বাড়ির রান্নার গ্যাসে এবার ATM মেশিন বসবে। খরচ বাড়বে না কমবে?

Bharat Gas AI Enable LPG ATM

রান্নার গ্যাস সিলিন্ডারের এটিএম পরিষেবা নিয়ে দারুণ খবর! হ্যাঁ ঠিকই শুনেছেন এবারে টাকা তোলার ATM এর মত গ্যাসও গ্রাহকরা নিজেদের ইচ্ছা অনুসারে নিতে পারবেন এবং এতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করছেন অনেকে। দিনের পর দিন এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। আবার এর ওপরে সময় মত গ্যাসও পাওয়া সম্ভব হয় না (Liquefied Petroleum Gas).

রান্নার গ্যাসে এটিএম সিস্টেম কিভাবে কাজ করে?

এই LPG ATM পরিষেবা ভারতে প্রথমবারের জন্য শুরু করা হল। আর এর মাধ্যমে যেখানে ইচ্ছা ও যেমন ভাবে যে কোন মানুষ নিজেরা গিয়েই এই গ্যাস সংগ্রহ করতে পারবেন। রাজধানী নিউ দিল্লির দ্বারকা যশোভূমিতে ভারত গ্যাস (Bharat Gas) এর তরফে এই ধরণের সুবিধা প্রদান করা হয়েছে গ্রাহকদের। যাতে তাদের সুবিধা হয়। বেঙ্গালুরুতে এই পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে আপাতত।

এলপিজি এটিএম গ্যাস সিলিন্ডার

আর এই পরিষেবা সমগ্র দেশে চালু হয়নি, আগামী দিনে খুব তাড়াতাড়ি এই পরিষেবা গ্রাহকদের জন্য নিয়ে আসা হবে ও এখনকার মত আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না কাউকে রান্নার গ্যাসের জন্য। কারণ এখন অনেক সময় দেখা যায় গ্যাস বুকিং করে দিলেও সময় মত ডিলিভারি পেতে অনেক সমস্যা হয় আর যাদের বাড়ি অনেক দূরে তাদের তো আর কোন কথাই নেই!

দেশ জুড়ে চালু হলো আধার কার্ডের নতুন নিয়ম। আবার ক্যামেরার সামনে দাড়াতে হবে

ভারতে এলপিজি এটিএম কীভাবে ব্যবহার করবেন?

জল ভরার মতোই গ্রাহকদের ফাকা সিলিন্ডার নিয়ে যেতে হবে ভেন্ডার মেশিনের কাছে, তারপরে AI সক্ষম মেশিনের মাধ্যমে গ্রাহকদের জানানো হবে যে কত কিলো গ্যাস লাগবে এবং এই তথ্য স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। এবারে গ্রাহককে সিলিন্ডার MT চেম্বারে রাখতে হবে এবং সেই হিসাবে ওজন মেপে টাকা দিতে হবে। আর এরপরে গ্রাহকদের সম্পূর্ণ নতুন ভর্তি গ্যাস দিয়ে দেওয়া হবে।

ইউটিউব থেকে টাকা রোজগার করার গোপন টিপস। মোট কতজন সাবস্ক্রাইবার থাকলে টাকা পাঠায় ইউটিউব?

আপাতত বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু হলেও ধীরে ধীরে দেশের সকল বড় বড় শহর ও তারপরে সমগ্র জায়গাতে এই সুবিধা পাওয়া যাবে এবং এতে কোম্পানি ও গ্রাহকদের অনেকটাই খরচ কমবে ও সুবিধা হবে। এবারে আর কতদিন অপেক্ষা করতে হবে সকল গ্রাহকদের এই নিয়ে সেটাই এখন দেখার অপেক্ষা। কিন্তু এবারে Indane, HP-র তরফে কবে এই ব্যবস্থা গ্রাহকদের জন্য নিয়ে আসা হবে সেটাই এখন দেখার অপেক্ষা।

Related Articles

Back to top button