Anganwadi Recruitment 2025: পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। ICDS নিয়োগের অনলাইন পদ্ধতি জেনে নিন
ICDS Recruitment 2025
অনেকদিন পর ফের একবারের জন্য রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ (Anganwadi Recruitment 2025) শুরু হতে চলেছে। ফের একবারের জন্য ICDS সুপারভাইজার পদে নিয়োগ শুরু হবে প্রায় ২৬ বছর ধরে এই জটিলতার অবসান ঘটলো। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) 50 – 50 অনুপাতে নিয়োগের কথা জানানো হয়েছে। তাই এবারে একেবারে ১৭০০-র থেকে কিছু বেশি পদে আবেদন শুরু হবে খুবই শীঘ্রই (Integrated Child Development Service).
West Bengal Anganwadi Recruitment 2025
1998 সালে শেষবারের জন্য রাজ্যে এই নিয়োগ করা হয়েছিল। তারপর ২০১৯ সাল মানে প্রায় ১৫ বছর পরে ৩৫০০-র কাছাকাছি পদে নিয়োগের জন্য ফের একবারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কেন্দ্র সরকারের ২০১৫ সালের দেওয়া তথ্য অনুসারে মোট শুন্যপদের মধ্যে প্রায় ৫০% হিসাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদন্নোতির নিয়ম থাকলেও রাজ্য সরকারের তরফে এমনটা করা হয়নি।
অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাত্র মাত্র ৪২২ টি পদ রাখা হয়েছিল আর বাকি পদে সরাসরি নিয়োগের পরিকল্পনা করা হয়। এই কারনের জন্যই অনেকে আদালতের কাছে গিয়ে মামলা করেন এই নিয়ে। মুলত ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল যে, ICDS Supervisor নিয়োগ করার জন্য ৫০% অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ও বাকি ৫০% পদে বাইরে থেকে নিয়োগ করা হবে।
কিন্তু রাজ্য সরকারের তরফে এই নিয়ম না মেনে সরাসরি ৭৫% পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এবারে আদালতের তরফে জানানো হয় ২০২৩ সালের ১৯ শে সেপ্টেম্বর বিচারপতি কেন্দ্র সরকারের নিয়ম মেনেই এই কাজ করার কথা বলেন। কিন্তু রাজ্যের তরফে এই সিদ্ধান্ত না মেনে নিজেদের ইচ্ছা অনুসারে কাজ চালানো হয়। কিন্তু বিগত ২০২৪ সালে এই মামলা রাজ শেখর মান্থার বেঞ্ছে ওঠে।
ঘোষিত হলো পিএম কিষান যোজনার টাকা দেওয়ার তারিখ। কবে একাউন্টে টাকা ঢুকবে? জেনে নিন
বিচারপতি সাফ জানিয়ে দেন যে আগের দেওয়া নির্দেশ বহাল আছে, আর এই নির্দেশ অমান্য করা বেআইনি সেটাও জানানো হয়। ৩৮৫৮ পদের মধ্যে ১৭২৯ পদে এই নিয়মেই নিয়োগ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে অনেক দিনের দাবি পুরন হল সকলের। আর এবারে দেখার অপেক্ষা যে কবে এই সকল বিজ্ঞপ্তি নিয়ে সরকারের তরফে কিছু আপডেট দেওয়া হয়। অতএব খুব তাড়াতাড়ি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।