রিজার্ভ ব্যাংকের নির্দেশে আজ থেকে বদলে গেল ব্যাংকের ৫ নিয়ম। না জানলেই বন্ধ হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট!
RBI New Bank Rules
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) তরফে নতুন নিয়ম শুরু হল! ভারতবর্ষের সাধারণ মানুষকে একাধিক সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সবসময়ই তৎপর থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI. তবে দেশের অগ্রগতির দিকেও খেয়াল রাখতে হয় RBI কে। এই বছর জুন মাসের ১২ তারিখ থেকে দেশের প্রতিটি ব্যাংকের নতুন নিয়ম লাগু হল। যেখানে গ্রাহকেরা ফিরে পেতে পারবেন তাদের পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যাংক একাউন্ট। এমনকি দশ বছর বা তার পুরনো বন্ধ থাকা সমস্ত ব্যাংক একাউন্টে রিকভার করিয়ে নিতে পারবেন গ্রাহকরা! আরবিআই এর এই সিদ্ধান্ত বিপুল পরিমাণে জনগণকে সাহায্য করবে, তা বলাই বাহুল্য। তবে ব্যাংক একাউন্ট সক্রিয় করতে মানতে হবে বেশ কিছু শর্ত (RBI New Update).
নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে রিজার্ভ ব্যাংকের নির্দেশ
ভারতীয় ব্যাংকিং রুল অনুসারে, কোন অ্যাকাউন্ট ১০ বছর বা তার বেশি সময় ধরে ব্যবহার করা না হলে, সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এইভাবে কোন সঞ্চিত অর্থ যদি ১০ বছরের বেশি সময় ধরে ক্লেইম না করা হয়, তাহলেও সেটিকের দাবিহীন আমানত বা নিষ্ক্রিয় আমানত বলে মনে করা হয় ব্যাংকের তরফে।
তবে সম্প্রতি এই সমস্যার সমাধান ঘটিয়ে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, সকল আমানতকারী এবং ব্যাংক একাউন্টধারী ব্যক্তিরা নিজেদের বন্ধু হয়ে যাওয়া একাউন্ট নিষ্ক্রিয় থেকে সক্রিয় করতে পারবেন। তবে এর জন্য মানতে হবে নূন্যতম কিছু শর্ত। গ্রাহকদের জন্য স্বাভাবিকভাবেই এটি অত্যন্ত আনন্দের খবর। অনেক সময় নিয়মিত ট্রানজেকশনের অভাবে বেশ কিছু ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়া হয় ব্যাংকের ব্রাঞ্চের পক্ষ থেকে। এবার সেই সমস্ত ব্যাংক একাউন্ট ওপেন করে পুরনো ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা।
৩০ তারিখের মধ্যে এই কাজ না করলে রান্নার গ্যাস ডেলিভারি বন্ধ
বন্ধ হয়ে যাওয়া ব্যাংক একাউন্ট সক্রিয় করতে কোন শর্ত মানতে হবে ? 📝
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI রেগুলেশন বলছে, গ্রাহকেরা তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যাংক একাউন্ট আবার সক্রিয় করতে পারবেন। তবে এর জন্য ব্যাংকের তরফে ভিডিও কেওয়াইসি বা ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে আধার সংযোগে কেওয়াইসি করিয়ে আসতে হবে। ব্যাংকিং পরিষেবায় বা যে কোন সরকারি পরিষেবায় কেওয়াইসির অর্থ হলো, সেই ব্যক্তির সমস্ত বিবরণ মিলিয়ে দেখে নেওয়া। অর্থাৎ আপনি যে নতুন করে ব্যাংক একাউন্টটি চালু করতে চাইছেন, তার সাথে আপনার বিভিন্ন ডিটেলস মিলছে কিনা সেটি যাচাই করে দেখা হবে। একবার কেওয়াইসি আপডেট হয়ে গেলি সেই ব্যাংক অ্যাকাউন্ট আবার আগের মতো সক্রিয় হয়ে যাবে।
WB College Admission: অবশেষে কলেজে ভর্তি শুরু হলো। অনলাইন পোর্টালে কিভাবে আবেদন করবেন?
KYC আপডেট করালে কোন কোন সুবিধা পাবেন ? ✅
একবার কেওয়াইসি করিয়ে নিলে গ্রাহকেরা ওই ব্যাংক একাউন্ট দিয়ে আগের মতই ট্রানজাকশন যেমন করতে পারবেন, তেমনি নিজেদের টাকা সঞ্চয় করে রাখার জন্য বিভিন্ন ব্যাংকিং স্কিমের সহায়তাও নিতে পারবেন। অর্থাৎ এক কথায়, ব্যাংকের সমস্ত পরিষেবা ওই নিষ্ক্রিয় ব্যাংক একাউন্টে আবার চালু হয়ে যাবে শুধুমাত্র ভিডিও কেওয়াইসি বা অফলাইন কেওয়াইসি করে নিলেই।
কীভাবে KYC করাবেন ?
বর্তমানে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেওয়াইসি করানোর দরকার নেই। বাড়িতে থেকেই একটি মাত্র রিকোয়েস্টের দ্বারা সরাসরি ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন।