মাসের শুরুতেই LPG রান্নার গ্যাসের দাম বাড়ল। রান্নার গ্যাসের দাম কত হলো?
LPG Gas Cylinder Price Hike
মার্চ মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হল। আর LPG (Liquefied petroleum gas) গ্যাসের দাম বৃদ্ধির খবর শুনে কোটি কোটি গরিব ও মধ্যবিত্ত মানুষেরা খুবই চিন্তায় রয়েছেন। মুলত দিন দিন সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বেড়েই চলেছে আর এরই মধ্যে ফের একবারের জন্য গ্যাস সিলিন্ডারের দামে আরও বৃদ্ধি পেয়েছে এবং বিগত কিছু মাস ধরে এই দাম পরিবর্তন করছে দেশের সকল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলো।
রান্নার গ্যাসের দাম বাড়ল
দিন দিন এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার জন্য অনেক সমস্যা হচ্ছে মানুষদের মুলত মধ্যবিত্ত মানুষেরা আর যে কিভাবে সংসার চালাবে সেই সম্পর্কে ভেবেই উঠতে পারছে না। তাই সরকারের তরফে বিগত বছরে লোকসভা ভোটের আগেকিছুতা হলেই ভর্তুকি দেওয়া হয়েছিল এবং তাতে কিছুটা সুরাহা হয় এবং তারই সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে BPL Ration Card গ্রাহকদের জন্য ফ্রি গ্যাস দেওয়ার ঘোষণাও করেছে।
LPG গ্যাসের দাম বৃদ্ধি
কিন্তু এবারে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি গ্যাসের দাম একই আছে তা কমেওনি বা বাড়েনি। বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের দাম ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাতে কি করে গরিব ও মধ্যবিত্তের ওপরে প্রভাব পড়বে সেইটাই ভাবছেন তো? এই মার্চে অনেক উৎসব আছে মুলত দোল, হোলি ও ঈদ অন্যতম। আর এই সময়ে অনেকেই বাইরে খাবার খেতে যেতে পছন্দ করেন মুলত হোটেল ও রেস্টুরেন্টে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোটি কোটি সেভিংস একাউন্ট বন্ধ হতে পারে! গ্রাহকদের সতর্কবার্তা
কিন্তু সেইখানে এই ১৯ কেজির সিলিন্ডারের ব্যবহার হয় টাই সরাসরি না হলেও পরোক্ষ ভাবে গরিব ও মধ্যবিত্তের পকেটেই তার টান হবে এবং প্রতিমাসের ১ তারিখে তেল কোম্পানি গুলোর তরফে এই দামের তারতম্য করা হয়ে থাকে, সেই কারণের জন্য এই দাম বৃদ্ধি বলেই মনে করা হচ্ছে, তাহলে এবারে নয়া দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯১৩ টাকা, দিল্লীতে ১৮০৩ টাকা।
গ্রাহকদের 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। আর দেরি না করে আজই আবেদন করুন
মুম্বাইতে ১৭৫৫ টাকা এবং চেন্নাইতে ১৯৬৫ টাকা হয়েছে এই দাম। আর ১৪.২ কেজির LPG এর দাম কলকাতায় ৮২৯ টাকাই রয়েছে এবং দিল্লীতে ৮০৩ টাকা, মুম্বাইতে ৮০২.৫০ টাকা, চেন্নাইতে ৮১৮.৫০ টাকা। এবারে বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লে খুবই সমস্যা হত সকলের। তাই এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে এই দামের কি বদল হবে, এই নিয়ে আপনাদের কোন মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।