পহেলা জানুয়ারি থেকে ফ্রি রেশন বন্ধ! কোটি কোটি গরিব মানুষের কি হবে? কারা রেশন পাবেন না?

Free Ration Items News in West Bengal

বছরের শুরুতেই বিনামুল্যে রেশন সামগ্রী (Free Ration 2025) পাওয়া নিয়ে এক বড় আপডেট পাওয়া গেল। কেন্দ্র ও রাজ্য সরকার দেশের জনসাধারণের খাদ্য সুরক্ষার জন্য রেশন ব্যবস্থা শুরু করেছে, যার মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত পরিবার গুলো খাদ্যে সামগ্রী পেয়ে থাকে। রেশন থেকে পাওয়া খাদ্য দ্রব্যের ওপর নির্ভর করে কোটি কোটি পরিবার। করোনা মহামারির সময় থেকে রেশনের খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

Free Ration Scheme India

বছরের শুরুতেই ফ্রি রেশন তথা রেশন ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে! ২০২৫-র শুরু থেকে নতুন কিছু নিয়ম কার্যকর করা হবে, এমনটা জানিয়েছে সরকার। রেশন গ্রাহকদের উদ্দেশ্যে কিছু নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে। এই নিয়ম গুলো যদি কোন গ্রাহক না মানেন তাহলে সেই গ্রাহকের রেশন কার্ড বাতিল করা হতে পারে আর সেই সাথে তিনি রেশন থেকে খাদ্য সামগ্রী আর পাবেন না।

বিনামুল্যে রেশন সামগ্রী নিয়ে নতুন নিয়ম

রেশন প্রকল্পে যে হারে দুর্নীতি দেখা গিয়েছে, এই দুর্নীতি সরিয়ে স্বচ্ছতা আনার জন্যই নতুন কিছু নিয়ম কার্যকর করা হচ্ছে।নতুন নিয়ম অনুযায়ী, আগামী বছরের শুরু থেকেই রেশন গ্রাহকদের পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ডের সাথে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে। খাদ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনো রাজ্যে প্রায় ৭৭ লক্ষ গ্রাহক তাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করেননি। জানুয়ারি ২০২৫-র আগে এই কাজটি সম্পন্ন না করলে রেশন থেকে খাদ্য সামগ্রী নিতে পারবেন না।

রেশন কার্ড মোবাইল নম্বর লিংক

আপনার নিকটবর্তী রেশন দোকান, ফুড অ্যান্ড সাপ্লাই অফিস, BSK (West Bengal Bangla Sahayata Kendra) সেন্টার বা রাজ্য খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে সহজেই এই কাজটি করা যাবে। নতুন বছর থেকে রেশনে আরেকটি সুবিধা পাবেন গ্রাহকরা। প্রতি সপ্তাহে চারদিন, অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুয়ারে রেশন পরিষেবা চালু থাকবে অর্থাৎ এই চার দিন রেশন দোকানে এসে গ্রাহকদের রেশন তুলতে হবে না। আপনার বাড়ির দরজার সামনে আপনি খাদ্য সামগ্রী পেয়ে যাবেন।

নতুন বছরে টানা 1 মাস ফ্রি ইন্টারনেট দেওয়ার ঘোষণা। কিভাবে পাবেন এই অফার?

রেশন ডিলারশিপ থেকে যখন গ্রাহকদের রেশন দেওয়া হবে তখন পস (POS) মেশিন চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে স্বচ্ছতা বজায় থাকবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দিন দিন রেশন ব্যবস্থায় দুর্নীতি প্রবেশ করেছে। অনেক গ্রাহক তাদের নিজের ক্যাটাগরির রেশন কার্ড ব্যতীত অন্য কার্ড ব্যবহার করে খাদ্য সামগ্রী নিচ্ছেন, যেটা একদমই উচিত নয়। এর ফলে রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকছে না।

PAN 2.0 এবং PAN Card এর মধ্যে আসল পার্থক্য কোথায়? 90% মানুষ জানেন না! পরে বিপদে পড়ার আগে এখনই দেখে নিন

এই কারণেই রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করার প্রয়োজনীয়তা বলে মনে করছে রাজ্য সরকার। একজন গ্রাহক কত পরিমান খাদ্য সামগ্রী পাবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য মেসেজ করা হবে গ্রাহকের মোবাইল নাম্বারে।আপনিও যদি নতুন বছরের শুরু থেকে রেশন খাদ্য সামগ্রী পাওয়ার প্রক্রিয়াকে নিরবিচ্ছিন্নভাবে রাখতে চান, তাহলে আপনার পরিবারের যে কোন একজন গ্রাহকের কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করুন তাড়াতাড়ি। বাংলা একাডেমির তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

Related Articles

Back to top button