দেশ জুড়ে রেশন ধর্মঘট। ফ্রি রেশন দেওয়া বন্ধ থাকবে? গ্রাহকদের কি হবে?

Free Ration Card

ফের একবারের জন্য রেশন ধর্মঘট (Ration Strike) হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। যার জেরে ফ্রি রেশন দেওয়া বন্ধ থাকার সম্ভাবনা। বিগত ১ লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০২৫ (Union Budget 2025) ঘোষণা করা হয়েছে আর তাতে অনেক ধরণের জিনিস বলা হলেও রেশন ডিলারদের (Ration Dealer) কমিশন বৃদ্ধি করা নিয়ে কোন ধরণের ঘোষণা করা হয়নি সরকারের তরফে। যেই দাবি অনেক দিন ধরেই করা হচ্ছিলো, কিন্তু তাতে সরকারের তরফে কোন ধ্যান দেওয়া হয়নি।

ফ্রি রেশন সামগ্রী প্রদান নিয়ে বড় সমস্যা

যেই কারণের জন্য বাজেট ঘোষণার পর থেকেই ফের এই আন্দোলন শুরু হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। ২০২৮ সাল পর্যন্ত দেওয়া ফ্রি রেশন (Free Ration Items) নিয়েও কিছু তেমন একটা ঘোষণা করা হয়নি সরকারের তরফে। এই বাজেট শুরুর আগে ডিলারদের তরফে কেন্দ্রের তরফে অমিত শাহ ও নীতি আয়োগের সঙ্গে সাক্ষাৎকারে সাফ জানানো হয়েছিল যে, তাদের কমিশন নিয়ে দ্রুত কোন না কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য।

রেশন ধর্মঘট শুরু হবে?

কিন্তু বাজেট অধিবেশনে এই নিয়ে কোন কথা বলা হয়নি। এবারে নিজেদের দাবি পূরণের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় সেই নিয়ে আগামী বুধবার আলোচনায় বসতে চলেছে ডিলাররা। অল ইন্ডিয়া ডিলার অ্যাসোসিয়েশনের (All India Dealer Association) সম্পাদক বিশম্ভর বসু জানিয়েছেন যে বাজেটে সকল শখের জিনিস দাম কমলেও রেশন সামগ্রী (Ration Items), ভর্তুকি বা ডিলারদের জন্য কোন ঘোষণা করা হয়নি।

আর এবারে আন্দোলন করা ছাড়া কোন উপায় নজরে আসছে না বলেই মনে করছেন অনেকে। আগামীকাল এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ভাই প্রলহাদ মোদীও উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। কিভাবে নিজেদের দাবি পূরণের জন্য সরকারকে চাপে ফেলা হয়, সেই বিষয় নিয়ে চিন্তা করা হবে। আর এবারে এই কারণের জন্যই সকলে মনে করছেন যে যদি কোন কারণে সরকারকে চাপে ফেলার জন্য ধর্মঘটের সেই পুরনো পদ্ধতি ব্যবহার করা হয়।

ফেব্রুয়ারি মাসে বাড়তি রেশন দেওয়ার ঘোষণা। রমজান উপলক্ষ্যে রেশনে কি কি দেবে তালিকা দেখে নিন

তাহলে আখেরে দেশের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের অসুবিধা হতে চলেছে। দেশে এমন অনেক কোটি কোটি পরিবার আছে যারা এই ফ্রি রেশন সামগ্রীর ওপরে নির্ভর করে নিজেদের পরিবারের ভরন পোষণ চালান তাদের জন্য অনেকটাই সমস্যা হবে। এবারে ধর্মঘট শুরু হয়ে গেলে কি আদৌ কি ডিলারদের কমিশন বৃদ্ধি করা হবে নাকি আখেরে সেই দেশের গরিব ও মধ্যবিত্ত মানুষদের সমস্যা হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।

বাংলা আবাস যোজনা ঘরের টাকা পেতে হলে এখুনি দেখুন

এমনিতেই সরস্বতী পুজো ও সোমবার হওয়ার জন্য রেশন দোকান বন্ধ থাকায় মাসের শুরুতে অনেকটাই ভোগান্তির সম্মুখীন হয়েছে সাধারণ রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের, এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে ফের কি হতে চলেছে। এই নিয়ে আরও তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন ও এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন।

Related Articles

Back to top button