জানুয়ারি মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা। রেশন কার্ড অনুসারে তালিকা দেখুন

West Bengal Free Ration Items List 2025

বছরের শুরুতেই ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items List) নিয়ে দারুন সুখবর পাওয়া গেল। দেশের নিম্ন ও দরিদ্র পরিবার গুলোর দুই বেলা খাবারের জন্য এই রেশন সামগ্রীর ওপর খুবই ভরসা করে থাকেন। রেশনে করোনার সময় থেকেই বিনামূল্যে খাদ্য দ্রব্য সরবরাহ করা হয়। এর ফলে উপকৃত হয় দেশের কোটি কোটি আমজনতা। আর এই সময় সীমা আগামী ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে।

Ration Items List for all Ration Card Holders

পশ্চিমবঙ্গের সমস্ত রেশন কার্ড (Ration Card 2025) গ্রাহকদের জন্য সুখবর এই যে, জানুয়ারি মাসের শুরু থেকেই খাদ্য দ্রব্য বন্টন করা হয়েছে। বিনামূল্যে রেশন থেকে কোন ক্যাটাগরির কার্ডে একজন রেশন গ্রাহক কত পরিমান খাদ্য সামগ্রী বেশি পাবেন, তার একটা তালিকা নিম্নে দিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গের নিম্ন ও দরিদ্র মানুষ গুলির জন্য রাজ্য সরকার রেশন সামগ্রীতে কিছু বাড়তি খাদ্য দ্রব্য সরবরাহের ব্যবস্থা করেন।

জানুয়ারি মাসে রেশন সামগ্রীর তালিকা

দেশের মানুষদের সুবিধার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বিভিন্ন রেশন কার্ড অনুসারে সামগ্রীর তালিকা আলাদা আলাদা করা হয়েছে। তাই কোন গ্রাহকরা কম বা কোন গ্রাহকরা বেশি আইটেম পেয়ে থাকেন। তাই নিজেদের রেশন কার্ড অনুসারে বছরের শুরুর মাসে কত কিলো করে চাল, গম, চিনি, তেল পাবেন দেখে নিন এক নজরে।

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীরা পাবেন ২১ কেজি চাল, আটা পাবেন ১৩,৩০০ কেজি আর চিনি ১ কেজি করে দেওয়া হবে। এবারে এই চিনি একদম ফ্রিতে না দেওয়া হতেও পারে আবার টাকাও নেওয়া হতে পারে। SPHH এবং PHH কার্ডধারীদের জন্য চাল ৩ কেজি প্রতি গ্রাহকদের ও আটা ১,৯০০ কেজি দেওয়া হবে, এছাড়াও আটার বদলে কেউ চাইলে গম নিতে পারবে।

পহেলা জানুয়ারি থেকে ফ্রি রেশন বন্ধ! কোটি কোটি গরিব মানুষের কি হবে? কারা রেশন পাবেন না?

RKSY – 1 এবং RKSY – 2 (Rajya Khadya Suraksha Yojana) কার্ডধারীদের জন্য আলাদা আলাদা তালিকা জারি করা হয়েছে, RKSY – 1 জন প্রতি ৫ কেজি চাল, RKSY – 2 জন প্রতি ২ কেজি চাল পাবেন। এই গ্রাহকদের গম বা আটা দেওয়া হয় না। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের (Khadya Sathi Scheme 2025) অধীনে এই সকল গ্রাহকদের সামগ্রী দেওয়া হয়ে থাকে।

বছরের শুরুতেই সুখবর! কমলো LPG গ্যাস সিলিন্ডারের দাম। এখন রান্নার গ্যাস কত টাকায় মিলবে জানুন

রেশনে নতুন নিয়ম

রেশনে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার রেশন ডিলারশিপগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছেন। প্রত্যেক রেশন গ্রাহক ঠিক মতন রেশন সামগ্রী পাচ্ছে কিনা তার জন্য আধিকারিকরা মনিটরিং করছেন। কোন রেশন গ্রাহকের যদি রেশন প্রকল্পে কোনো অসুবিধার হয়, তাহলে তিনি নিকটবর্তী রেশন ডিলারশিপে গিয়ে তার সমস্যার কথা বলতে পারেন। নতুন বছরের শুরু থেকেই রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ রাজ্যবাসীর কাছে আরো স্বস্তির কারণ হয়ে দাড়িয়েছে।

Related Articles

Back to top button