায় ২ কোটির বেশি মহিলারা এই টাকা পাচ্ছেন সরকারের তরফে (Govt Scheme for Women).

Lakshmir Bhandar Scheme Status Check

আর বিগত লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করে ১০০০ ও ১২০০ টাকা করে দেওয়া হয়েছে। এই জন্য সকল মহিলারা খুবি খুশি, কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকে অনেকেই এই টাকা পাবেন না বলেই মনে করা হচ্ছে। কারন অনেক ভুল থাকার জন্য প্রচুর মহিলাদের নাম এবারে বাতিল করে দেওয়া হচ্ছে। কেন? কিসের জন্য এমনটা করা হবে সেই নিয়ে এবারে জেনে নেওয়ার দরকার সকলের।

লক্ষ্মী ভান্ডার প্রকল্প আপডেট

এতদিন অনেক কারনের জন্য টাকা পেতে সমস্যা হচ্ছিল অনেক মহিলার, কিন্তু সরকারের তরফে কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আগামী মাস থেকে সকলকে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে, নইলে আর কোন মতেই টাকা পাবে না। এছাড়াও ২৪ শে জানুয়ারি থেকে ফের একবারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে। আর এই ক্যাম্পে যেই সকল মহিলারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে নিতে পারবেন।

লক্ষ্মীর ভান্ডার টাকা না ঢোকার কারন

যেই সকল মহিলাদের বয়স ২৫-র কম তারা টাকা পাবে না আর ও নতুন আবেদন করার জন্য এই বয়স নিয়ে সচেতন থাকতে হবে সকলকে। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামুলক, তাই এখনো পর্যন্ত এই টাকা না পেলে এই কাজটি সকলের করে নেওয়া উচিত। এছাড়াও এখনকার নিয়ম অনুসারে KYC করা না থাকলেও আর টাকা পাওয়া সম্ভব নয়। আর সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত মহিলারাও আর টাকা পাবেন না আবেদন করলে।

1000 টাকা পাবেন বিনা পরিশ্রমে। নতুন বার্ধক্য ভাতা ফর্ম জমা দিন দুয়ারে সরকার ক্যাম্পে

Government of West Bengal

উপোরক্ত কারন ছাড়া কেউ অন্য কারনের জন্য টাকা না পেলে সকলের উচিত এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) গিয়ে পুনরায় নতুন করে আবেদন করা। বিগত ডিসেম্বর মাসে ৫ লাখের কাছাকাছি মহিলাদের নতুন করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে। আর নতুন নিয়ম অনুসারে আরও স্বচ্ছতা আসতে চলেছে ও যেই সকল মহিলাদের সত্যি টাকার দরকার তারাই শুধুমাত্র এই সুবিধা পাবেন বলেই মনে করছেন সকলে।

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড। কি কি সুবিধা মিলবে? জেনে নেওয়া যাক

আর বিগত কিছুদিন ধরে অনেক জায়গা থেকে একটি খবর সম্প্রচারিত হচ্ছে যে এইবারের রাজ্যের বাজেটে ফের একবারের জন্য লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করা হতে পারে! কিন্তু এখনো এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই অনেকেই মনে করছেন আগামী বছর ২০২৬ এর বিধানসভা ভোটকে মাথায় রেখে কিছু বৃদ্ধি করার হলে করা হতে পারে সরকারের তরফে।

Related Articles

Back to top button