আজ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের কড়া নিয়ম চালু হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশে কি কি নির্দেশ এলো?
West Bengal Government Employees
এবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য কড়া দাওয়াই নিয়ে হাজির হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). ২০২৬ সাল শুরু হলে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং তার আগের থেকে সরকারি কাজ কর্মে হাল ফেরানোর জন্য মাঠে নেমে পরেছে নবান্ন। একের পর এক দরকারি সিদ্ধান্ত ও ঘোষণা হচ্ছে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য ঘোষণা
এর আগে জ্যোতি বসুর পর বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় এসে সরকারি কর্মীদের গাফিলতি রোধের লক্ষ্যে ‘Do It Now’ বা এখনই কর স্লোগান নিয়ে এসেছিলেন। গতমাসে বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে লক্ষাধিক কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে আর এই কারণের জন্য অনেক কাজ কড়া বাকি সরকারের।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা
এই নিয়ে নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকারি কাজে ফাইল নিয়ে নাগরিকদের একেক কর্মীদের কাছে ঘুরে বেড়াতে হয় কিন্তু কাজ হয় না কেন? কিছু কিছু কর্মীরা একেবারে ফাঁকিবাজি করে বসে বসে মাইনে নিচ্ছেন এমনটাও শুনতে পাওয়া যায় অনেক জায়গায়। এছাড়াও আরও গুরুতর হল যে অনেক দফতরে টাকা না দেওয়া হলে কোন মতেই কাজ করেন না সরকারি বাবুরা!
রাজ্য সরকারি কর্মীদের চাপ বাড়ল
মুখ্যমন্ত্রী রাজ্যের সকল ট্রেড ইউনিয়নদের উদ্দেশ্যে বলেন যে, কাজে বাঁধা না দিয়েকন সমস্যা থাকলে অবশ্যই জানান আলোচনার মাধ্যমে মেটানো হবে এবং কোন স্থানিয় নেতার জন্য কাজ আটকালে আমাদের জানাবেন আমরা সকল দিক বুঝে নেব। কিন্তু এবার থেকে কোন ধরণের সরকারি কাজে ফাঁকিবাজি সহ্য করা হবে না এবং এই জন্য রাজ্যের ভবিষ্যৎ নষ্ট হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সরকারি কর্মীদের আবার DA বৃদ্ধির সম্ভাবনা। বেতন বৃদ্ধি কতটা হতে পারে?
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেই জমির মিউটেশন, নাম বদল, নতুন রেজিস্ট্রেশন ঘুষ না দিলে কাজই হয় না! কিন্তু কেন? সরকারের থেকে টাকা নিয়েও ঘুষ নিতে হয় কেন? এবারে এই সকল ঝামেলা দূর করার জন্য এবারে এক এজেন্সি বানানোর কথাও উল্লেখ করা হয়েছে এবং পুলিশ অনেক কাজ করার জন্য এই সকল দিকে নজর দিতে পারে না, তাই এই সকল সংস্থার তরফে এই বিষয়ে নজরদারি করা হবে।
গ্রাহকদের 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। আর দেরি না করে আজই আবেদন করুন
পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী মলয় ঘটককে তিনি বলেন যে অনেক জেলার INTTUC সভাপতিদের আমি খুব তাড়াতাড়ি বদলিয়ে দেব এবং তার মধ্যে দুর্গাপুর ও হলদিয়ার নাম তিনি উল্লেখ করেছেন এই বৈঠকে। আর ব্যবসা বা বিনিয়োগে যাতে কোন ধরণের বাঁধা না আসে সেই সম্পর্কে নজর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি সেখানে উপস্থিত সকল কর্মীদের।