POMIS Scheme: প্রতিমাসে 9250 থেকে 20000 টাকা দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস। এই স্কিমে আজই আবেদন করুন।
Post Office Monthly Income Scheme
এবারে প্রতিমাসে ৯২৫০ টাকা পাওয়া যাবে এক দারুন পোস্ট অফিস স্কিমের (POMIS Scheme 2025) মাধ্যমে, নতুন বছরের আগে এই খবর শুনে সকলেই খুশি হয়েছে। এখন SIP, Mutual Fund এর মত অনেক বিনিয়োগ স্কিম চলে আসলেও অনেক মানুষ পোস্ট অফিস সেভিংস স্কিমেই (Post Office Savings Scheme) টাকা জমাতে পছন্দ করেন। কারন পোস্ট অফিস হলো বিনিয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ও ভরসার জায়গা।
POMIS Scheme in Post Office
বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকে। যদিও বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি সেভিংস একাউন্ট এর থেকে ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করাতে বেশি পছন্দ করেন। টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পোস্ট অফিস নিরাপত্তার দিক থেকে নিরাপদ বলে বিবেচিত হয়। পোস্ট অফিস বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য বিভিন্ন রকম স্কিম এনেছে, যেই গুলোতে বিনিয়োগ করলে লাভযুক্ত রিটার্ন পান সকলে।
Post Office Savings Scheme
পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প গুলির মধ্যে পোস্ট অফিস মাসিক আয় স্কিম বা Post Office Monthly Income Scheme (POMIS) অন্যতম। এই স্কিমে এককালিন টাকা বিনিয়োগ করার মাধ্যমে প্রতিমাসে একটা পরিমান টাকা পেতে থাকবেন গ্রাহকরা। আর কত টাকা জমা করা হবে তার ওপরে রিটার্ন নির্ভর করছে সকলের।
পোস্ট অফিস মাসিক আয় স্কিম
এই স্কিমের মেয়াদ হল ৫ বছর, স্কিমে সুদের হার দেওয়া হয় ৭.৪ শতাংশ হারে, স্কিমে একজন বিনিয়োগকারীর সর্বোচ্চ বিনিয়োগ করার পরিমাণ ৯ লক্ষ, এই স্কিমে একজন বিনিয়োগকারী এককভাবেও একাউন্ট খুলতে পারে, আবার যৌথভাবে একাউন্ট খুলতে পারে। যৌথ একাউন্ট খুললে সর্বোচ্চ বিনিয়োগ করার পরিমাণ তার ১৫ লক্ষ। স্কিমে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা।
আপনি যদি এককভাবে একাউন্ট খুলেন এবং ৯ লক্ষ টাকা জমা করেন, তাহলে প্রত্যেক মাসে আপনার মাসিক রিটার্ন পাচ্ছেন ৫,৫৫০ টাকা। যৌথ অ্যাকাউন্টে আপনি যদি ১৫ লক্ষ জমা করেন, তাহলে প্রতি মাসে রিটার্ন পাবেন ৯,২৫০ টাকা।এই স্কিমে আপনি যদি মিয়াদের আগে অর্থাৎ এক বছরের মধ্যে টাকা তুলতে চান, তাহলে আপনি এক বছর পর টাকা তুলতে পারবেন, তবে সে ক্ষেত্রে পেনাল্টি যুক্ত করা হবে। যদি কেউ এই স্কিমে আপনি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি ১,১১,০০০ সুদ পাবেন। এই স্কীমে আপনি প্রতিমাসে ২০০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
মান্থলি ইনকাম স্কিম সুবিধা
পোস্ট অফিস যেহেতু ভারত সরকারের অনুমোদিত একটি আর্থিক প্রতিষ্ঠান, তাই এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে আপনার কোন রকম নিরাপত্তাহীনতার ঝুকি থাকছে না। আপনি মাসিক একটি লাভজনক স্থিতিশীল এবং নিয়মিত রিটার্ন পাচ্ছেন।পোস্ট অফিসে বিনিয়োগ করতে হলে আপনাকে খুব বেশি জটিল প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে না। আপনাদের নিকটবর্তী পোস্ট অফিস থেকে সহজেই এই স্কিমে বিনিয়োগ করার জন্য আবেদন করতে পারেন।
প্রতিমাসে ২০০০০ টাকা পেনশন দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস। নতুন বছরের সেরা সঞ্চয় প্রকল্পে আজই বিনিয়োগ
MIS স্কিমে আবেদন পদ্ধতি
১) নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন।
২) আপনার প্রয়োজনীয় নথি – প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ ইত্যাদি নিয়ে যাবেন সঙ্গে করে।
৩) স্কিমের শর্তাবলী বোঝার পর আবেদনপত্র পূরণ করুন।
৪) প্রথম বিনিয়োগের অর্থ জমা দিয়ে একাউন্ট খুলুন।
500 টাকা রাখলে হাতে পাবেন 1 লাখ। পোস্ট অফিসের এই স্কিম দিচ্ছে বছরের সেরা অফার। বিস্তারিত জানুন
আপনি যদি প্রত্যেক মাসে একটি নিশ্চিত রিটার্ন পেতে চান এবং মাসিক একটা নিশ্চিত আয়কে ধরে রাখতে চান, তাহলে পোস্ট অফিসের এই স্কিমে ক্ষুদ্র বিনিয়োগ করে লাভ যুক্ত রিটার্ন পান। পোস্ট অফিসের এটি একটি আদর্শ স্কিম, তাই এই স্কিমে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন। কিন্তু বিনিয়োগ করার আগে সকল খুটিনাটি তথ্য জেনে নিয়ে তবেই কোন সিদ্ধান্ত নেবেন।