Jio Fiber Offer: সমস্ত জিও গ্রাহকদের টানা 2 বছর ফ্রি দেওয়ার ঘোষণা! কিভাবে এই অফার চালু করবেন?

Free YouTube Premium Subscription

আমরা সকলেই জানি যে জিওর তরফে অনেক অফার (Jio Fiber Offer) নিয়ে আসা হয় সকল গ্রাহকদের জন্য। বিগত বছরের জুলাই মাসে সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলোর তরফে প্ল্যানের দাম অনেকটাই বৃদ্ধি করে দেওয়া হয়েছিল। আর এই কারণের জন্য অনেকেই BSNL এ পোর্ট করে চলে গেছিলেন। কিন্তু এবারে সেই সকল গ্রাহকদের জন্য এক দারুন খবর পাওয়া গেল।

Jio Fiber Offer Unlimited 5G Internet

জিও নিজের পথ চলা শুরু করার সময় থেকে সকলকে ফ্রি ইন্টারনেট দিয়ে আসছিল জিও। কিন্তু কিছু বছর পর থেকে এই সুবিধা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখনো যেই সকল গ্রাহকরা 5G প্ল্যান কেনেন এবং তাদের কাছে 5G মোবাইল আছে তারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু ২০২৫ শুরু সঙ্গে সঙ্গেই ফের একবারের জন্য টানা দুই মাস ফ্রি ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিলো জিও।

Jio Fiber YouTube Premium Plan

এবারে এই খবর জানার জন্য সকলেই ইচ্ছুক। এই প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আজকের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ুন। আর এবারের এই অফার Jio Fiber ও Jio Air Fiber এর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এই অফারে সকল গ্রাহকদের YouTube Premium একদমই বিনামূল্যে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ৮৮৮ টাকা ও ৩৪৯৯ টাকার কোন প্ল্যান কিনতে হবে সকলকে।

জিওর তরফে বড় ঘোষনা!

আর এই YouTube Premium পাওয়ার জন্য সকলকে মাসে ১৪৯ টাকা পর্যন্ত খরচ করতে হত কিন্তু এখন থেকে এই জন্য কোন প্রকারের টাকা খরচ করতে হবে না। এর মাধ্যমে কোন রকমের বিজ্ঞাপন ছাড়াই ভিডিও ও স্ক্রিন বন্ধ করে দিয়ে গান চলতে থাকবে এমন সুবিধা পাবেন। এর আগে এই রকম সুবিধা দেওয়া হলেও YouTube এই সুবিধা ফ্রিতে আর দেয় না, সেই জন্য যেই সকল মানুষেরা কোন না কোন জরুরি ভিডিও দেখতে পছন্দ করেন এই সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের জন্য খুবই সুবিধা হতে চলেছে এই প্ল্যানে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন স্কীম চালু হলো। এত সুদ আর কোথাও পাবেন না

কিন্তু সকল মোবাইল সিম গ্রাহকরা এই সুবিধা পাবে না। এই সুবিধা পাওয়ার জন্য My Jio অ্যাপে গিয়ে লগ ইন করে এই প্রিমিয়াম অপশনে ক্লিক করে নিয়ে ক্লিক করলেই এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এই ধরণের সুবিধা আগে কোন কোম্পানির তরফে দেওয়া হয়নি বলেই মনে হচ্ছে। তাই এই শুনে খুশি অনেক গ্রাহকরা। এই সুবিধা ফ্রিতে ৩ মাসে জন্য এমনিতেই ইউটিউবের তরফে দেওয়া হয়ে থাকে আর এর পর থেকে প্রতিমাসে ১৪৯ টাকা করে দিতে হয় সকলকে।

পোস্ট অফিসের এই 5 টি সঞ্চয় প্রকল্পে মিলবে সর্বোচ্চ সুদের হার ও রিটার্ন

আর এই হিসাবে ১৪৯০ টাকা দিতে হবে বার্ষিক হিসাবে। কিন্তু এই অফারের (Jio Recharge Plan) মাধ্যমে অনেকটাই সুবিধা হবে সকলের। আরও এই ধরনের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন ও নিজেদের সুবিধা অনুসারে প্ল্যানের চয়ন করে নিতে পারবেন আপনারা।

Related Articles

Back to top button