Ration Items: পুজোয় পাবেন বাড়তি রেশন! অক্টোবর মাসে কোন রেশন কার্ডে বিনামুল্যে কি কি রেশন সামগ্রী দেবে, তালিকা দেখে নিন

Ration Items List

আগামীকাল থেকে প্রত্যেক রেশন কার্ডে (Ration Card) পুজোর মাসের রেশন দেওয়া হবে। রেশন তোলার আগে রেশন তালিকা তথা Free Ration Items List বা কোন কার্ডে কি কি রেশন সামগ্রী দেওয়া হবে, সে ব্যাপারে রেশন গ্রাহকেরা আগে থেকে জেনে নিলে রেশন তুলতে সুবিধা হয়। তাছাড়া উৎসব সহ পুজো উপলক্ষ্যে অনেক সময়ে বাড়তি রেশন ও দেওয়া হয়। তাই রেশন তুলতে যাওয়ার আগে কোন কার্ডে কি কি রেশন দেবে এক নজরে তালিকা দেখে নিন।

October 2024 Ration Items List

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তথা রেশন কার্ড গ্রাহকেরা ফ্রি রেশন নিয়ে সুখবর পেতে চলেছেন। পুজোর মাসে রাজ্যের অসংখ্য মানুষ অতিরিক্ত রেশনের দ্রব্য সামগ্রী (Ration Items) পাবেন। আর এই রেশন নিয়েই পুজোর আগেই রাজ্যবাসীর জন্য ভালো খবর দিল রাজ্য সরকারের খাদ্য দপ্তর (West Bengal Food Supply Department). বর্তমানে রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা কমবেশি আপনারা সবাই জানেন। আধার কার্ড, ভোটার কার্ডের মতই রেশন কার্ড, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে।

রেশন কার্ড আজও অনেকের কাছে যেমন খাদ্য সামগ্রীর সংস্থান করে, তেমনি একটি পরিচয় পত্র হিসাবে ও কাজ করে।আর চলতি মাসে বাড়তি রেশন দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকারের রেশন বিভাগ তথা WBPDS. তবে এখনও অনেক জায়গায় সঠিক পরিমানে রেশন না দেওয়ার অভিযোগ রয়েছে। কিছু কিছু অসাধু রেশন ডিলার কম রেশন দেন বলেও অভিযোগ শোনা যায়। তাই রেশন তোলার আগে কোন কার্ডে কতটা রেশন দেবে সেটি ভাল করে জেনে নেওয়া উচিত।

সাধরনত প্রত্যেক মাসেই রাজ্যের খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানানো হয়, বিভিন্ন প্রকার কার্ডের মধ্যে কোন কার্ডের জন্য কতটা রেশন সামগ্রী (Ration Items) বরাদ্দ রয়েছে। তাই প্রত্যেক মাসের শুরুতে সকল রেশন কার্ড উপভোক্তারা তাঁদের কার্ডের দ্বারা কী পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তা নির্ধারিত হয়ে থাকে। সেই মতো গত আগস্ট মাসের শেষেই নির্ধারণ করা হয়েছিল সেপ্টেম্বরও অক্টোবর মাসে কী পরিমাণ খাদ্য সামগ্রী (Ration Items List) পাওয়া যাবে।‌

পাশাপাশি রেশনের নিয়ম বলছে, এখন থেকে রাজ্যের কোন Ration কার্ড উপভোক্তা ঠিক কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন, তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এ SMS করে জানিয়ে দেওয়া হয়েছে। আর সেখানে বহু উপভোক্তার কাছে মেসেজ এসেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে। মেসেজে বলা হয়েছে,‌ আগস্ট মাসে বেশ কিছু বিশেষ Ration কার্ড ব্যবহারকারী সেই কার্ড দ্বারা অতিরিক্ত হারে রেশন পাবেন। ধারণা করা যাচ্ছে অক্টোবর মাসেও হয়তো সেই সকল উপভোক্তারা অতিরিক্ত হারে রেশন পাবেন। কোন রেশন গ্রাহকেরা কত রেশন পাচ্ছেন, তার তালিকা দেখে নিন।

gamezop ad

Ration Items List of all category card

Antyodaya Anna Yojana Ration Card

রাজ্যের অন্ত্যোদয় অন্ন যোজনার অন্তর্গত যাদের কার্ড আছে, তাঁরা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন। যাদের এই কার্ড রয়েছে তাঁদের পরিবার পিছু দেওয়া হবে ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম একেবারে বিনামূল্যে। পাশাপাশি এই উপভোক্তারা পেয়ে যাবেন ১ কেজি করে চিনি। তবে চিনিটি কত টাকায় দেওয়া হবে, সেটি রেশন দোকানের তরফ থেকে রেশন কার্ড হোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

SPHH & PHH Card

রাজ্যে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড ও প্রায়োরিটি হাউস হোল্ড এর অন্তর্গত যে দুই প্রকার কার্ড হোল্ডাররা রয়েছেন, সেই সকল পরিবারের সদস্যরা পাবেন মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে আটা একেবারে বিনামূল্যে। তবে যদি কোনো ব্যক্তি আটা নিতে না চান তবে তাঁকে ২ কেজি করে চাল ফ্রিতে দেওয়া হবে‌।

আরও পড়ুন, আগামী 5 অক্টোবর একাউন্টে ঢুকবে 2000 টাকা। কারা টাকা পাবেন, নতুন আবেদন কিভাবে করবেন জেনে নিন

RKSY – 1 & RKSY – 2 Card

সাধারণত, রাজ্যে এই কার্ড হোল্ডারদের সংখ্যা তুলনামূলকভাবে কম। উপভোক্তাদের রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মাথা পিছু ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হতো। তবে এখন সেই সুবিধা সম্প্রতি তুলে দেওয়া হয়েছে। তাই এখন থেকে যারা কার্ডের উপভোক্তা, তাঁদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে।

আরও পড়ুন, টাকার দরকার হলে এখানে আবেদন করুন, সহজে ২ মিনিটের মধ্যে টাকা পাবেন।

পশ্চিমবঙ্গের খাদ্যসাথী প্রকল্প (Khadya Sathi Scheme) ও কেন্দ্রের রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় (RSKY) সমস্ত রেশন গ্রাহকেরা অক্টোবর মাসে উপরোক্ত পরিমান রেশন সামগ্রী পাবেন। তবে অঞ্চল ভেদে এই পরিমান কিছুটা ভিন্ন হতে পারে। তাই আপনার রেশন দোকানেও রাজ্য সরকারের অফসিয়াল তালিকা, সিল সহ দেওয়া থাকে, সেটি একবার মিলিয়ে নেবেন। এই তালিকা থেকে আলাদা হতে পারে। কিম্বা এই খবর প্রকাশের পর তালিক্র বদল হলে সেই ভুল অনিচ্ছাকৃত ও মার্জনীয়। পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button