WB College Admission: অবশেষে কলেজে ভর্তি শুরু হলো। অনলাইন পোর্টালে কিভাবে আবেদন করবেন?
WB College Admission 2025
পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর গোটা একটা মাস পেরিয়ে গেলেও এতদিন পর্যন্ত শুরু হচ্ছিল না WB College Admission বা রাজ্যের কলেজগুলির ভর্তি প্রক্রিয়া। অবশেষে সেই তারিখ ঘোষণা করল রাজ্যের শিক্ষা দপ্তর। বিগত বছরের মতো এই বছরেও সেন্ট্রাল পদ্ধতি মেনে কলেজ গুলিতে এডমিশন করানো হবে বলে জানা গিয়েছে। কিন্তু কবে থেকে খুলছে রাজ্যের এডমিশন পোর্টাল? কোন কোন কলেজে ওই পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে? কীভাবে আবেদন জানাতে হবে? এতদিন পর্যন্ত এডমিশন স্থগিত থাকার কারণ কী? এই সমস্ত প্রশ্নের উত্তর সবিস্তারে উল্লেখ করা হলো।
WB College Admission 2025
বহু প্রতীক্ষার পর অবশেষে ২০২৫ সালের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। গত মে মাসের ৭ তারিখে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফলাফল। তার মোট একমাস ১০ দিনের মাথায় অর্থাৎ জুন মাসের ১৭ তারিখে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অনলাইন এডমিশন পোর্টাল (WB College Admission)। পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ভর্তির এই অনলাইন পোর্টাল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু। ওই দিন দুপুর ২ টার সময় আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে ২০২৫ সালের কলেজ এডমিশন পোর্টাল। এরপর সমস্ত ছাত্রছাত্রীদের আবেদনের জন্য চালু হয়ে যাবে পোর্টাল।
কলেজের এডমিশন এতদিন পর্যন্ত স্থগিত থাকার কারণ কী?
পশ্চিমবঙ্গ রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা চলার কারণেই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছিল না। এই কারণেই WB College Admission সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। যদিও এক মাসের উপর হয়ে যাওয়ার পরেও কলেজ এডমিশনের পোর্টাল চালু না হওয়ায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। যদিও এর মাঝে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, বিগত বছরের ১৯ শে জুন থেকে এডমিশন পোর্টাল চালু করা হয়েছিল। সেই হিসাব অনুসারে এখনো পর্যন্ত এডমিশনের খুব একটা দেরি হয়নি। ১৯ শে জুন তারিখের আগেই এই বছর এডমিশন পোর্টাল খুলবে বলে আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা মন্ত্রীর ঘোষণা অনুসারেই আগামী ১৭ ই জুন এডমিশন পোর্টাল শুরু হয়ে যাচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, এডমিশন পোর্টাল চালু হওয়ার পর কীভাবে আবেদন জানাতে হবে (WB College Admission)? এক্ষেত্রে জানিয়ে রাখি, কলেজের এডমিশন পোর্টাল চালু হওয়ার পর প্রতিটি ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ৪৬০ টি কলেজের মধ্যে থেকে নিজেদের পছন্দমত কলেজে এডমিশন নিতে পারবে। তবে ছাত্র-ছাত্রীদের জানিয়ে রাখি, অনলাইন পোর্টাল শুরু হওয়ার পর একের পর এক কলেজে এডমিশন নিতে হবে। তার আগে থেকেই প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নিজের কাছে তৈরি করে রাখতে হবে।
কলেজে এডমিশনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে?
কলেজ এডমিশনের পোর্টাল শুরু হওয়ার আগে ছাত্র-ছাত্রীদের নিচে লেখা সমস্ত ডকুমেন্টগুলি এদের কাছে রাখতে হবে।
- উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট,
- কাস্ট সার্টিফিকেট,
- বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড,
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি,
- আবেদনকারীর স্বাক্ষর,
- আধার কার্ড,
- বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ইত্যাদি।
কীভাবে WB College Admission নেবে?
কলেজে এডমিশনের জন্য এবারের নতুন নিয়ম রয়েছে। প্রতিটি ছাত্র-ছাত্রী একটি মাত্র আবেদন পত্র পূরণ করেই একাধিক কলেজের জন্য আবেদন জানাতে পারবে। প্রথমে, অনলাইন পোর্টাল খোলার সাথে সাথে ছাত্রছাত্রীদের ওই ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে নিজেদের পছন্দমত বিষয়ে এবং কলেজ বেছে নিয়ে সেখানে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য অনলাইনে সঠিক পদ্ধতিতে আবেদনপত্র পূরণ করবে এবং তারপর উপরে উল্লেখিত নথিগুলি জমা করে সম্পূর্ণ আবেদনটি সাবমিট করে দিতে হবে।
উপসংহার
দীর্ঘ ১ মাস ১০ দিনের অপেক্ষার পর ১৭ ই জুন পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কলেজগুলিতে এডমিশন শুরু হচ্ছে। ছাত্র-ছাত্রীদের অবশ্যই মনোযোগ সহকারে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে এবং সঠিক সময়ের মধ্যে আবেদন মূল্য বা এডমিশন ফি দিতে হবে। এই মুহূর্তে আর কোনরকম চিন্তা না করে শিক্ষার্থীরা প্রয়োজনীয় নথি গুলি আগে থেকে তৈরি করে রাখুন।