Merit Scholarship: পশ্চিমবঙ্গের সমস্ত SC ST ছাত্র ছাত্রীদের 4800 টাকা করে দিচ্ছে। মেরিট স্কলারশিপে আবেদন করুন

SC ST Scholarship

পশ্চিমবঙ্গ সরকার দুস্থ মেধাবী পড়ুয়াদের জন্য একাধিক Government Scholarships চালু করেছে ইতিমধ্যেই। এবার SC ST পড়ুয়াদের জন্য চালু হলো Merit Scholarship. প্রতিবছর এই ধরনের স্কলারশিপের টাকা পেয়ে উপকৃত হন রাজ্যের লাখ লাখ শিক্ষার্থী। সম্প্রতি এরকম আরো একটি স্কলারশিপের আবেদন শুরু করা হয়েছে রাজ্য সরকার মারফত, যেখানে ৪৮০০ টাকা করে পড়াশোনার খরচ বাবদ দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদের। যে সমস্ত শিক্ষার্থী বর্তমানে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পড়াশোনা করছে। তারা সকলেই এই স্কলারশিপ পেতে পারবেন। যদি আগ্রহী থাকেন, তবে দেরি না করে এখনই স্কলারশিপের খুঁটিনাটি জেনে নিয়ে আবেদন করে ফেলুন।

SC ST Merit Scholarship 2024

মেরিট স্কলারশিপের আর্থিক সুবিধা

এই স্কলারশিপের (SC ST Merit Scholarship 2024 (স্কলারশিপ)) আওতায় নির্বাচিত ছাত্র-ছাত্রীরা প্রতি মাসে ৪০০ টাকা করে মোট ৪৮০০ টাকা বার্ষিকভাবে পড়াশোনার খরচ হিসাবে পাবে। পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে দেওয়া এই অর্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষা এবং আনুষঙ্গিক খরচ মেটাতে বিশেষ সহায়ক হয়ে থাকে। এছাড়া এটি ছাত্র-ছাত্রীদের পরিবারকেও অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য করে।

মেরিট স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

এই স্কলারশিপের প্রধান শর্ত হলো, আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৩৬ হাজার টাকার কম হতে হবে এবং আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তাদেরই দেওয়া হবে। স্কলারশিপ পাওয়ার জন্য SC ছাত্র ছাত্রীদের ৬০ শতাংশ এবং ST ছাত্র ছাত্রীদের ৪৫ শতাংশ নম্বর অর্জন করতে হবে। এই স্কলারশিপটি শুধুমাত্র মেধার ভিত্তিতে প্রদান করা হয় এবং প্রত্যেক বছর একটি নির্দিষ্ট সংখ্যক ছাত্র-ছাত্রীকে এই সুযোগ দেওয়া হয়। বর্তমানে, রাজ্যের ৪১০ জন SC এবং ৪১০ জন ST ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে।

আরও পড়ুন, 300 ইউনিট পর্যন্ত কারেন্ট বিল ফ্রি করে দিলো মোদী সরকার। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় কিভাবে আবেদন করবেন?

মেরিট স্কলারশিপে আবেদন পদ্ধতি

এই স্কলারশিপের আবেদন পদ্ধতি সম্পূর্ণত অফলাইন, এবং এর জন্য কোনো অনলাইন আবেদন ব্যবস্থা নেই। আবেদন ফরম সংগ্রহের জন্য আবেদনকারীকে তার নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুল থেকে এই ফর্ম সংগ্রহ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে তা জমা করতে হবে। দরকারি ডকুমেন্টগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, ব্যাংক একাউন্টের বিবরণ, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং সর্বশেষ রেজাল্টের জেরক্স কপি। সকল নথি পূরণ করার পর, Merit Scholarship ফর্মটি সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডারে নয়া নিয়ম! এই নিয়ম না মানলে বন্ধ হবে একাউন্ট! আর পাবেন না টাকা

আবেদন জমা দেওয়ার তারিখ:

এই স্কলারশিপের আবেদন জমা দেওয়ার নির্দিষ্ট কোনো শেষ তারিখ এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন স্কুল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২৩শে জুলাই তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। তাই যেসব ছাত্র-ছাত্রী এই সুযোগ গ্রহণ করতে ইচ্ছুক, তারা যথাসময়ে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button