Dearness Allowance: সরকারি কর্মীদের শারদীয়ার ডবল সুখবর। 3% DA ঘোষণা এবং প্রচুর টাকা এরিয়ার পাবেন

DA Hike for Central Govt. Employees

সমস্ত সরকারি কর্মীদের জন্য বকেয়া ডিএ তথা Dearness Allowance নিয়ে দীপাবলির আগেই বিরাট সুখবর। ৩% বৃদ্ধি হয়েছে মহার্ঘ ভাতা (DA Hike). সম্প্রতি ডিএ বৃদ্ধি হতে সকল সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে। কেন্দ্রীয় সরকার তিন শতাংশ হারে DA বৃদ্ধি করেছে। আর এই খবর পাওয়ার পর খুশির জোয়ারে ভাসছে কেন্দ্রের সরকারি কর্মীরা। সাধারণত কেন্দ্রীয় সরকার এবার তিন শতাংশ হারিয়ে ডিএ বাড়িয়েছে।

3% Dearness Allowance Hike for Government Employees

গতবার ৪ শতাংশ ডিএ সংশোধনের পর সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পৌঁছায় ৫০ শতাংশ হারে। তাও সকলে অপেক্ষা করে ছিলেন পুনরায় ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র। দীপাবলির আগে সরকারের তরফে ঘোষণা করা হয় আরও ৩ শতাংশ হারে DA বৃদ্ধি হচ্ছে। বর্তমানে সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন। তবে এখন খবর পাওয়া যাচ্ছে, এখানেই শেষ নয়। সরকারি কর্মীদের জন্য রয়েছে আরও একটি বড় খবর।

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য দীপাবলি উপহার দিল মোদি সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং পেনশন গ্রাহকদের DR উভয়েই 3% হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ডিএ ও ডিআর এর তথ্য জানিয়েছেন। জানা যাচ্ছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন মোট ৪৮ লাখ সরকারি কর্মী ও ৬৭ লাখ পেনশনভোগী।

গত ৯ অক্টোবর তারিখে মন্ত্রিসভায় বৈঠকের পর ডিএ বাড়ানো হবে বলে আশা করেছিলেন সকল কর্মচারী ও পেনশনভোগীরা। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান হল। কর্মীদের মহার্ঘভাতা মূল বেতনের ৫০% থেকে ৫৩% পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। আর এই বৃদ্ধি প্রযোজ্য হবে জুলাই ২০২৪ থেকে। ভারতের মুদ্রাস্ফীতির প্রভাবে জীবনধারণ যেভাবে কঠিন হচ্ছে, মানুষের চাপ সেক্ষেত্রে কিছুটা হলেও কমবে‌ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মীদের DA এর খবর।

সরকারি কর্মীদের বকেয়া নিয়ে বড় খবর!

চলতি বছরের মার্চ মাস নাগাদ সরকার DA বৃদ্ধি করেছিল ৪ শতাংশ হারে। এই বর্ধিত DA কার্যকর হয়েছে জানুয়ারি ২০২৪ থেকে। আর এর ফলে মোট মহার্ঘ ভাতা মূল বেতনের ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ৫০ শতাংশ করা হয়েছে। এই ভাতার হিসাব প্রধানত সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের গত বারোটি মাসের গড়ের উপর ভিত্তি করে করা। সকলের এই বিষয়ে জানা আছে যে, সপ্তম বেতন কমিশনের রিপোর্ট অনুসারে, যখন মহার্ঘ ভাতা মূল বেতনের‌ ৫০ শতাংশ হয়ে যায়, তখন বাড়ি ভাড়া ভাতা সহ আরো অনেক ভাতা স্বয়ংক্রিয়ভাবে সংশোধনের সুযোগের আওতায় চলে আসে।

তবে এখানে বলে রাখা দরকার, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ (Dearness Allowance) বাড়ানোর পাশাপাশি রয়েছে আরও ১ টি সুখবর। এবার সরকারি কর্মী দের জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় জানা যাচ্ছে, অক্টোবর মাসের বেতনের পাশাপাশি সকল কর্মীদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের বকেয়াও পরিশোধ করা হতে পারে। আর সত্যিই যদি এই সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে নিঃসন্দেহে উপকৃত হবেন সরকারি কর্মীরা। সকলের মুখেই ফুটবে হাসি। ডিসেম্বর এর আগেই এ বিষয়ে ভালো খবর মিলতে পারে। এখন দেখা যাক সরকার কি সিদ্ধান্ত নেয়। পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button