Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা টাকা পাঠানো নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের
Awas Yojana Housing Schemes in West Bengal
ফের একবারের জন্য বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্প নিয়ে বড় আপডেট পাওয়া গেল পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে। আমরা সকলেই জানি যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পিএম আবাস যোজনার (PM Awas Yojana) মাধ্যমে পাকা বাড়ি বানাতে যেই টাকা দেওয়া হত, কিছু অভিযোগ পাওয়ার কারনের জন্য সেই টাকা দেওয়া এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
Bangla Awas Yojana Government Scheme 2025
কিন্তু কেন্দ্রের তরফে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই টাকা নিজেদের কোষাগার থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এই নিয়ে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে বিগত বছরের শেষের দিকে। এতদিন পর্যন্ত টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হত উপভোক্তার ব্যাংকে, কিন্তু এখন থেকে টাকা দেওয়ার আগে ক্রস চেকিং করে নেওয়া হবে বলে জানতে পাওয়া যাচ্ছে।
রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্প
আর এই নিয়মের মুল উদ্দেশ্য হল যে কোন রকমের অনিয়ম যেন না হয়, আর অযোগ্যদের কাছে এই টাকা না চলে যায়। এখনো পর্যন্ত ১১ লক্ষ মানুষদের এই টাকা পাঠানো হচ্ছে আর প্রাকৃতিক কারনে ক্ষতিগ্রস্ত আরও ১ লক্ষের কাছাকাছি মানুষকেও এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর এই জন্য প্রথমে প্রত্যেক জেলার বরাদ্দ টাকা জেলা শাসকদের কাছে দেওয়া হচ্ছে আর এরপরে BDO তালিকা বানাচ্ছে ও সেটা জেলা পরিষদে পাঠানো হচ্ছে।
আবাস যোজনায় নতুন নিয়ম
এরপরে এই টাকা ট্রেজারিতে আসছে আর সবার শেষে জেলা শাসকের অনুমতি নেওয়ার পর সেই টাকা গ্রাহকদের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এত কিছু করার পরেও যদি কোন কারনে ভুল কারোর কাছে টাকা যায়, তাহলে সেটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়ে আসার জন্য জেলা আধিকারিকদের জানিয়ে রেখেছে নবান্ন। কোন রকমের দুর্নীতি এই নিয়ে বরদাস্ত করা হবে না সেটা অনেকবারই সরকারের তরফে জানানো হয়েছে।
কৃষক বন্ধুদের একাউন্টে টাকা দিচ্ছে। কারা এই টাকা পাবেন? কিভাবে আবেদন করবেন?
রাজ্যের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের মাথায় পাকা ছাদ দেওয়ার জন্যই রাজ্য সরকারের এই পদক্ষেপ, কিন্তু এবারেও কোন সমস্যা হলে কোন ভাবেই সেটা বরদাস্ত করা হবে না। মুলত কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্যের বিরধের মুল কারন হল টাকা ভুল জায়গায় চলে যাওয়া। এই একটি কারনের জন্য ২ বছরের বেশি সময় ধরে রাজ্যের বকেয়া আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র।
সরকারের নতুন প্রকল্পে প্রতিমাসে 5000 টাকা। সব ছেলেমেয়েরা পাবেন। কিভাবে আবেদন জানাবেন?
এবারে দেখার অপেক্ষা যে এই নতুন নিয়মে টাকা পাঠানোর ফলে কতটা স্বচ্ছতা বজায় থাকে আর এর ফলে আগামী দিনে এই জন্য ফের একবার কেন্দ্রের তরফে টাকা দেওয়া শুরু করা হয় কিনা। আর কেন্দ্র সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে কবে কথা হবে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকার। এই নিয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।