Employee Benefits: অবশেষে রাজ্য সরকারি কর্মীদের সুখবর এলো। বকেয়া লাখ টাকা একাউন্টে ঢুকবে

Retirement Gratuity Calculator

বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে আন্দোলন ও মামলার মধ্যেও মাঝে মাঝে বিভিন্ন সুযোগ সুবিধা বা Employee Benefits ঘোষণা হয়ে থাকে। যেমন গত এপ্রিল থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হয়েছে, উৎসব ভাতা বা Ad hoc Festival Bonus বেড়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা বেড়েছে। পিতৃত্বকালীন ছুটি বেড়েছে। আর আবার রাজ্যের কর্মীদের জন্য নতুন ঘোষণা। যার জেরে পুজোয় DA না পাওয়ার আক্ষেপের মধ্যে কিছুটা হলেও প্রলেপ পড়তে পারে।

Government Employee Benefits Gratuity Calculator

রাজ্য সরকারি কর্মীদের অবসরকালীন ভাতা (Retirement Benefits) ও গ্র্যাচুইটি (Gratuity) নিয়ে সরকারের সিদ্ধান্তে প্রায় দেড় গুন আর্থিক সুবিধা তথা Employee Benefits পেতে চলেছেন চাকরিজীবীরা। যার জেরে বেজায় খুশি সরকারি কর্মচারীদের একাংশের। সরাসরি বেতন বৃদ্ধি বা Salary Hike না হলেও গ্র্যাচুইটি (Gratuity) এর পরিমান বেড়ে গেল।

কাদের ও কত টাকা গ্র্যাচুইটি বাড়লো?

গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে মহারাষ্ট্রের একনাথ শিন্ডের সরকার গ্রাচুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়েছে। এর আগে একজন কর্মী তার অবসরের সময়ে সর্বোচ্চ ১৮ লাখ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পেতেন। তবে নতুন এই বিজ্ঞপ্তির ফলে এবার থেকে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ১৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা পর্যন্ত করা হলো। যার জেরে উচ্চ পদস্থ কর্মী, যাদের বেসিক বা মূল বেতন বেশি তাঁরা ২০ লাখ টাকা পর্যন্ত শুধুমাত্র গ্র্যাচুইটি থেকে পেতে পারেন।

আরও পড়ুন, Jio Airtel VI এর সমস্ত মোবাইল রিচার্জ প্ল্যানের দাম 15% বাড়ছে। দিপাবলীর আগে জোর ধাক্কা দেশবাসীর

কারা এই বর্ধিত সুবিধা পাবেন?

তবে এই বিজ্ঞপ্তি অনুসারে সকল পেনশন গ্রাহক কিন্তু এই সুবিধা পাবেন না। যারা ইতিমধ্যে অবসর গ্রহন করেছেন এবং যাদের গ্রাচুইটি এর টাকা তোলা হয়ে গেছে বা ইস্যু হয়ে গেছে, তারা নতুন বিজ্ঞপ্তি অনুসারে ভাতা পাবেন না। তবে যারা সদ্য অবসর নিয়েছেন, কিন্তু গ্র্যাচুইটি এর টাকার পরিমান ইস্যু হয়নি, তারা এই বর্ধিত হারে Gratuity Calculation এর টাকা তুলতে পারবেন। এবং যারা এই বিজ্ঞপ্তি প্রকাশের পর অবসর গ্রহন করবেন তারাও এই নতুন বিজ্ঞপ্তি অনুসারে টাকা পাবেন। যার জেরে এক ধাক্কায় প্রায় ৬ লাখ টাকা বেশি পেতে পারেন।

gamezop ad

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের আপডেট

এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জানুয়ারীর আগে DA বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তবে আগামী ৭ই জানুয়ারী সুপ্রীম কোর্টে DA মামলার পরবর্তী শুনানির সভাব্য দিন ধার্য্য করা হয়েছে। আর ঐ দিন শুনানিতে নতুন কোন আপডেট বা নির্দেশ আসে কিনা, সেই অপেক্ষা করা ছাড়া আপাতত কনো উপায় দেখছে না বাংলার কর্মীদের একাংশ। নিয়মিত খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।

আরও পড়ুন, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮০০০ টাকা পাঠাচ্ছে সরকার! আপনি পেয়েছেন? কিভাবে আবেদন করবেন?

 

 

Related Articles

Back to top button