কৃষক বন্ধুদের ৬০০০ টাকা করে দিচ্ছে। কৃষক আইডি কার্ড পেলেই টাকা পাবেন। কিভাবে কৃষক কার্ড পাবেন?
Krishak Bandhu PM Kisan Farmer ID Card
দেশের কৃষক বন্ধুদের জন্য এবারে দারুণ খবর নিয়ে হাজির হল সরকার (Indian Farmers). চাষি ভাইদের সমস্যা মেটানোর জন্য ৬০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করে দিলো সরকার। মূলত কৃষক আইডি কার্ডের (Farmers ID Card) জন্য আবেদন করলেই এই টাকা দেওয়া হবে কৃষকদেরকে। আর এই টাকা পাওয়ার ফলে অনেকটাই সুবিধা হবে দেশের সকল চাষিভাইদের।
কৃষকদের জন্য ৬০০০ টাকা!
মূলত এইটি একটি পরিচয় পত্র শুধুমাত্র কৃষকদের জন্য যেমন – বাকি সকলের আধার কার্ড ও প্যান কার্ডের মত। এটি শুধু চাষিদের পরিচয়পত্র নয় এরই সঙ্গে বাকি সকল তথ্যও এই কার্ডে থাকবে, যাতে সময়ে সময়ে সরকারের তরফে নতুন সরকারি প্রকল্প নিয়ে আসার মাধ্যমে এই সকল অন্নদাতাদের সুবিধা করা হতে পারে। তাই এই সুবিধা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে সেই নিয়ে জেনে নেওয়া দরকার।
কৃষক আইডি কার্ড আবেদন করুন
আর এই ৬০০০ টাকা পিএম কিষান যোজনার অন্তর্গত কৃষক বন্ধুদের দেওয়া হয়ে থাকে কিন্তু এই কার্ড না বানালে এই টাকা পেতে সকলের সমস্যা হবে। আর এই কারণের জন্য এখনও পর্যন্ত সব মিলিয়ে ১০ কোটির কাছাকাছি চাষিদের এই কার্ড দেওয়া হয়ে গেছে এবং ২০২৭ সালের মধ্যে বাকি সকলকেও এই কার্ড দিয়ে দেওয়া হবে যাতে তাদের কোন ধরণের সমস্যা না হয় এবং ক্ষতির হাত থেকে তারা যেন মুক্তি পায়।
পিএম কিষান ১৯ তম কিস্তির টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল সরকার
Krishak Bandhu Farmers ID Card for PM Kisan Beneficiary
কিন্তু সবার আগে এই টাকা পাওয়ার নয় আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক করা থাকতে হবে তাহলেই এই টাকা ঢুকবে এবং এরই সঙ্গে গ্রাহককে নিজে ব্যাংকে গিয়ে KYC করে নিতে হবে। এখন প্রথম ধাপে গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ রাজ্যের গ্রাহকদের এই কার্ড দেওয়া শুরু হয়েছে ও আগামী কিছু দিনের মধ্যে অসম, উড়িষ্যা ও ছত্তিসগড়ের রাজ্যে এই প্রকল্প ধীরে ধীরে শুরু হয়েছে।
ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ব্যবসায়িক ঋণ পেতে আবেদন করুন
এবারে Farmer ID Card এ আবেদন করার জন্য সকলকে কোন না কোন CSC সেন্টারে যেতে হবে বা অনলাইনের মাধ্যমেও এই কাজ করা সম্ভব। এই জন্য আধার কার্ড জমির প্রমাণ ও ব্যাংকের সকল তথ্য নিয়ে যেতে হবে গ্রাহককে। আর সকল পিএম কিষান গ্রাহকদের জন্য এই জিনিস করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, তাহলে আর দেরি না করে এই কাজ সম্পন্ন করে নেওয়া দরকার সকলের।