ফ্রি রেশন সামগ্রীর বদলে এবারে টাকা পাবে গ্রাহকরা? বড় পরিবর্তন আসতে চলেছে!

Ferr Ration System in India

রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) নিয়ে বড় আপডেট। এবারে চাল, গমের বদলে টাকা দেওয়া হবে? এমনই এক খবর কিছু দিন ধরে নানা জায়গা মারফত পাওয়া যাচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেলেও আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা এখনও পর্যন্ত রেশনে পাওয়া খাদ্য সামগ্রীর ওপরে নির্ভর করে নিজেদের সংসার চালিয়ে থাকেন।

Free Ration Card Holders News

২০২৮ সাল পর্যন্ত এই সুবিধা ফ্রিতে দেওয়ার ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। কিন্তু বিগত কিছু সময় ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক ধরণের দুর্নীতি করা হচ্ছে। যেই সকল মানুষদের সামগ্রী পাওয়ার দরকার তারা না পেয়ে এই সকল সামগ্রী অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে এবং চরম দুর্নীতি হচ্ছে। এই জন্য রেশনের সঙ্গে আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) করা বাধ্যতামুলক করেছেন সরকার।

রেশনের বদলে টাকা মিলবে?

কিছু দিন আগে দিল্লীতে নীতি আয়োগের (Niti Aayog) সঙ্গে দেশের সকল রেশন ডিলারদের প্রতিনিধিদের বৈঠক হয় এবং এই বৈঠকে এই সুপারিশ করা হয় যে সামগ্রীর বদলে যদি সরাসরি টাকা দিয়ে দেওয়া হয় গ্রাহকদের তাহলে কেমন হবে? আর এই নিয়ে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না করা হলেও, মনে করা হচ্ছে সরকারের তরফে এই নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই করা হবে।

বিনামূল্যে রেশন নিয়ে আপডেট

ডিলার ফেডারেসনের সভাপতি বিশ্বম্ভর বসু এই নিয়ে মন্তব্যে বলেন – টাকা দিলে বাজার থেকে সকলে নিজেদের ইচ্ছা ও পছন্দ অনুসারে জিনিস কিনতে পারবে, কিন্তু খোলা বাজারে দাম বৃদ্ধি পেলে তখন সেই দাম কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? সেই দিক আগে ভেবে নেওয়ার দরকার আছে সকলের। কিন্তু সরাসরি টাকা গ্রাহকদের দিয়ে দিলে দুর্নীতি কম হবে বলেও মনে করছেন অনেকেই।

পশ্চিমবঙ্গের ১ লাখ রেশন কার্ড বাতিল ঘোষণা। কাদের বাতিল হলো? ফ্রি রেশন কার্ড চালু রাখতে কি করতে হবে?

আর সরকারের তরফে অনেক প্রকল্পে সরাসরি গ্রাহকদের ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে দুর্নীতি কমিয়ে আনা হয়েছে অনেকটাই। তার মধ্যে পিএম কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan), কৃষক বন্ধু (Krishak Bandhu), লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রমুখ প্রকল্প গুলো অন্যতম এবং এর মাধ্যমে অনেকেই সুবিধা পাচ্ছেন। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের পক্ষে এই ধরণের ব্যাংকিং লেনদেন বুঝতে পারা কোন মতেই সম্ভব নয়।

পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

তাদের কিভাবে সুবিধা দেওয়া হবে সেই নিয়েই উঠছে প্রশ্ন। আর অনেক মানুষ মনে করছেন যে এই সুবিধা দেওয়ার মাধ্যমে ভালো হবে গ্রাহকদের। কারণ, তারা দরকার ও ইচ্ছা অনুসারে নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন এবং এই নিয়ে কেন্দ্রের তরফে কোন কিছু জানানো হয়নি তাই এখন এই বিষয় আলোচনা হয়েই রয়ে গেছে। এই নিয়ে আরও খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Related Articles

Back to top button