2019 সালের আগের LPG রান্নার গ্যাস কানেকশন থাকলেই এই কাজ করতে হবে। নয়তো আর গ্যাস সিলিন্ডার বুক হবে না

Liquefied petroleum gas

আপনি কি একজন LPG রান্নার গ্যাস উপভোক্তা? তবে ৩১ ডিসেম্বর ২০২৪ শেষ তারিখ। ততদিনের মধ্যে এই কাজ না করলে বন্ধ করা হতে পারে গ্যাসের কানেকশন, কিম্বা গ্যাস বুক হবে না, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকদিন আগেই এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র, যেখানে বলা হয়েছে এলপিজি উপভোক্তারা, বিশেষত যাদের গ্যাস সংযোগ ২০১৯ এর আগে নেওয়া তাদের এই কাজ করা বাধ্যতামূলক।

Government New Rules on LPG Gas Connection

কি করতে বলেছে সরকার?
গ্যাস সিলিন্ডারের ব্যবহারকে নিয়ন্ত্রণ করা এবং বিশেষ করে বাণিজ্যিক কাজে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের অপব্যবহার বন্ধ করতে কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাসের ই কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। বেশ কিছু অসাধু ব্যবসায়ী তাদের ব্যবসার কাজে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে, যা আইনত দণ্ডনীয়। এই প্রবণতা বন্ধ করতেই ই-কেওয়াইসি নিয়ম।

LPG KYC Online Process

ই-কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের পরিচয় এবং ব্যবহৃত গ্যাসের প্রকৃতি নিশ্চিত করা হবে। এর ফলে সরকার সহজেই নিশ্চিত করতে পারবে যে গ্যাস সিলিন্ডার সঠিক কাজে ব্যবহৃত হচ্ছে এবং কোন অপব্যবহার করা হচ্ছে না।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি করার প্রক্রিয়া

LPG KYC প্রক্রিয়া খুব সহজেই করা যাবে। গ্রাহকরা অনলাইনে নিজেদের গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরের ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে গিয়ে এটি করতে পারবেন। প্রয়োজনীয় নথি হিসেবে আধার কার্ড, মোবাইল নম্বর এবং কনজিউমার নম্বর জমা দিতে হবে। অনলাইন প্রক্রিয়াটি সহজ, এবং যারা ডিজিটাল মাধ্যমে সুবিধা পান না, তারা সরাসরি ডিস্ট্রিবিউটরদের অফিসে গিয়েও এই কাজ সম্পন্ন করতে পারবেন।

গ্যাস কানেকশন এবং সাবসিডি

বর্তমানে ভারতে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম ৯০৩ টাকা। সাধারণ গ্রাহকদের জন্য ৪৮ টাকা এবং উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য ৩০০ টাকার সাবসিডি প্রদান করা হচ্ছে, যা অনুযায়ী সাধারণ গ্রাহকদের জন্য গ্যাস সিলিন্ডারের খরচ পড়ছে ৮৫৫ টাকা এবং উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের জন্য মাত্র ৫৫০ টাকা। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার পরে সাবসিডি পাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলে নিশ্চিত করা হয়েছে।

gamezop ad

আরও পড়ুন,  পুজোর মাঝে রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা। এবার ব্যাপক সুবিধা পাবেন লাখ লাখ মানুষ

বাড়ি বাড়ি পরীক্ষা করা হবে

ই-কেওয়াইসি প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন Liquefied petroleum gas এজেন্সির কর্মীরা গ্রাহকদের বাড়ি গিয়ে রান্নার গ্যাসের স্টোভ, পাইপ এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করবে। যদি কোনও ত্রুটি পাওয়া যায়, তবে সেগুলি পরিবর্তন করার পরামর্শ দেওয়া হবে এবং প্রয়োজন হলে স্থানীয় কর্মীরা তাৎক্ষণিকভাবে এগুলি বদলেও দিতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে, ২০১৯ সালের আগের হোশ পাইপ থাকলে তা বাধ্যতামুলক ভাবে পরিবর্তন করতে হবে।

আরও পড়ুন, দশমীতে চালু হলো নতুন প্রকল্প। ছেলে মেয়ে সবাই প্রতিমাসে 1000 টাকা পাবে। অরুণোদয় প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

ই কেওয়াইসি করার সময়সীমা

এর আগে অনেকবার LPG ekyc করার সময়সীমা বাড়িয়েছে সরকার। কিন্তু এবার শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৪ বেঁধে দিয়ে বলা হয়েছে এর পরেও প্রক্রিয়া সম্পন্ন না করলে গ্যাস কানেকশন বন্ধ হয়ে যেতে পারে এবং নতুন করে কানেকশন পুনর্বহাল করতে হলে অনেক জটিলতা পোহাতে হতে পারে। তাই যারা এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের বলা হচ্ছে এটাই শেষ সুযোগ। বিপদ এড়াতে এখনই করে নিন রান্নার গ্যাসের ই কেওয়াইসি।

Related Articles

Back to top button