মাত্র 3999 টাকায় Jio 5G Smartphone! পাবেন 48MP ক্যামেরা এবং একাধিক আকর্ষণীয় ফিচার্স
Jio New 5G Smartphone
প্রতিবারের মতো এবারও ভারতীয় স্মার্টফোন বাজারে Jio 5G Smartphone লঞ্চ করে সবাইকে চমকে দিল রিলায়েন্স জিও! কী এমন চমক আনলো জিও? এমনটাই ভাবছেন নিশ্চয়ই! আসলে ২০২৫ সালের একেবারে মধ্যভাগে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স এর এই Jio 5G Smartphone, যার দাম থাকছে মাত্র 3,999 টাকা।
Jio 5G Smartphone এর বিভিন্ন স্পেসিফিকেশন:
অত্যন্ত কম বাজেটের মধ্যে একটি জলজ্যান্ত Latest 5G Smartphone, তাও আবার আধুনিক প্রযুক্তি ও ফিচার্স সহ পাওয়া যাচ্ছে। মূলত ভারতের কম রোজগেরে পরিবারের মানুষেরাও যাতে স্মার্টফোনের সুবিধা লাভ করতে পারেন, তার জন্যেই এমন ধামাকা রিলায়েন্স জিও এর তরফে। তাহলে চলুন, আর বেশি দেরি না করে এই সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ডিসপ্লে
অন্য কোন দামই স্মার্টফোনের থেকে কোন অংশেই কম যাবে না রিলায়েন্স এর এই Jio 5G Smartphone টি। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির বড় ডিসপ্লে, যা দুর্দান্ত ইউজার পারফরম্যান্স দেবে। এই স্মার্টফোনের বড় স্ক্রিনে গেম খেলা থেকে শুরু করে কোন সিনেমা দেখা কিংবা ভিডিও দেখার আনন্দ উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। এর পাশাপাশি এই মডেলের অত্যন্ত হালকা ডিজাইন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে গ্রাহকদের কাছে।
প্রসেসর
লো বাজেটের স্মার্টফোন বলে ভালো প্রসেসর দেওয়া হবে না? এই ধারণাকে একেবারেই বুড়ো আঙ্গুল দেখিয়েছে রিলায়েন্স জিও। জিওর এই নতুন 5G স্মার্টফোনের স্মুথ পারফরমেন্সের জন্য এতে থাকছে অক্টা-কোর প্রসেসর। এর ফলে কোনো রকম ল্যাগ ছাড়াই স্মার্টফোনটি অনায়ে আছে ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। লো বাজেটার স্মার্টফোন হওয়া সত্বেও এতে থাকছে ৪GB RAM।
Jio এর নতুন ২০০ দিনের রিচার্জ প্ল্যান। জলের দামে প্রতিদিন ২.৫ জিবি ডেটা
ক্যামেরা
জিও স্মার্টফোন গ্রাহকদের ছবি তোলার ক্ষেত্রেও একেবারেই নিরাশ করছে না নতুন Jio 5G Smartphonet টি। এই সদ্য লঞ্চ হওয়া মডেলটিতে যেকোনো মিড রেঞ্জের স্মার্টফোনের মতই ব্যবহার করা হয়েছে 48MP প্রাইমারি ক্যামেরা সেন্সর। তাই মাত্র 3999 দামেও গ্রাহকেরা ভালো ফটোগ্রাফি এবং ভিডিও তোলার আনন্দ উপভোগ করতে পারবেন।
স্টোরেজ
Jio 5G Smartphone এ ৪GB RAM এর পাশাপাশি থাকছে 64GB ইন্টারনাল স্টোরেজের ব্যবস্থা। কোন রকম আলাদা স্টোরেজ কার্ড ছাড়াই অনায়াসে স্মার্টফোনটি 64 জিবি পর্যন্ত ডাটা সংরক্ষণ করতে পারবে। যদিও এর পাশাপাশি আলাদা করে মেমোরি কার্ড লাগানোর সুবিধা ও থাকছে এই স্মার্টফোনে।
নেটওয়ার্ক
স্বল্পমূল্যের মধ্যে এই স্মার্টফোনটি 5G নেটওয়ার্ক স্পিড দিচ্ছে তার গ্রাহকদের। এর ফলে সুপার ফাস্ট ইন্টারনেট স্পিডে স্মার্টফোনে চালানো যাবে বিভিন্ন লাইভ স্ট্রিমিং বা ভিডিও। নেটওয়ার্কের দিক থেকে কোনরকম সমস্যা আনবে না রিলায়েন্সের নতুন Jio 5G Smartphone টি।
অন্যান্য স্মার্টফোন ছেড়ে কেন Jio 5G Smartphone কিনবেন?
বর্তমানে ভারতীয় বাজারে এই ধরনের আধুনিক ফিচার যুক্ত একাধিক স্মার্টফোন রয়েছে। মূলত ভারতীয় বাজার দাপিয়ে বেড়াচ্ছে Samsung, Xiaomi, Realme ইত্যাদির মত নামিদামি ব্র্যান্ডগুলি। তবে সেই সমস্ত স্মার্টফোনে এমন স্পেসিফিকেশন ব্যবহার হলে তার দাম ছাড়িয়ে যায় অন্ততপক্ষে 10,000 টাকা। এমনকি অনেক সময় 15,000 এর গণ্ডি পেরিয়ে মিড রেঞ্জের স্মার্টফোনের তালিকায় অন্তর্ভুক্ত হয় সেই সমস্ত স্মার্ট ফোনগুলি।
এর ফলে ভারতবর্ষের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলি কোন সময়ই এত টাকা জোগাড় করে স্মার্টফোনের সুবিধা লাভ করতে পারেন না। তবে এবার সেই সমস্ত সমস্যার সমাধান করেছে রিলায়েন্স জিও। জিওর এই নতুন ফাইভ জি স্মার্টফোন মিড রেঞ্জের স্মার্টফোনের মতই প্রায় সব রকমের স্পিসিফিকেশন এর সাথে লঞ্চ হয়েছে। তারপরেও এর দাম মাত্র 3,999 টাকা।
Jio 5G Smartphone Launched date
রিলায়েন্স জিও কোম্পানির এই দুর্দান্ত স্মার্টফোনটি কেনার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের। ২০২৫ সালেই এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার কথা রয়েছে। Jio Store, অনলাইন শপিং সাইট ও বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে এই নতুন স্মার্টফোনটি। পাশাপাশি পরবর্তী সময়ে এই দামের উপরেও ডিসকাউন্ট অফার ও অন্যান্য ছাড় পেতে পারেন গ্রাহকেরা।
উপসংহার
ভারতবর্ষের দরিদ্র গ্রাহকদের জন্য এর আগেও একাধিক ধামাকা নিয়ে এসেছে রিলায়েন্স জিও। গ্রামে বসবাসকারী কৃষক বা শ্রমিক শ্রেণী কিংবা ছাত্র-ছাত্রী, যাদের একটি স্মার্ট ফোনের প্রয়োজন রয়েছে, তাদের স্বপ্নপূরণ ঘটতে চলেছে এবার। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন কিংবা মোবাইল গেমিং সবকিছুর জন্যই আদর্শ Jio এর এই 5G Smartphone। তাই বর্তমানে লো বাজেটের মধ্যে সমস্ত ফিচার্স যুক্ত একটি স্মার্ট ফোন কেনার ইচ্ছে থাকলে, আর কিছুদিন অপেক্ষা করে যেতে হবে।