PM Kisan: পিএম কিষান 19 তম কিস্তির টাকা কবে ঢুকবে? প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা স্ট্যাটাস চেক
Pradhanmantri Kisan Samman Nidhi
প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৯ তম কিস্তির টাকা (PM Kisan 19th Installment date) কবে দেবে সেই বিষয়ে নতুন আপডেট পাওয়া গেল। প্রধানমন্ত্রী দেশের মানুষদের জন্য একাধিক প্রকল্পের (Government Scheme) সূচনা করেছেন, যার মাধ্যমে দেশের অগণিত মানুষ আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আমাদের দেশের একটা বিশেষ ভূমিকা পালন করে দেশের কৃষকরা (Indian Farmers). তাদের কষ্ট ও মেহনতের মাধ্যমে যে ফসল ফলে, সেই ফসল খেয়েই বেঁচে থাকেন দেশের মানুষ।
PM Kisan 19th Installment Payment Status Check Online
তবে দেশের কৃষক বন্ধুরা (Krishak Bandhu) আর্থিক অবস্থা এখনো তেমন ভালো নয়। বিশেষ করে কৃষিকাজে ব্যবহার করা সার, কীটনাশক, উন্নত যন্ত্রপাতি কেনার জন্য যে আর্থিক খরচ হয় সেটা যাতে কৃষকদের দ্বারা খরচ না হয়, তার জন্যই পিএম কিষান যোজনার মাধ্যমে একটা আর্থিক সহায়তা দিয়ে থাকেন দেশের কৃষকদের জন্য। এই যোজনার মাধ্যমে তিনটে কিস্তিতে টাকা দেওয়া হয় কৃষকদের।
পিএম কিষান টাকা কবে ঢুকবে
চার মাস অন্তর অন্তর কিস্তির টাকা পেয়ে থাকেন কৃষকরা, মোট টাকার পরিমান থাকে ৬০০০। একটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যেই ১৮ তম কিস্তির টাকা ২০২৪-র অক্টোবরে হাতে পেয়েছেন দেশের কৃষকরা, তবে ১৯ তম কিস্তির টাকা কবে হাতে পাবেন সেটি জানাবো আজকের এই প্রতিবেদনে। আশা করা হচ্ছে ২০২৫-র ফেব্রুয়ারি মাসের মধ্যেই ১৯ তম কিস্তির টাকা হাতে পেয়ে যাবেন কৃষকরা, তবে এর জন্য কিছু নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে।
আপনি যদি এখনো পর্যন্ত ই-কেওয়াইসি (PM Kisan KYC) না করে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক একাউন্টে ১৯ তম কিস্তির টাকা ঢুকবে না, তাই ফেব্রুয়ারি মাস আসার আগেই এই জরুরী কাজটি আপনি করে ফেলুন, না হলে কিন্তু আপনার টাকা আটকে যাবে। ই-কেওয়াইসি করার জন্য আপনার নিকটতম CSC কেন্দ্রে গিয়ে সেখানের আধিকারিকদের বললেই তারা করে দেবেন, আপনি নিজেও অনলাইনে এই কাজটি সম্পন্ন করতে পারেন।
পিএম কিষান KYC আপডেট
১) এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে ‘eKYC’ অপশনে ক্লিক করুন।
৩) সেখানে নিজের আধার কার্ডের নম্বর ইনপুট করুন।
৪) তারপর Search ক্লিক করুন।
৫) আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, তা লিখে ফেলুন।
পুরুষদের জন্য এবার লক্ষ্মীর ভান্ডারের মত প্রকল্প! কবে থেকে শুরু হবে?
৬) সেই নম্বরে OTP আসবে, তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন।
৭) সবশেষে Submit ক্লিক করুন। তাহলেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
৮) প্রত্যেক কিস্তির টাকা পাওয়ার আগে ই-কেওয়াইসি পূরণ করা অত্যাবশ্যক।
৯) আপনি শুধু এই কাজটি করে রেখে দিন, তাহলেই ফেব্রুয়ারি মাসে আপনার ব্যাংক একাউন্টে আপনি ১৯ তম কিস্তির টাকা পেয়ে যাবেন।
প্রত্যেক বাড়ি বাড়ি ফ্রিতে কারেন্ট দিচ্ছে মোদি সরকার। নতুন প্রকল্প চালু হল। আবেদন জমা করুন অনলাইনে
পিএম কিষান স্ট্যাটাস চেক আধার কার্ড মোবাইল নম্বর
- প্রধানমন্ত্রী কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এই লিংক ওপেন করুন।
- হোমপেজে আসা “বেনিফিশিয়ারি স্ট্যাটাস” লিঙ্কে ক্লিক করুন।
- প্রয়োজনীয় বিবরণ লিখুন, যেমন – আধার নম্বর বা ব্যাংক একাউন্ট নম্বর।
- অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পরীক্ষা করতে “Get Data” বোতামে ক্লিক করুন।
দেশের কৃষকদের এই প্রকল্পের টাকা অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে, যার জন্য এই প্রকল্প সারা দেশের কৃষকদের কাছে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। এই ১৯ তম কিস্তির মাধ্যমে ৯.৪ কোটি দেশের উপকৃত হবেন। এরকম আরও সুবিধা দেওয়ার জন্য সরকারের তরফে অনেক চিন্তা করা হচ্ছে।