পিএম কিষান ১৯ তম কিস্তির টাকা কবে ঢুকবে কৃষক বন্ধুদের ব্যাংক একাউন্টে? প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা খবর
Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana
পিএম কিষান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পের ১৯ তম কিস্তির টাকা কৃষক বন্ধুরা (Krishak Bandhu) কবে পাবে সেই সম্পর্কে অবশেষে কিছুটা হলেও সুনিশ্চিত খবর পাওয়া গেল কেন্দ্র সরকারের কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের পক্ষ থেকে। আর এর ফলে অনেকটাই খুশি হয়েছেন দেশের সকলের অন্নদাতা চাষিরা (Indian Farmers). এবারে এই নিয়ে আরও কিছু তথ্য জেনে নিন সকলে।
পিএম কিষান ১৯ তম কিস্তির নতুন আপডেট
২৪ শে ফেব্রুয়ারি ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন। এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হল আমাদের সকলের অন্নদাতা অর্থাৎ কৃষকদের বার্ষিক নুন্যতম রোজগার প্রদান করা। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরার ফলে ফসলের ভালো ফলন হয় না। এর জন্য অনেক কৃষকদের লোকসানের মুখ দেখতে হয়, আর এই জন্য অনেকে নিজেদের জীবন শেষ করে দিতেও বাধ্য হোন।
পিএম কিষান কবে টাকা দিবে?
তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের দেওয়া হয়ে থাকে। এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর ও ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে সরাসরি কৃষক বন্ধুদের ব্যাংকে এবং এই পদ্ধতিকে DBT (Direct Benefit Transfer) বলা হয়। আর এর মাধ্যমে বিনা কোন দুর্নীতি ছাড়া সকলের কাছে টাকা তাদের ব্যাংক একাউন্টে দেওয়া সম্ভব। যেই কারনের এখন অনেক চাষিদের সুবিধা হচ্ছে ও তারা কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই কৃষকদের একাউন্টে কিষান যোজনার টাকা ঢুকে যাবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও বেশি টাকা মিলবে? লক্ষাধিক মহিলাদের জন্য সুখবর
কৃষক বন্ধু কবে টাকা ঢুকবে?
তবে এই টাকা পাওয়ার জন্য সকল কৃষকদের নিজেদের ব্যাংকের সঙ্গে আধার লিংক করিয়ে রাখতে হবে। সেই না হলে টাকা পাওয়া যাবে না সময় মত। যেই সকল চাষিদের নিজের জমি আছে তারা, যারা আয়কর দেয় না ও যেই সকলে ১০০০০ টাকার বেশি পেনশন পায় না সেই সকল চাষিদের এই টাকা সাহায্য দেওয়া হবে। আর বাকি যারা এই সব সুবিধা পায় তাদের টাকা দেওয়া হবে না। আর এছাড়াও কৃষক আইডি কার্ড বানানোর জন্যও বলা হয়েছে।
ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংক? টাকা ফিক্সড করার আগে দেখে নিন তালিকা
পিএম কিষান অনলাইন স্ট্যাটাস চেক
কিন্তু এবারে বলা হয়েছে আগামী সপ্তাহ থেকেই এই প্রকল্পের কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর প্রত্যেকের একাউন্টে এই কিস্তিতে আগের মতোই ২০০০ টাকা করেই ঢুকবে। নরেন্দ্র মোদী বিগত বছরের মত ফের একবারে জন্য এইবারেও এই টাকা বিহারের ভাগলপুর থেকে দেওয়া শুরু করবেন দেশের কোটি কোটি কৃষকদের। এর কারণ হিসাবে অনেকেই মনে করছেন যে বিহারে বিধানসভা ভোট হল আসল কারণ!
এবারে দেখার অপেক্ষা যে এই তারিখেই টাকা দেওয়া হয় নাকি আরও কিছু সময় অপেক্ষা করতে হয় সকলকে। কৃষক ও বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।