Salary Hike – পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের প্রায় 7000 টাকা বেতন বৃদ্ধি। মুখ্যমন্ত্রীকে গ্র্যান্ড ধন্যবাদ জানালেন রাজ্যের কর্মীদের একাংশ

Salary Hike in west Bengal

সম্প্রতি ৩ শতাংশ ডিএ ঘোষণা (DA Hike) করেছে কেন্দ্র সরকার। যার জেরে এক ধাক্কায় প্রচুর টাকা বেতন বৃদ্ধি তথা Salary Hike হতে চলেছে। আর শুধু তাই নয়, কেন্দ্রের ঘোষণার সাথে সাথে Dearness Allowance বাড়িয়েছে একাধিক রাজ্য সরকার। তবে পশ্চিমবঙ্গে DA বৃদ্ধির কোন খবর না থাকলেও, প্রায় ৭০০০ টাকা বেতন বাড়তে চলেছে চুক্তিভিত্তিক রাজ্য সরকারি কর্মীদের একাংশের।

Salary Hike for West Bengal ICT Employees

কপাল খুলে গেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের। দীপাবলীর আগেই তাদের বেতন বৃদ্ধি করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে, একধাক্কায় ৭ হাজার টাকা বাড়তে চলেছে বেতন। উৎসবের মাসে এই ঘোষণা রাজ্যের কর্মচারীদের এতটাই খুশি করেছে যে তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন ধন্যবাদ দিতে তাকে। পদ অনুযায়ী কার বেতন বেড়ে কত হল? কবে থেকে সেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

কত টাকা বেতন বাড়লো?

সরকারের এই সিদ্ধান্তের ফলে ৫,৫০০ এরও বেশি কর্মী সরাসরি উপকৃত হচ্ছেন। এদের মধ্যে সরকারি ও সরকার পোষিত স্কুলের আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টরদের (ICT Computer Teacher and Instructor) বেতন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতদিন পর্যন্ত এই কর্মীরা মাসে ১০,৩০০ টাকা বেতন পেতেন। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা (Mamata Banerjee) অনুযায়ী, এখন থেকে পাঁচ বছর ধরে কাজ করা কর্মীদের ন্যূনতম বেতন হবে ২১,০০০ টাকা। যারা দশ বছর ধরে কাজ করছেন, তাঁদের বেতন ২৬,০০০ টাকায় পৌঁছাবে। ১৫ বছর অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা পাবেন ৩২,০০০ টাকা, আর ২০ বছর ধরে কাজ করা কর্মীদের বেতন দাঁড়াবে ৩৯,০০০ টাকায়।

পশ্চিমবঙ্গ আইটি পার্সোন্যাল কম্পিউটার ইনস্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোদাব্বর গাজি জানান, “মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং আমাদের কঠোর পরিশ্রমের মূল্যায়ন করেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আগে আমাদের মাসিক বেতন ছিল ১০,৩০০ টাকা। এখন তা বাড়িয়ে ২১,০০০ টাকার কাছাকাছি হয়েছে। এটি আমাদের জন্য একটি বড় পরিবর্তন।”

আরও পড়ুন, দীপাবলিতেও বোনাস পাবেন। সরাসরি ব্যাঙ্ক একাউন্টে অ্যাকাউন্টে ঢুকছে।

gamezop ad

তিনি আরও জানান, জুলাই মাস থেকেই রাজ্য সরকার এই পরিবর্তনের পদক্ষেপ নিয়েছিল, তবে অক্টোবরে এসে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। অক্টোবর মাস থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে এবং সেই টাকা কর্মীদের অ্যাকাউন্টে জমা পড়বে। এই সিদ্ধান্তের ফলে শুধু আইসিটি ইনস্ট্রাক্টর নয়, অন্যান্য বিভাগেও বেতন বৃদ্ধির আশা জেগেছে। বিশেষ করে ঝাড়ুদার ও সাফাইকর্মীদের দৈনিক মজুরি বেড়ে ৭৮৩ টাকা হয়েছে, যা মাসিক হিসাবে ২০,৩৫৮ টাকা দাঁড়িয়েছে।

পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা নিয়ে আপডেট

তবে কেন্দ্র সরকারের DA ঘোষণার পর রাজ্য সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে কোনও আশাসূচক খবর না পাওয়ায়, ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ। পুজোর ছুটি শেষ হলেই ফের পেনডাউন ও ধর্মঘটে কলকাতা অচল করার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে আগামী জানুয়ারী মাসে ডিএ মামলার পরবর্তী শুনানি। এতো দীর্ঘদিন পর শুনানি দেওয়ায় ও বিরূপ প্রতিক্রিয়া রাজ্য সরকারি কর্মীদের একাংশের। পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button