এই কাজ না করলে রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাবেন না। LPG নিয়ে কড়া সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার

LPG Gas Subsidy

ফের LPG রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বড় খবর পাওয়া গেল। এমনিতেই দিনের পর দিন সকল জিনিসে দাম বৃদ্ধি পাওয়ার পর থেকে গরিব ও মধ্যবিত্ত মানুষদের নিশ্বাস ফেলার সময় নেই বললেই হয়। কিন্তু সরকারের তরফে পিএম উজ্জ্বলা যোজনাতে (PMUY) ভর্তুকি দিলেও সাধারণ মানুষদের জন্য খুবই কোন টাকা ভর্তুকি দেওয়া হয়। আর এই কারণের জন্য অনেকের খুবই সমস্যা হচ্ছে (Liquefied Petroleum Gas).

LPG রান্নার গ্যাস সিলিন্ডার

সব জায়গাতেই ভুয়ো উপভক্তারা নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে দুর্নীতি করে চলেছে! আর সেই জন্য বার বার লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষদের নিজদের সকল কাজ কর্ম ছেড়ে দিয়ে। আর এবারে এই সামান্য ভর্তুকিও বন্ধ হতে পারে বলেমনে করছেন অনেকেই। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ড লিংক করানোর কথা বলা হচ্ছে সরকারের তরফে।

রান্নার গ্যাস আধার লিংক

কিন্তু অনেকেই এই দিকে এখনও নিজেদের দৃষ্টি বা কর্ণপাত করেননি। কিন্তু শুধুমাত্র মানুষদের দোষ দিয়ে লাভ নেই সার্ভারের সঙ্গে লিংক না থাকার জন্য এই কাজ অনেকেই করতে পারেননি। তাই গ্যাস ডিলারদের কাছে গিয়ে বা সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দিয়েও কাজ না হওয়ায় অনেকেই হয়রান হয়ে গিয়ে এই KYC না করেই কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এমনটা আর বেশি দিন সম্ভব নয়।

রান্নার গ্যাস ভর্তুকি একেবারে বন্ধ?

আর এখন হিসাব দেখে বুঝতে পারা যাচ্ছে যে প্রায় ৪০% এর কাছাকাছি মানুষ এখনও এই কাজ সম্পন্ন করেননি। তাই আর সময় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে এবং আগামী ৩১ শে মার্চ ২০২৫ পর্যন্ত সকলকে শেষ সময় দেওয়া হয়েছে আর এর মধ্যে যারা এই কাজ সম্পন্ন করবেন না তারা হয়তো আর তারপর থেকে ভর্তুকি পাবেন না! এছাড়াও আগামী দিনে আরও কোন সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

লক্ষাধিক রেশন কার্ড বাতিল করলো সরকার। রেশন কার্ড চালু রাখতে এবং ফ্রি রেশন সামগ্রী পেতে নতুন নিয়ম মানতে হবে

LPG KYC Update

আর KYC করানো হলেও অনেকেই আছেন যারা ব্যাংকের তথ্য ঠিক করে না দেওয়ার জন্য এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য কেন্দ্রের বক্তব্য অনুসারে এবারে তাড়াতাড়ি গ্যাস ডিলারদের কাছে গিয়ে এই তথ্য জমা দিতে হবে নইলে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং থেকে শুরু করে রান্নার গ্যাস ভর্তুকি সকল জিনিসেই সমস্যা হতে পারে ভবিষ্যতে বলে মনে করাই যেতে পারে।

500 টাকা রাখুন 1000 টাকা নিন। পোস্ট অফিস চালু করল টাকা ডবল করার জবরদস্ত স্কিম

এবারে ১ লা এপ্রিল ২০২৫ থেকে এই রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যাবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই, তাই আর দেরি না করে সকল গ্রাহক যারা এখনও পর্যন্ত লিংক করার কাজ সম্পন্ন করেননি তাদের উচিত এই মাসের ৩১ তারিখের মধ্যে এই কাজটা সেরে ফেলা। এই নিয়ে আরও আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Related Articles

Back to top button