Pay Commission: সরকারি কর্মীদের জন্য হটাত সারপ্রাইজ। এক ধাক্কায় ৮৩৪৮ টাকা বেতন ভাতা বেড়ে গেল।

Pension Scheme

পুজোর মধ্যেই সরকারি কর্মী ও অবসর প্রাপ্ত পেনশন ভোগীদের সুখবর দিলো Pay Commission এবং পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতর। পেনশন গ্রাহক ও সরকারি কর্মচারীদের Retirement Benefits বা Pension এর নিয়মে বড়সড় রদবদল করা হয়েছে, যাতে তারা আগের চেয়ে বেশি পেনশন ও ভাতা পাবেন। যার জেরে একাউন্টে আগের চেয়ে বেশি টাকা ঢুকবে। শুধু তাই নয়, AICPI বা কেন্দ্রীয় মূল্য বৃদ্ধি সুচক হারে ভাতা বাড়বে। কি কি সুবিধা চালু হলো জেনে নিন।

Pay Commission and Pension Hike

মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে কেন্দ্রের কর্মীদের মধ্যে। সকলেই আশা করেছিলেন অক্টোবরে ফের DA দেবে সরকার। তবে এবার ডিএ না হলেও, কর্মীদের জন্য অন্য একটি বড় ঘোষণা করেছে কেন্দ্র। একসঙ্গে ৮৩৪৮ টাকা বাড়তি ঢুকবে অ্যাকাউন্টে। পরের মাস থেকেই সেই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর এই ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে কেন্দ্রের সকল কর্মচারীদের মধ্যে।

কোন ভাতা বৃদ্ধি করা হয়েছে?

সম্প্রতি পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফ থেকে একটি অফিস মেমো জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট অ্যালাওয়েন্স ভাতা ৬৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৩৪৮ টাকা করা হয়েছে। পেনশনভোগীদের জন্য এটি একটি বিশাল বড়ো স্বস্তির খবর। জানা গেছে, প্রতিবার মহার্ঘ ভাতা ৫০% বৃদ্ধির পর কনস্ট্যান্ট অ্যালাওয়েন্সও ২৫% বাড়ানোর নিয়ম রয়েছে, এবং এই নিয়ম অনুসারে এই বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা অন্তত ১০ বছর কেন্দ্রীয় সরকারি চাকরিতে যুক্ত ছিলেন, তাঁরা এই ভাতা পাওয়ার যোগ্য।

আরও পড়ুন, দশমীতে চালু হলো নতুন প্রকল্প। ছেলে মেয়ে সবাই প্রতিমাসে 1000 টাকা পাবে।

কি সুবিধা হবে এতে?

সরকারের এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আর্থিকভাবে উপকৃত হবেন। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে Pension ও এই ধরণের ভাতা বৃদ্ধির ঘোষণা তাঁদের জীবনযাত্রার মানকে কিছুটা হলেও সহজ করবে। বিশেষত যারা বার্ধক্যের কারণে শুধুমাত্র এই Pension এর উপরি নির্ভরশীল থাকেন, তাঁদের জন্য কনস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট অ্যালাওয়েন্স একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা।

gamezop ad

মহার্ঘ ভাতা বৃদ্ধির জল্পনা

অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই সুখবর এলেও, বর্তমান কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। প্রথমে অনুমান করা হয়েছিল যে, দুর্গাপুজোর সময়ে কেন্দ্র থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আসবে। তবে সেটা হয়নি। এখন দীপাবলির আগে এই বিষয়ে নতুন কিছু ঘোষণা করা হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে দাবি করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং এবার তাঁদের DA/ DR আরও ৩% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Back to top button