পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ এর সাথে নতুন পে কমিশন! দ্বিগুন বাড়বে বেতন
সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টের নির্দেশে ২৭শে জুনের মধ্যেই ঢুকবে বকেয়া টাকা। জানুন বিস্তারিত...
সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টের নির্দেশে ২৭শে জুনের মধ্যেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা। এর পাশাপাশি সপ্তম বেতন কমিশন বসানোর দাবি রয়েছে রাজ্য সরকারের উপর। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্য সরকারই কর্মচারীদের বেতনের পার্থক্য রয়েছে বিপুল পরিমাণে। এর পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছে আজ থেকে প্রায় ১০ বছর আগে। এই দশ বছরে দুনিয়া বদলেছে আমূল! তাই এবারে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠন করার জন্য দাবি উঠছে বারে বারে। কী জানাচ্ছে রাজ্য সরকার? জানুন বিস্তারিত।
কবে দেওয়া হবে বকেয়া ডিএ?🧐
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চলা বকেয়া ডিএ (dearness allowance) সংক্রান্ত মামলায় নতুন নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশের দিন থেকে আগামী চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭শে জুনের মধ্যেই সেই টাকা ঢুকে যাবে রাজ্যের সরকারি কর্মচারীদের ব্যাংক একাউন্টে।
কাদের কত বকেয়া ডিএ?
সুপ্রিম কোর্টের তরফে প্রথমে রাজ্যের কর্মচারীদের ৫০ শতাংশ বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে রাজ্যের কোষাগারে এই মুহূর্তে এত টাকা নেই বলে জানিয়েছেন রাজ্য তরফের আইনজীবী। সেই কারণেই মূলত ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ এসেছে।
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় বিদ্যুৎ বিল ফ্রি করে দিলো কেন্দ্র সরকার
সপ্তম বেতন কমিশন গঠনের দাবি🔥
শুধু তাই নয়, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি উঠলো। যদিও এক্ষেত্রে লিখিত কোন আইন না থাকলেও প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করতে হয়। মূলত পারিপার্শ্বিক সমাজের মূল্য বৃদ্ধির কারণেই প্রতি ১০ বছরের বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মচারীদের। তবে যেখানে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই গঠিত হয়ে গিয়েছে অষ্টম বেতন কমিশন, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এখনো ষষ্ঠ বেতন কমিশনের বেতন ক্রম অনুসারে বেতন পাচ্ছেন। এরপরে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে কেন্দ্রীয় বেতনের বিস্তার ফারাক রয়েছে।
সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের মতামত📝
এই কারণেই রাজ্য সরকারি কর্মচারীরা এবার সপ্তম বেতন কমিশন গঠনের দাবি তুলেছেন। কিন্তু কবে বেতন কমিশন গঠন হবে, সেই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে নবান্ন থেকে নির্দেশিকা জারি হবে।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ এর প্রথম কিস্তির ২৫ শতাংশ মহার্ঘ ভাতা কবে পাবেন?
উপসংহার
বর্তমানে রাজ্যের সরকারি কোষাগরের যে চিত্র ফুটে উঠেছে সুপ্রিম কোর্টের দরবারে, সেই অনুসারে এবারে সপ্তম বেতন কমিশন আদৌ গঠিত হবে কিনা সেই বিষয়ে চিন্তিত রাজ্যের কর্মচারীরা। তবে সামনেই ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। তাই রাজ্য সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখার জন্য সপ্তম বেতন কমিশন গঠিত হতে পারে বলেও মনে করছেন অনেকেই। তাহলে ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা বেতন কি বৃদ্ধি পাবে? এখনো পর্যন্ত এই বিষয়ে ধোঁয়াশা থাকলেও, এই বিষয়ে যথেষ্ট আশাবাদী সরকারি কর্মচারীরা।