IPPB Account: 1 জানুয়ারি থেকে একাউন্টে 10000 টাকার বেশি থাকলে টাকা কাটবে। নতুন নিয়ম জেনে নিন
India Post Payments Bank Charges
বর্তমানে সাধারণ সেভিংস একাউন্টের মতো পোস্ট অফিসের IPPB Account একাউন্ট ও ব্যাংক একাউন্টের মতো সমান জনপ্রিয় হয়ে উঠছে। আর ব্যাংক হোক বা পোস্ট অফিস, প্রত্যেকটি ব্যক্তি উপার্জনের কিছুটা অংশ ব্যাংকে সঞ্চয় করে রাখেন ভবিষ্যতের জন্য। ব্যাংকে টাকা রাখলে নির্দিষ্ট পরিমাণ সুদ (Savings Interest Rate) দেওয়া হয়। কিন্তু জানুয়ারি মাস থেকে ব্যাংকের নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, ১০ হাজার টাকার বেশি রাখলে আপনার টাকা থেকে কিছুটা অংশ কেটে নেওয়া হবে। ১০ হাজার টাকার বেশি ব্যাংকে রাখলে আপনাকে একটা চার্জ দিতে হবে। এই নতুন নিয়ম কার্যকর হবে পহেলা জানুয়ারি থেকে। আপনি যখন নগদ টাকা তুলবেন ব্যাংক থেকে তখনও আপনার একটা চার্জ দিতে হবে।
IPPB Account limit and charges
গ্রাহকরা কোনো চার্জ ছাড়া সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে (IPPB Account) মাসে শুধু ১০,০০০ টাকা জমা করতে পারবেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে তিন রকমের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তাই এই ব্যাংকে ক্ষেত্রে সেভিং একাউন্ট, বেসিক সেভিংস একাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্ট এই তিনটি একাউন্ট এর নিয়ম আলাদা আলাদা রয়েছে।
India Post Payments Bank Charges
নতুন নিয়ম অনুযায়ী, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এর কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২৫,০০০ টাকা তুললে আপনাকে কোনো চার্জ দিতে হবেনা। যদি আপনি ২৫,০০০ টাকার বেশি তোলেন তখন নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নেওয়া হবে।
বেসিক সেভিংস একাউন্টের (IPPB Basic Savings Account) ক্ষেত্রে আপনি প্রতি মাসে ৪ বার টাকা তুললে কোনো চার্জ লাগবেনা। যদি আপনি একমাসে ৪ বারের বেশি টাকা তোলেন সেক্ষেত্রে চার্জ কেটে নেওয়া হবে। চার্জের পরিমাণ ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসিক সেভিংস একাউন্টে টাকা তোলার ক্ষেত্রে ২৫ টাকার চার্জ থাকলেও, টাকা জমা করার জন্য কোন রকম চার্জ দিতে হয় না।
কবে থেকে চালু হচ্ছে?
এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে ১ লা জানুয়ারি থেকে। আপনিও যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই নিয়মটি জেনে রাখা জরুরী।
আরও পড়ুন, সরকারি কর্মীদের বেতন নিয়ে হঠাৎ নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামী মাস থেকে এইভাবে পাবেন স্যালারি
নতুন বছর শুরু হওয়ার সময় অনেক সময় এরকম কিছু নতুন নিয়ম কার্যকর করে থাকে। এই প্রতিবেদনটি আপনাকে ব্যাংকের নতুন নিয়ম সম্পর্কে অবগত করবে, যাতে আপনার ব্যাংকিং বিষয় সম্পর্কে কোনো সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়। এমন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন বাংলা একাডেমিতে।