Sabooj Sathi: সবুজ সাথী প্রকল্পে স্কুলে স্কুলে ছাত্র ছাত্রীদের এবছর কবে থেকে সাইকেল দেবে, জেনে নিন

Free Cycle Yojana for Students

রাজ্যের সকল সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য সবুজ সাথী প্রকল্পের (Sabooj Sathi Free Cycle Yojana) মাধ্যমে বিনামুল্যে সাইকেল দেওয়া হয়। কারন আমাদের রাজ্যে তথা দেশে এমন অনেক পড়ুয়ারা পায়ে হেটে কয়েক কিলো মিটার পথ চলে নিজেদের স্কুলে পৌঁছায়। আর এই সকল সমস্যার কারনের জন্য অনেকেই আর পড়াশোনা করতে চায় না। আর এবারে এই সরকারি প্রকল্প (Government Scheme) নিয়ে বড় খবর পাওয়া গেল।

Sabooj Sathi Scheme in West Bengal

শীঘ্রই এবারের ২০২৫ সালের ফ্রি সাইকেল দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০১৫ সালে প্রথমবারের জন্য এই প্রকল্পের সুচনা করা হয় আর এই বিসয়ে জানানো হয় যে সরকারি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের দেওয়া হবে। আর প্রত্যেক বছরে কয়েক লক্ষ ছাত্র ছাত্রীদের এই ফ্রিতে সাইকেল দেওয়া হচ্ছে। আর এই বছরের সকল তথ্য নিয়ে এবারে জেনে নেওয়ার দরকার।

Free Cycle Yojana Online Apply

বিগত কয়েক বছর ধরে ১ লা জানুয়ারি থেকে নিয়ে ৭ ই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট উইক পালন করে থাকে আর এবারেও সেই কাজ হয়েছে। আর এই সপ্তাহের শেষ হওয়ার দিনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লক্ষের কাছাকাছি সাইকেল বিতরন করা হয়ে গেছে। আর জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুতেই সকল স্কুলের তরফে এই সাইকেল দেওয়া শুরু হবে বলেই মনে করছেন অনেকেই।

বাংলা আবাস যোজনা টাকা পাঠানো নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

পশ্চিমবঙ্গ সরকার

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান এতদিন অনেকেই নানা ধরনের পড়াশোনা করার জন্য রাজ্যের বাইরে যেত, কিন্তু এখন রাজ্যের সকল কলেজ গুলি বিশ্বমানের হয়ে উঠেছে আর কলকাতার সকল বিশ্ব বিদ্যালয় অনেক এগিয়ে। তার সময়তেই সারা রাজ্যে ৩০ টি বিশ্ব বিদ্যালয়, ১৪ টি মেডিকাল কলেজ, ৭০০০ সরকারি স্কুল ও ৫৩ টি এমনি কলেজ বানানো হয়েছে।

স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা ও সুবিধা কমালো রাজ্য সরকার। এখন থেকে আর এই সুবিধা পাবেন না

পুরনো দিনের প্রথাগত শিক্ষার সঙ্গে নতুন সকল কিছুও সেখানো হচ্ছে আর দিন দিন আরও এই সকল কিছুর উন্নতি করা হবে। আর গরিব ও মধ্যবিত্ত পড়ুয়াদের জন্য নানা প্রকল্প বা স্কলারশিপের কথাও বলা হয়। আর এবারে সকল স্কুলে এই নিয়ে বিজ্ঞপ্তি গেলে তখন পড়ুয়াদের এই নিয়ে আরও বিস্তারে জানিয়ে দেওয়া হবে। সবুজ সাথী সাইকেল নিয়ে আরও কিছু জানতে হলে নিজেদের স্কুলে গিয়ে পড়ুয়ারা খবর নিতে পারেন।

Related Articles

Back to top button