সরকারি কর্মীদের বেতনে কোপ। একাধিক ভাতা বাতিল। DA ও পেনশন নিয়েও চিন্তা বাড়লো

Government Employees Benefits

ইতিমধ্যেই সরকারি কর্মীদের বকেয়া DA বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে চরম চাপানউতোর চলেছে বিগত কিছু বছর ধরে। কিন্তু এবারে সরকারি কর্মচারীদের ভাতা কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে! আর খবর শোনার পর থেকে অনেকটাই চিন্তায় রয়েছেন সকলে। এমনিতে আমরা সকলেই জানি যে সরকারি চাকরি করলে বাকিদের তুলনায় মাইনা থেকে শুরু করে পেনশন ও ছুটিতে একটু হলেও বেশি সুবিধা পাওয়া যায়।

সরকারি কর্মীদের চিন্তা বাড়ল!

কিন্তু এখন দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ততই এই সকল সুবিধা কমিয়ে দেওয়া হচ্ছে এমনাই মত অনেকের। আর এখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কবে বকেয়া ডিএ বৃদ্ধি পাবে সেই নিয়ে ও সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার জন্য অপেক্ষা করছেন এবং ওপর দিকে কেন্দ্রের সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশন ও হোলির আগে কবে ফের DA বাড়বে সেই অপেক্ষায় রয়েছেন।

একাধিক ভাতা বাতিল হবে

এছাড়াও অবসর প্রাপ্ত কর্মীদের পেনশন বৃদ্ধি নিয়েও কানা ঘুষো হচ্ছে চারিদিকে। এখন বর্তমানে কর্মীরা ৭ম পে কমিশনের অন্তর্গত হয়ে বেতন পাচ্ছেন এবং আগামী ২০২৬ এর আগেই নতুন পে কমিশন গঠন হয়ে যাবে। আর এই কারণের জন্য একধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি পানে বলে মনে করছেন অনেকেই, কিন্তু এরই মধ্যে বৃদ্ধির জায়গায় ভাতা কমানোর খবর পাওয়া যাচ্ছে!

Government Employees Salary Cut

আরেই নতুন পে কমিশনে শুধুমাত্র বেতন ও পেনশন নয় এই ছাড়াও আরও বাকি সকল কিছু সুবিধা যেমন – HRA, TA, Leave, PF, ESI এই সকল কিছু নিয়েও বড় কোন সিদ্ধান্ত নেওয়া হবে। এবারে পুরনো কিছু সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে নতুন কোন না কোন সুবিধা শুরু করতে পারে কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে এমনটা কিছু কিছু সংবাদ মাধ্যম সুত্রে খবর পাওয়া যাচ্ছে।

আগামী সপ্তাহে আবার DA বৃদ্ধির ঘোষণা করবে সরকার! সরকারি কর্মীদের কত টাকা বেতন বাড়ছে?

সপ্তম পে কমিশনের সময় এমনটাই করা হয়েছিল সরকারের তরফে এবং এবারেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে। আর অনেকেই মনে করছেন যে কর্মচারী সুবিধার (Employee Benefits) কথা মাথায় রেখে এইবারে বড়সড় কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই রকম হলে আখেরে কর্মীদেরই সুবিধা হতে চলেছে এমনটাই মত অনেক মানুষদের। এবারে দেখার অপেক্ষা যে কি কি নতুন সুবিধা দেওয়া হবে!

ঘরে বসে প্রতিমাসে পাবেন 87,000 টাকা। কেন্দ্র সরকারের বিরাট স্কিম।

কিন্তু কেন্দ্র সরকারের তরফে এখনই এমন কোন সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়নি কর্মীদের। তাই যতদিন না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন না কোন জিনিস জানানো না হয় ততদিন পর্যন্ত কোন কিছু সিদ্ধান্তে উপনিত হওয়া উচিত হবে না কারোর পক্ষে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Back to top button