Ration Items: রমজান মাসে বিশেষ রেশন সামগ্রী দেবে পশ্চিমবঙ্গ সরকার। রেশন কার্ড গ্রাহকরা তালিকা জানুন
Government of West Bengal
রাজ্যে ফের একবারের জন্য রেশন সামগ্রী (Ration Items) নিয়ে দারুন খবর জানালো রাজ্য সরকার। এই সময়ে প্রায় ১০ কোটির কাছাকাছি মানুষ রেশনের মাধ্যমে খাদ্য দ্রব্য পেয়ে থাকেন। প্রত্যেকবার রমজান মাসের (Ramadan 2025) সময়ে বিশেষ ব্যবস্থা করা হয় সরকারের তরফে। আর এইবারেও এই নিয়ে কোন খামতি দেওয়া হবে না বলেই মনে করছেন অনেকেই, তাহলে এইবারে কি কি সুবিধা পেতে পারেন গ্রাহকরা সেই নিয়ে জেনে নিন।
Ration Items List in February for Ramadan
রমজান মাসে রাজ্যের প্রায় ৬ কোটি গ্রাহকদের স্বল্প ভর্তুকির মাধ্যমে কিছু কিছু খাদ্য সামগ্রী দেওয়া হতে পারে। আর এই জন্য এক প্যাকেজের ঘোষনা করা হবে, আর এই জন্য রাজ্যের সকল রেশন ডিলারদের কাছ থেকে অতিরিক্ত সামগ্রী দেওয়ার জন্য কত কিলো জিনিস চাই সেই নিয়ে জানাতে বলা হয়েছে সরকারের তরফে। এই মাসের মধ্যেই সকল তথ্য জানাতে বলে দেওয়া হয়েছে।
রমজান মাসে অতিরিক্ত ফ্রি রেশন সামগ্রী
মুলত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প (National Food Security Act, 2013) অধীনে থাকা গ্রাহকদের কম মুল্যে ময়দা, ছোলা ও চিনি দেওয়া হবে। এই সকল সামগ্রী ১ কিলো করে দেওয়া হবে সকলকে। রমজান মাসের শুরুর থেকেই এই সকল জিনিস দেওয়া হবে, তাই তাড়াতাড়ি করে কত কিলো খাদ্য দ্রব্য লাগবে সেইটা জানতে চাওয়া হয়েছে। এমনিতেই এখন বিনামুল্যে রেশন দেওয়া হচ্ছে ও আগামী ২০২৮ সাল পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।
West Bengal Khadya Sathi Scheme
সরকারের এই নিয়ম মানতে গিয়ে রীতিমত নাজেহাল অবস্থা সকল ডিলারদের, তাদের মুল কথা অনুসারে যদি কত দামে বিক্রি করা হবে সকল জিনিস নাই জানানো হয় তাহলে কি করে হিসাব দেওয়া হবে? তাই পরিমান বলা আগে খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে চিঠি দেওয়া হয়েছে। এবারে দাম জেনে কবে সকল তথ্য জানানো হয় সেই দিকেই নজর রয়েছে সকল ডিলারদের।
অন্য দিকে কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া রাজ্যের সচিব, FCI ও CWC এর আধিকারিকদের সঙ্গে আলোচনা করে জানায়, এবার থেকে চটের বস্তায় সামগী পাঠানো নিয়ে চিন্তা করা হচ্ছে। এরই সঙ্গে কমিশন বৃদ্ধি ও কেন্দ্রের তরফে বকেয়া টাকা নিয়েও কথা বলা হয়। কিন্তু কেন্দ্রীয় খাদ্য সচিব রাজ্য সরকারকে এই কমিশন বৃদ্ধি নিয়ে চিন্তা করতে বলেছেন। এবারে দেখার অপেক্ষা এত কিছুর মধ্যেও রমজান মাসে ঠিক কি কি সামগ্রী দেওয়া হয়।