লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে গেল। কত টাকা বাড়ছে? নতুন করে আর কারা টাকা পাচ্ছেন?
Laxmi Bhandar Status Check
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) নিয়ে ফের এক দারুন খবরের অপেক্ষা! বিগত কিছু দিন ধরে অনেক জায়গা থেকে এমনটা শুনতে পাচ্ছেন অনেকেই। মহিলাদের জন্য নিয়ে আসা সকল সরকারি প্রকল্পের (Government Scheme 2025) মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Laxmi Bhandar Scheme) অন্যতম। ২০২১ সালে বিধানসভা ভোটের পর থেকে এই স্কিম শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal).
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
এই প্রকল্প শুরু হওয়ার সময়ে সাধারন শ্রেণীর মহিলাদের ৫০০ ও SC/ST মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). এখন রাজ্যের প্রায় ২ কোটির বেশি মহিলারা এই টাকা পাচ্ছেন। আর দিন দিন এই সংখ্যা বৃদ্ধি হচ্ছে ও জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar 2025) অনেক নতুন আবেদন জমা দেওয়া হয়েছে।
লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক অনলাইন
২০২৪ সালে লোকসভা ভোটের আগে এই টাকার পরিমান আবার বাড়ানো হয়েছিল, আর এখন সাধারন শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা ও SC/ST মহিলাদের ১২০০ টাকা দেওয়া হয়ে থাকে।
কিন্তু এবারে ফের একবারের জন্য অনেকে মনে করছেন যে এই টাকা ফের একবারের জন্য বাড়তে চলেছে! কারন আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৫ রাজ্য বাজেট পেশ হতে চলেছে। আর এইবারের কেন্দ্র বাজেটের মত রাজ্য বাজেটের দিকেও নজর রয়েছে অনেকের।
ফেব্রুয়ারি মাসে বাড়তি রেশন দেওয়ার ঘোষণা। রমজান উপলক্ষ্যে রেশনে কি কি দেবে তালিকা দেখে নিন
মহিলাদের জন্য সরকারি প্রকল্প
তার মধ্যে বকেয়া ডিএ বৃদ্ধি (Dearness Allowance) ও বিভিন্ন সরকারি প্রকল্পে ভাতা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট শুরু হতে চলেছে, এই জন্য এইবারের বাজেট অনেক দরকারি সকলের জন্য। দুয়ারে সরকারে এইবারে বার্ধক্য ভাতা প্রকল্পের পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্পেও অনেক নতুন আবেদন দেওয়া হয়েছে।
কৃষকদের ৫ লাখ টাকা দিচ্ছে। কিষান ক্রেডিট কার্ডে লোনের পরিমাণ বৃদ্ধি পেল
এই সকল আবেদন ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে চেক করা হবে ও ১২ তারিখে বাজেট পেশ হবে, এই একটা কারনের জন্য অনেকেই মনে করছেন এবারে ফের ভাতা বাড়বে! কিন্তু সরকারের তরফে এরকম কোন ধরনের ঘোষনা করা হয়নি। আর বাজেটের আগে এই নিয়ে কোন কিছু জানতে পাওয়া যাবে না। সেই জন্য সরকারের কোন কিছু না জানানো পর্যন্ত সকলকে অনেকটাই অপেক্ষা করতে হবে।