আগামী সপ্তাহে আবার DA বৃদ্ধির ঘোষণা করবে সরকার! সরকারি কর্মীদের কত টাকা বেতন বাড়ছে?

DA Hike News 2025

সরকারি কর্মীদের ফের একবারের জন্য DA বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পেল। বিগত অনেক দিন ধরে সরকারের সঙ্গে কর্মীদের এক চাপা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল এই বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি না করার জন্য। কিন্তু এবারে অনেকেই মনে করছেন যে আগামী সপ্তাহেই এই DA বাড়াতে চলেছে সরকার। আর এই খবর শোনার পর থেকেই সরকারি কর্মচারীদের খুশির আর ঠিকানা নেই সেটা বলাই বাহুল্য!

সরকারি কর্মীদের DA বৃদ্ধির সম্ভাবনা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য বিগত বাজেটে ৪% ভাতা বৃদ্ধি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। আর সেই হিসাবে আগামী ১ লা এপ্রিল থেকে সকলে ১৮% হারে ভাতা পাবেন। কিন্তু এই পরিমাণ কেন্দ্র সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই কম, আর এই জন্য খুবই অখুশি সকলে এবং এই নিয়ে চলতি মাসে সুপ্রিম কোর্টে শুনানির তারিখ ধার্য করা হয়েছে এবারে দেখার অপেক্ষা যে কি হতে চলেছে তখন।

মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা

সাধারণত কেন্দ্র সরকারের কর্মচারীদের বছরে দুইবার ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে। প্রতিবছর মুলত হোলি ও দিওয়ালিতে এই ভাতা বৃদ্ধি হয় এবং দিওয়ালির আগে আরেকপ্রস্থ ঘোষণা হয়। বিগত বছরে দিওয়ালিতেও এই ভাতা বৃদ্ধি করা হয়েছিল এবং সেই হিসাবে এই মাসের মাঝে বা আগামী সপ্তাহে হোলির আগে, বেতন বৃদ্ধি সংক্রান্ত কোন না কোনও ঘোষণা করা হবে বলে মনে করছেন অনেকেই।

আগামী সপ্তাহে মহার্ঘ্য ভাতা বাড়বে?

কিন্তু এখন এই নিয়ে কেন্দ্রের তরফে কোন কিছু ঘোষণা করা হয়নি। মুলত AICPI (All India Consumer Price Index) সূচক অনুসারে এই ভাতা বৃদ্ধি পায় বছরে দুই বার করে। আগামী সপ্তাহের মধ্যে যদি ভাতা বৃদ্ধি হয় তাহলে এই ভাতা সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) অনুসারে বাড়তে চলেছে এবং ২০২৬ সালের আগেই অষ্টম বেতন কমিশন লাগু করা হবে বলে মনে করছেন অনেকেই।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন সঙ্গে ডবল বেতন বৃদ্ধি? নয়া আপডেট জেনে নিন

আর এই নতুন পে কমিশন (8th Pay Commission) গঠন হলে একধাক্কায় কর্মীদের বেতন বৃদ্ধি ও পেনশন বৃদ্ধি হয়ে যাবে যা অভাবনীয়। আর অন্য দিকে পশ্চিমবঙ্গেও সপ্তম পে কমিশন লাগু হতে পারে আগামী বছরের বিধানসভা ভোটের আগেই। তাহলেও রাজ্যের কর্মীদের কিছুটা হলেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে কিন্তু এই নিয়েও কোন ধরণের সঠিক তথ্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

500 টাকা রাখুন 1000 টাকা নিন। পোস্ট অফিস চালু করল টাকা ডবল করার জবরদস্ত স্কিম

আর এই কারণের জন্য এখন সকল কর্মীদের কিছুটা হলেও অপেক্ষা করতে হবে এবং সরকার কি সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর রাখতে হবে সকলকে। এই মূল্য বৃদ্ধি যুগে দাঁড়িয়ে ভাতা ও বেতন বৃদ্ধি হলে অবশেষে সুবিধা পেতে চলেছে কর্মীরাই। আর অনেকেই নতুন পে কমিশন শুরুর অপেক্ষায় রয়েছেন। এই বকেয়া ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের গড়িমসি নিয়ে কোন মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Related Articles

Back to top button