RBI Rules: নিয়ম না মানায় 2 টি জনপ্রিয় ব্যাংককে শাস্তি দিলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাহকের টাকার কি হবে?

RBI penalty on banks 2024 list

সারা দেশের সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI. কোনও অর্থনৈতিক গাফিলতি হলে সাথে সাথে পদক্ষেপ নেয় রিজার্ভ ব্যাঙ্ক। আর এবার ভারতের সবচেয়ে জনপ্রিয় দুটি ব্যাংক কে কড়া শাস্তি।

RBI imposes monetary penalty

ব্যাংকিং কাস্টমারদের জন্য বড় দুঃসংবাদ। নিজের টাকা পয়সা যদি বাঁচাতে চান তবে এখনিই সতর্ক হয়ে যান। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সম্প্রতি দেশের বড় দুটি ব্যাঙ্কের ওপর মোটা অঙ্কের জরিমানা আরোপ করেছে। যার ফলে এই দুই ব্যাংকের সম্পত্তির ওপর পড়েছে ব্যাপক প্রভাব। গ্ৰাহকদেরও চিন্তা বেড়েছে এই মুহূর্তে, তাদের টাকা পয়সা কি ক্ষতিগ্রস্থ হবে এতে? এব্যাপারে আর বি আই কি জানিয়েছে, দেখে নিন।

কোন কোন ব্যাংকের ওপর জরিমানা?

রিজার্ভ ব্যাংক তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্তমানে দেশের বড় দুটি প্রাইভেট সেক্টর ব্যাংক যথাক্রমে অ্যাক্সিস (Axis Bank) এবং এইচ ডি এফ সি ব্যাংক (HDFC Bank) কে জরিমানার সাজা দেওয়া হয়েছে। এই জরিমানার মোট পরিমাণ দাঁড়িয়েছে ২.৯১ কোটি টাকা। এর মধ্যে এক্সিস ব্যাঙ্ককে ১.৯১ কোটি টাকা এবং এইচডিএফসি ব্যাঙ্ককে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

কি কারণে এই জরিমানার শাস্তি?

আরবিআই জানিয়েছে, এক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে বেশ কিছু নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুসারে, একটি ব্যাঙ্ককে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড রক্ষা করতে হয়, যা এক্সিস ব্যাঙ্ক পালন করেনি। এই নিয়ম ভাঙার কারণে জরিমানা করা হয়েছে। আরবিআই দাবি করেছে, একাধিক ক্ষেত্রে এক্সিস ব্যাঙ্কের নিয়ম না মানার বিষয়টি সনাক্ত করা হয়েছে, যার মধ্যে ডিপোজিটের উপর সুদের হার, কেওয়াইসি (Know your customer) পদ্ধতি, এবং কৃষি ঋণ প্রদান সংক্রান্ত অনিয়ম অন্তর্ভুক্ত।

এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। আরবিআই জানিয়েছে, এই ব্যাঙ্ক সুদের হার, কাস্টমার সার্ভিস প্র্যাকটিস, এবং অন্যান্য কিছু ক্ষেত্রে নিয়ম মেনে চলেনি। বিশেষ করে, গ্রাহকদের সাথে যোগাযোগের সময়ের মধ্যে সন্ধ্যা ৭টার পরে ও সকাল ৭টার আগে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা HDFC Bank লঙ্ঘন করেছে। এই কারণে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

gamezop ad

সুখবর, একাউন্টে টাকা ঢোকা শুরু হলো। কারা পাবেন, কত টাকা পাবেন জেনে নিন।

গ্ৰাহকদের টাকায় কি প্রভাব পড়বে?

আরবিআই তাদের বিবৃতিতে জানিয়েছে যে এই জরিমানা আর্থিক বছরের ৩১শে মার্চ ২০২২-এর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলি RBI এর নিয়মাবলী ও প্রবিধান মেনে চলার গুরুত্ব এবং ব্যাঙ্কিং সেক্টরের স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যকে প্রতিফলিত করে। তবে সেই সঙ্গে এও স্পষ্ট করে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যে কোনো গ্ৰাহকের টাকা পয়সার কোনো ক্ষতি হবে না এর দ্বারা।

সুতরাং আপাতত কোন গ্রাহকদের দুশ্চিন্তার কোন কারন নেই। আর কোনও কারনে কোন ব্যাঙ্ক দেউলিয়া বা Bankrupt হলে সমস্ত গ্রাহকের নামে করা বীমা ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক নিরাপত্তা পাবেন। এই ব্যাপারে আরও বিষদে জানতে Reserve Bank এর ওয়েবসাইটে যোগাযোগ করুন।

Related Articles

Back to top button