Indian Currency: নকল 500 টাকার নোট বাজারে ছেয়ে গেছে! আপনার নোট আসল কিনা কিভাবে চিনবেন জানালো RBI

500 Indian Rupee Note

এখন আমাদের সবার কাছেই ৫০০ টাকার নোট (Indian Currency) আছে। ২০০০ টাকার নোট RBI-র তরফে ফেরত নিয়ে নেওয়ার পরে এই ৫০০ টাকার নোটই দেশের সব থেকে বড় মুদ্রা হিসাবে পরিগনিত হচ্ছে। কিন্তু এবারে এই নোটও জাল পাওয়া শুরু হয়ে গেছে। বর্তমানে জাল জিনিসে যেভাবে বাজার ছেয়ে গেছে তার মধ্যে অন্যতম হলো জাল নোট। কিন্তু কোনটা আসল ও কোনটা নকল সেটা জানা একদমই সোজা কথা নয়।

Indian Currency 500 Rupees Note

দোকান বাজার করতে গিয়ে অনেক সময় জাল নোট হাতে এসে যায়। যদিও প্রথমদিকে চিনতে না পেরে আমরা সেটা নিয়ে চলে আসি বাড়িতে। এরপর সেই নোট যখন অন্যত্র কেনাকাটির সময় দিয়ে থাকি তখনই ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পারা যায়, সেই নোটটি আসল নয়। তখন মাথায় হাত দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না! যখনই কোন কিছু কেনাকাটার সময় বা ভাড়া দেওয়ার সময় টাকা ফেরত নেওয়া হবে, ঠিক সেই সময় একবার দেখেই কি করে বোঝা যাবে নোটটি আসল না নকল?

জাল ৫০০ টাকার নোট কিভাবে চিনবেন?

বর্তমানে ভারতে সর্বোচ্চ মূল্যের যে নোট রয়েছে তাহল ৫০০ টাকা। এই জন্য ৫০০ টাকার নোট বেশি জাল ধরা পড়ে। যদিও আগে ১০০০ টাকার মধ্যে ২০০০ টাকার নোট চালু ছিল, তবে তা বর্তমানে বাতিল করা হয়েছে। বর্তমানে ৫০০ টাকার নোটের জালিয়াতের হার অনেকটা বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, আগের থেকে ৩১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৫০০ টাকার নোটের জালিয়াতের হার।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থ বছরে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা ছিল ২১,৮৬৫ মিলিয়ন পিস, ২০২২-২৩ অর্থ বছরে এটি বেড়ে দাড়ায় ৯১,১১০ মিলিয়ন পিস, ২০২৩-২৪ অর্থ বছরে কিছুটা হ্রাস পেয়ে সংখ্যা নেমে আসে ৮৫,৭১১ মিলিয়ন পিস। আর সাধারন মানুষ জাল নোট নিয়ে সচেতন না হলে কোন দিনই এই সমস্যার সমাধান সুত্র বেরোনো সম্ভব নয় বলেই মনে করছেন অনেকে।

আসল ৫০০ টাকার নোট চেনার উপায় জানালো RBI

১) ৫০০ টাকার আসল নোটের আকার ৬৬ মিমি x ১৫০ মিমি হবে।
২) নোটের উপর দেবনাগরী হরফে ৫০০ লেখা থাকবে।
৩) নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি স্পষ্ট দেখা যাবে।
৪) নোটে ‘ভারত’ এবং ‘RBI’ মাইক্রো অক্ষরে লেখা থাকবে।
৫) নোট একটু বেকিয়ে ধরলে সুতোর রং সবুজ থেকে নীল হয়ে যাবে।

৬) ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্ক নোটে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি ও ৫০০ সংখ্যা ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্কে লেখা থাকবে।
৭) নোটের উপরের বাদিকে এবং নিচের ডান দিকে আরোহী ফন্টে সংখ্যা লেখা থাকবে।
৮) নোটের বাম দিকে ছাপানোর সাল উল্লেখ থাকবে।
৯) ডান দিকে থাকবে অশোকস্তম্ভের প্রতীক।

যখনই ৫০০ টাকার নোট নেবেন তখনই ওপরের এই নির্দেশিকা গুলো ঝটফট একটু মিলিয়ে দেখে নেবেন, তাহলেই আপনি প্রতারিত হওয়ার থেকে রক্ষা পাবেন। বর্তমানে বিভিন্ন জায়গায় জাল নোটের কারবার যথেচ্ছ হাড়ে বেড়েছে। যদি কখনো আপনার কাছে ছেড়া বা ফাটা ৫০০ টাকার নোট এসে যায়, তাহলে তা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিয়ে পুরনো নোটের বদলে নতুন নোট নিয়ে নেবেন।

মাসে 20000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে প্রবীণ নাগরিকেরা আবেদন করুন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী পুরনো বা ফাটা নোট ব্যাংক থেকে বদল করানোর নিয়ম রয়েছে, এরপর যদি ব্যাংক আধিকারিক আপনার নোট ফেরত নিতে না চান, তাহলে আপনি RBI-র অফিসিয়াল পোর্টালে অভিযোগ জানাতে পারেন। RBI বারংবার সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে বলেছেন আমজনতাকে। টাকা দেওয়া নেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করা উচিত জাল নোটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।

প্রতিমাসে 15,000 টাকা দিচ্ছে এলআইসি। নতুন স্কিমে কিভাবে সুবিধা পাবেন? দেখে নিন

প্রতিটি নাগরিকদের উচিত জাল কারবারিকে বন্ধ করার জন্য সচেতন হওয়া, আর তার জন্যই নিজেদের সচেতন হতে হবে সব থেকে বেশি। এই ভাবে যদি কেউ জাল নোট পেয়ে থাকেন তাহলে সরাসরি নিজেদের কাছা কাছি কোন ব্যাংকে গিয়ে এই নোট বদলে নিতে পারবেন, তাই চিন্তা না করে সজাগ থাকার মধ্যে দিয়েই এই সকল সমস্যা থেকে বাচার একমাত্র উপায় বলেই মনে করছেন অনেকেই।

Related Articles

Back to top button