Holiday List: এই বছরে অনেক গুলো ছুটি কমে গেল! সরকারি কর্মীদের জন্য জরুরি আপডেট
Government of West Bengal Holiday List
বছরের শুরু থেকেই অনেক গুলো ছুটি (Holiday List) পেয়েছে সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল ও কলেজের পড়ুয়ারা। ইতি মধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে চলতি বছরের ছুটির তালিকা ২০২৫ প্রকাশিত করে দেওয়া হয়েছে। আর এই তালিকা অনুসারে জানতে পাওয়া গেছে যে একাধিক ডুবে গেছে মানে এই ছুটি পাবে না কেউই! এমন শোনার পর থেকে চিন্তায় পরেছেন অনেকেই।
WB State Government Employees Holiday List
নতুন বছর শুরুর পর থেকেই প্রত্যেকটি মানুষ ক্যালেন্ডারে একবার চোখ বুলিয়ে নেন। বাচ্চা থেকে বয়স্ক কাজের ফাকে একঘেয়েমি জীবন থেকে একটু ছুটি পেতে কোথাও বেড়িয়ে আসার পরিকল্পনা করেন। চলতি জানুয়ারি মাসে বেশ কয়েকটি ছুটি রয়েছে, তার মধ্যে ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন, মকর সংক্রান্তি ১৪ ই জানুয়ারির ছুটি সবে কাটিয়ে উঠেছেন সকলে।
সরকারি কর্মীদের ছুটি কমলো!
এছাড়া সামনে আসতে চলেছে ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে সরকারি সমস্ত স্কুল কলেজ ও অফিস গুলি। কিন্তু ২৬ শে জানুয়ারির ছুটি রবিবার দিন পড়ে যাওয়ায় ছুটি একদম জলে গেছে। এই রকম ফেব্রুয়ারি মাসেও অনেক ছুটি রবিবার দিন পড়েছে। বিশেষ করে সরস্বতী পুজো নিয়ে ছোট থেকে বড় সবার মধ্যে একটা উন্মাদনা কাজ করে। ২০২৫ সালের সরস্বতী পুজো পড়ে গিয়েছে রবিবার দিন।
ছুটির তালিকা ২০২৫
এই জন্যই ক্যালেন্ডারে চোখ বোলাতেই প্রথমেই মন খারাপ হয়ে যাওয়ার মতনই একটা খবর বলা যায়। রবিবার দিন সরস্বতী পুজো পড়ায় ছুটি জলে গেলো অনেকেই ভাবছিলেন কিন্তু এই জন্য অতিরিক্ত ছুটি তার পরের দিন সোমবার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী ২০২৫ সালে রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে। এছাড়াও থাকছে রাজ্য সরকারের দেওয়া ছুটি গুলি।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটি কমে গেল! নবান্নের নয়া আপডেট দেখুন
সরস্বতী পুজোয় ২০২৫ সালে দুই দিন ছুটি থাকছে। ২০২৫ সালের অনেক গুলো বিশেষ দিন পড়ে গিয়েছে রবিবার। যে ছুটি গুলো পড়েছে সেই গুলি হল – প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ আগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহাষষ্ঠী। রবিবার দিন ছুটি পড়ে যাওয়ায় অনেকেরই চিন্তা হয়ে যায় এক্সট্রা কোনদিন ছুটি দেওয়া হবে কিনা?
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কোনদিন রবিবার পড়লে পরবর্তী দিন ছুটি ধার্য করা হয়, তবে সেটি সবক্ষেত্রে নয়। ২০২৫ সালের অন্যান্য যে বিশেষ দিন গুলো রবিবার পড়ে গিয়েছে সেই দিন গুলিতে জন্য অতিরিক্ত ছুটি পাওয়া যাবে কিনা এখনই বলা সম্ভব হচ্ছে না, তবে আগামী ২ রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ৩ রা ফেব্রুয়ারি ছুটি পাওয়া নিশ্চিত সেটা ভালই বুঝতে পারা গেছে তাই আর দেরি না করে এখনি আপনারা প্ল্যান সেরে ফেলুন।