লক্ষাধিক রেশন কার্ড বাতিল করলো সরকার। রেশন কার্ড চালু রাখতে এবং ফ্রি রেশন সামগ্রী পেতে নতুন নিয়ম মানতে হবে
Free Ration Card Cancel News
মাসের শুরুতেই লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিলের খবর পাওয়া গেল। ফ্রি রেশন সামগ্রী পাওয়ার জন্য সকলেই প্রত্যেক মাসে অপেক্ষা করে থাকেন। করোনার পর থেকে শুরু করে ২০২৮ সাল পর্যন্ত এই বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। আর এখন সমগ্র দেশে প্রায় ১০০ কোটির কাছাকাছি মানুষেরা এর অধীনে সামগ্রী পাচ্ছেন এখন।
বিনামূল্যে রেশন কার্ড বাতিলের কারণ কি?
কিন্তু দিন দিন এই রেশনে খাদ্য দ্রব্য বণ্টনে দুর্নীতি সামনে আসছে আর সেই কারণের জন্য অনেক ধরণের কড়া নিয়ম আনতে বাধ্য হচ্ছে সরকার। আর বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে যে এমন অনেক অভিযোগ সামনে আসছে যে যেখানে যাদের রেশনের দরকার নেই তারাও খাদ্য সামগ্রী পাচ্ছেন এবং ভুয়ো কার্ড বানিয়েও অনেকে এই সামগ্রী লুট করছে। এই জিনিস বন্ধ করার জন্য সরকারের তরফে এইবার বড় ব্যবস্থা নেওয়া হল।
ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ?
কিন্তু এই রেশন ব্যবস্থা শুরু করা হয়েছে দেশের সকল গরিব মানুষদের কথা চিন্তা করে, কিন্তু তাদের বঞ্চিত করে কিছু কিছু মানুষ আছে যারা যোগ্য না হয়েও এই সুবিধা অন্যায্য ভাবে নিয়ে চলেছেন তাদের জন্য সরকারের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হল, সেই সম্পর্কে আজকে আলোচনা করে নিতে চলেছি, প্রত্যেকের এই সম্পর্কে জেনে নেওয়ার দরকার, যেন আগামী দিনে কোন সমস্যা না হয়।
নতুন প্রকল্পে ৫০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
কারা ফ্রি রেশন সামগ্রী পাওয়ার যোগ্য না?
যেই সকল মানুষদের ১০০ স্কোয়ার ফুটের বেশি ফ্ল্যাট, বাড়ি, প্লট আছে তারা এই সুবিধা পাবেন না, যাদের চার চাকার গাড়ি বা ট্র্যাক্টর আছে তারাও এই কার্ড পাবেন না। এছাড়াও, সরকারি কর্মী ও তাদের পরিবারের লোকেরা এই আবেদন করার যোগ্য নন, যেই সকল পরিবার গ্রামে বাস করে তাদের জন্য ২ লক্ষ ও যারা শহরে বাস করে তারা ৩ লক্ষের কম বার্ষিক আয় করলে তবেই এই আবেদন করার যোগ্য নইলে নয়।
পোস্ট অফিসের বিশেষ স্কিমে মাত্র কয়েক মাসে আপনার টাকা হবে ডবল। বিনিয়োগ করার জন্য সেরা প্রকল্প
আর শেষমেশ দেশে যারা আয়কর বা ইনকাম ট্যাক্স দেন তারা এবং যাদের কাছে অস্ত্র রাখার লাইসেন্স আছে তারা আবেদনের যোগ্য একেবারেই নন। কারণ গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য এই সুবিধা আনা হয়েছে, বাকিদের জন্য নয়! আর যারা এখন রেশন আধার লিংক বা KYC করেননি তারা অবিলম্বে এই কাজ সারুন নইলে তারাও আর ফ্রি রেশন পাবেন না। এই সম্পর্কে বাংলা একাডেমীতে আগে পোস্ট করা আছে পদ্ধতি জানার জন্য ক্লিক করুন।