Ration Card: জানুয়ারি থেকে বিনামূল্যে রেশনের সাথে আরও 1000 টাকা দেবে সরকার? কিভাবে এই টাকা পাবেন?
New Announcement on Ration Card
নতুন বছর শুরুর আগেই রেশন কার্ড গ্রাহকদের (Digital Ration Card) জন্য বড় খবর পাওয়া গেল। আমরা সকলেই জানি ২০২৮ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৮০ কোটি মানুষদের ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিগত কিছু দিন ধরে অনেক জায়গায় একটি খবর প্রচারিত হচ্ছে যে আগামী বছর জানুয়ারি মাস থেকে ১০০০ টাকা করে পাবে রেশন গ্রাহকরা! আজকে এই খবর কতটা সত্য সেই বিষয়ে জেনে নিতে চলেছি।
Get ₹1000 with Free Ration card – fact check
দেশের মানুষদের মধ্যে এখনো দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যা অনেক। এই সমস্ত পরিবারের মানুষ গুলোর খাবার জোগাড় করার জন্য অনেকটাই কঠোর পরিশ্রম করতে হয়, তাই তাদের জন্যই এই বিনামুল্যে রেশনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। পরিবারের আয়ের ভিত্তিতে রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরির হয়। ক্যাটাগরি অনুযায়ী রেশন সামগ্রীর পরিমাণও ভিন্ন হয়।
রেশন গ্রাহকরা ১০০০ টাকা পাবে?
এবার থেকে ফ্রি রেশনের সাথে পেয়ে যাবেন ১০০০ টাকা? জানুয়ারি মাস থেকে রেশনে বিনামূল্যে খাদ্য দ্রব্যের পাশাপাশি নগদ ১০০০ টাকা করে পাবেন? কাদের জন্য এই সুবিধা করা হয়েছে জেনে নেওয়া যাক। দেশের নিম্ন দরিদ্র পরিবার গুলোর খাদ্য সুরক্ষা দেওয়ার জন্য ফ্রি রেশন চালু করা হয়েছে। আর এবারে এর মাধ্যমে আর্থিক দিক থেকে দুর্বল পরিবার গুলোর জন্য আরও একটু আর্থিক সহায়তা বাড়িয়ে দেওয়ার হবে, এমনই খবর বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হচ্ছে।
১০০০ টাকা দেওয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত
কিন্তু এত জায়গা থেকে এই ব্যাপারে জানতে পাওয়া গেলেও এখন পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে কোন ধরনের ঘোষনা করা হয়নি। তাই অনেকেই মনে করছেন যে এই খবরটি ভুয়ো খবরও হতে পারে। কিন্তু এখন অব্দি এই টুকু জানতে পাওয়া যাচ্ছে, আপনিও যদি ডিসেম্বরের মধ্যে e-KYC জমা না করেন তাহলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। কিন্তু অনেকেই মনে করছেন যে সরকারের তরফে কোন কিছু ঘোষনা না করা হলে এই নিয়ে বেশি মাতামাতি করা ঠিক হবে না। ভবিষ্যতে সেই নিয়ে সকল আপডেট জানানো হবে আমাদের এই পেজে।
লক্ষ্মীর ভান্ডারের মতো প্রতিমাসে 2100 টাকা দেবে। মহিলারা এই সরকারি প্রকল্পে আবেদন করুন
কিন্তু ৩১ শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যেই সকলকে রেশন কার্ড আধার লিঙ্ক করে নিতে হবে নইলে হয়তো আর বিনামুল্যে রেশন নাও পাওয়া যেতে পারে। কারন এর আগে অনেকবার এই কাজ করতে বলা হলেও এমন অনেক মানুষ আছেন তারা এখনও অব্দি এই কাজ নিয়ে কোন ধরনের গাই করছেন না, তাদের এই মাসের মধ্যেই KYC করিয়ে নেওয়া উচিত।
রেশন কার্ড আধার লিংক পদ্ধতি
আপনার রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পন্ন করতে হলে নিকটস্থ রেশন দোকানে যেতে হবে। সেখানে আধার কার্ড ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ই-কেওয়াইসি করা যাবে। আর অনলাইনের মাধ্যমে আপনারা খাদ্য দপ্তরের আধিকারিক ওয়েবসাইটে গিয়ে এই কাজ খুব সহজেই নিজের বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যে করে নিতে পারবেন। এই খবরের আরও নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।