Jio, Airtel, VI, BSNL এর নতুন মোবাইল রিচার্জ প্ল্যানের তালিকা প্রকাশ। সবচেয়ে কম খরচে আনলিমিটেড রিচার্জ অফার কারা দিচ্ছে?

Prepaid Recharge Plans & Offers

দিন দিন সকল জিনিসের দামের সঙ্গে রিচার্জ প্ল্যান (New Recharge Plan) এর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিগত বছরে দেশের সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলোর তরফে এই খরচ অনেকটাই বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কিন্তু শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL (Bharat Sanchar Nigam Limited) এর তরফে কোন প্ল্যানে খরচ বৃদ্ধি করা হয়নি।

মোবাইল রিচার্জ প্ল্যান ২০২৫

আর এই জন্য প্রায় কোটির কাছাকাছি গ্রাহকরা এই কারণের জন্য বিএসএনএলে চলে এসেছে এর ফলে সকল বেসরকারি কোম্পানি গুলোর অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আর এবারে এই সকল কোম্পানি গুলোর তরফে কিছু কম খরচের প্ল্যান নিয়ে আসা হয়েছে, যাতে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে। তাহলে এবারে সকল কোম্পানির তরফে কম খরচে সেরা প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio রিচার্জ অফার

জিওর তরফে তাদের 859 টাকার প্ল্যানের মাধ্যমে সকল গ্রাহকদের প্রতিদিন 2 GB ডেটা, সীমাহীন কল, রোজকার জন্য 100 টি SMS ও এই প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ থাকবে এবং জিওর তরফে সকল ওটিটি প্ল্যাটফর্মের সুবিধাও দেওয়া হবে সকল গ্রাহকদের। এই ঘোষনার ফলে অনেকেরই সুবিধা হতে চলেছে।

Airtel রিচার্জ অফার

দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি এয়ারটেলের তরফে 979 টাকার মধ্যে অনেক ধরণের সুবিধা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। প্রত্যেক দিনের জন্য 2 GB ডেটা, আনলিমিটেড কলিং, 100 SMS এবং এই প্ল্যান 84 দিনের জন্য বৈধ থাকবে। এরই সঙ্গে Xtream Play-র সাবস্ক্রিপসনের সঙ্গে Sony LIV, Lionsgate সহ আরও 22 টি OTT দেখার সুবিধা দেওয়া হবে সকল গ্রাহকদের।

আনলিমিটেফ ফ্রি! বাম্পার মোবাইল রিচার্জ অফার দিলো Jio Airtel. কমপক্ষে কত টাকা রিচার্জ করতে হবে?

VI রিচার্জ অফার

ভোডাফোন আইডিয়ার তরফে 979 টাকার মধ্যে অনেক বেশি সুবিধা দেওয়া প্ল্যান নিয়ে আসা হয়েছে গ্রাহকদের জন্য। বাকি সকল প্ল্যান গুলোর মতোই এই প্ল্যানে 2 GB ইন্টারনেট, আনলিমিটেড কলিং, 100 SMS, VI MTV Subscription এর সঙ্গে ZEE 5, Sony LIV এর মত 16 টি OTT অ্যাপের সুবিধা দেওয়া হবে। এরই সঙ্গে রাত 12 থেকে দুপুর 12 টা পর্যন্ত আনলিমিটেড ডেটা দেওয়া হবে।

CIBIL Score বৃদ্ধি করার উপায়। ক্রেডিট স্কোর সিভিল স্কোর চেক ফ্রি অনলাইন

BSNL রিচার্জ অফার

আগে উল্লেখিত সকল প্ল্যানের মধ্যে এই প্ল্যানের দাম অনেকটাই কম, আর এই কারণের জন্য অনেকেই মনে করতে পারেন যে এই প্ল্যান কিনতে পারবেন। তাহলে এই প্ল্যানের সকল সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক, 2 GB ডেটা, আনলিমিটেড কলিং, 100 SMS আর এই প্ল্যান 80 দিনের জন্য বৈধ রয়েছে। আর এই সকল প্ল্যানের মধ্যে আপনারা নিজেদের পছন্দের প্ল্যান বেছে নিতে পারবেন।

Related Articles

Back to top button