পশ্চিমবঙ্গে শিক্ষকদের ছুটি বাতিলের নির্দেশ জারি। কয়টি ছুটি কমে গেল?

West Bengal Holiday List 2025

রাজ্যের শিক্ষকদের (West Bengal Teachers) জন্য নতুন নির্দেশে ছুটি (Holiday) নেওয়া বাতিল করা হয়েছে। কিন্তু হটাত করে রাজ্য বাজেট ঘোষণার পরের দিন এমন ঘোষণা কেন করা হল? সেই নিয়েই চিন্তায় রয়েছেন অনেকেই। এখন সারা রাজ্য জুড়ে চলেছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025), আর আগামী ৩ রা মার্চ থেকে ১৮ ই মার্চ ২০২৫ পর্যন্ত এই পরীক্ষা চলবে।

Teachers Holiday Cancel for HS Exam 2025

আর এই কয়েক দিনের মধ্যে কোন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা শারীরিক কোন সমস্যা না থাকলে অন্য কারণ দেখিয়ে ছুটি নিতে পারবেন না। এই মর্মে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে আর এর ফলে অনেকেই সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। কারন কার কি দরকারের জন্য ছুটির প্রয়োজন হয় সেইটা বলা সম্ভব নয় আগের থেকে।

West Bengal Council for Higher Secondary Education

এছাড়াও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে একই বাড়ির স্বামী ও স্ত্রী কাজ করে থাকেন। আর এই কারণের জন্য তাদের মধ্যে যে কোন একজনের ছুটি মঞ্জুর করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু তার জন্য সংসদের আঞ্চলিক দফতরে আবেদন করতে হবে ও তারপরে সঠিক পদ্ধতি মেনে ছুটি দেওয়া হবে, আর নইলে যদি মনে করা হয় তাহলে এই লিভ (Leave) নাও দেওয়া হতে পারে।

কেন এবারে এত কড়াকড়ি?

এই পরিমাণ কড়াকড়ি সম্পর্কে জানার জন্য এক আধিকারিককে জিজ্ঞাসা করলে তিনি জানান যে বিগত কিছু বছরে দেখতে পাওয়া গেছে একবারে অনেকেই ছুটি নিয়ে নেয় একবারে। আর এতে আখেরে সমস্যার সম্মুখীন হতে হয় সংসদকে এবং কোন না কোন ঝামেলার যাতে সৃষ্টি না হয় আগামীদিনে সেই জন্য এই পদক্ষেপ বা ছুটি বাতিল বলেও জানানো হয়েছে। কিন্তু কোন ধরনের জরুরি চিকিৎসার জন্য যদি দরকার হয় তাহলেই এই ছুটি পাও যাবে বা আগের থেকে কেউ শরীর খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি, আগের থেকে ছুটি মঞ্জুর রয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া টাকা ঢুকছে। অবশেষে কিছুটা হলেও দাবি পূরণ

এই সকল ব্যাপার ছাড়া আর কোন কারণ দেখিয়ে কোন মতেই হলিডে মঞ্জুর করা হবে না। কিন্তু এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বেশিরভাগ শিক্ষামহল খুশি না। তাদের কথা অনুসারে এই নির্দেশের ফলে সরকার নিজেদের তৈরি নিয়মের খেলাপ করছে এবং নিজেদের তৈরি নিয়মকে মান্যতা দিচ্ছে না। কারণ সংসদের তরফে কোন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মীদের এই নির্দেশ দেওয়া তাদের পরিসীমার বাইরে।

অল্প সময়ে টাকা ডবল করতে মোদী সরকারের নতুন স্কিম চালু হলো।

এবারে দেখার অপেক্ষা এই নিয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয় কিনা। কিন্তু কোন দরকারের জন্য ছুটির দরকার হলে কি হবে? কোন ভাবেই কি ছুটি পাওয়া যাবে না? এবারে এই নিয়েই চিন্তায় রয়েছেন শিক্ষকরা। কিন্তু এই নিয়ে কোন ধরনের মন্তব্য করা হয়নি সংসদের পক্ষ থেকে। অনেকে মনে করছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সঠিকভাবে পরিচালন করার জন্যই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button