মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ! কারা আর টাকা পাবেন না?
Lakshmir Bhandar Status Check Online
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে (Lakshmir Bhandar Scheme) টাকা পাওয়া নিয়ে ফের একবারের জন্য অনিশ্চয়তা দেখা দিলো রাজ্যের মহিলাদের মধ্যে। মুলত এখন ২৫ থেকে ৬০ বছরের মধ্যে প্রায় ২ কোটির বেশি সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতিমাসে ১০০০ ও SC/ST শ্রেণীর মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু এর আগে এর আগে টাকার পরিমাণ ছিল ৫০০ ও ১০০০ টাকা করে।
নতুন নিয়ম না মানলে লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ!
১২ ই জানুয়ারি রাজ্যে বাজেট ২০২৫ এর সময়ে অনেক মহিলারা মনে করেছিলেন যে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে সরকারের তরফে কিন্তু এমনটা এবারে করা হয়নি। বিগত বছরে লোকসভা ভোটের আগে টাকা বাড়িয়ে বিপুল ভোটে জিতেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এবারে দেখার অপেক্ষা যে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই টাকা আরও বৃদ্ধি করা হয় কিনা।
লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে নতুন শর্ত!
কিন্তু বিগত অনেক দিন আগে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে অনেক গুলো নিয়ম জানিয়ে দেওয়া হয়েছিল সকল গ্রাহকদের, আর সেই সকল নিয়ম গুলি যদি কেউ পালন না করে তাহলে তার এই টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে না হলে কোন না কোন সমস্যার সম্মুখীন হতে হবে সকলকে এমনটাই জানানো হয়েছে। আজকে সেই সকল নিয়ম বা শর্ত সম্পর্কে জেনে নিতে চলেছি আমরা সকলে যাতে আগের থেকে ব্যবস্থা নিলে যেন কোন সমস্যা না হয় ও মা বোনেরা সময় মত টাকা পেয়ে যান।
লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা স্ট্যাটাস চেক করে দেখুন কবে টাকা ঢুকবে ব্যাংক একাউন্টে
কারণ তাদের স্বাবলম্বী করে তোলার জন্যই এই টাকা দেওয়া হয় সরকারের তরফে এবং আগামী দিনে এর সঙ্গে আরও কিছু না কিছু সুবিধা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তাহলে এবারে নিয়ম জেনে নেওয়া যাক। সকল মহিলাদের এই সুবিধা পাওয়ার জন্য সবার আগে ২৫ – ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে ও তারই সঙ্গে টাকা পাওয়ার জন্য সকল মহিলাদের একাউন্ট নিজেদের নামে থাকতে হবে ও জয়েন্ট একাউন্ট থাকলে টাকা দেওয়া হবে না।
দারুন খবর! এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন 3000 টাকা। আবেদন করুন কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে
আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক থাকতে হবেও আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতে হবে। এই নিয়ম মানলে টাকা পেতে সমস্যা হবে না। কিন্তু এর মধ্যে একটা নিয়মও যদি না মানা হয় তাহলে টাকা পেতে খুবই সমস্যার সম্মুখীন হবে সকল মহিলারা। তাই এই রকমের কোন কিছু না করা থাকলে সকলের উচিত তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করে নেওয়া যেন কোন সমস্যা না হয়।