ফেব্রুয়ারি মাসে বাড়তি রেশন দেওয়ার ঘোষণা। রমজান উপলক্ষ্যে রেশনে কি কি দেবে তালিকা দেখে নিন

Free Ration Card

মাসের শুরুতেই ফ্রি রেশন সামগ্রী নিয়ে (Free Ration Items List) দারুণ খবর রাজ্যের নাগরিকদের জন্য। ২০২৮ সাল পর্যন্ত বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথা জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। আর সেই অনুসারে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে দেশের প্রায় ১০০ কোটির কাছাকছি মানুষদের। এবারে চলতি মাসে কি কি সামগ্রী দেওয়া হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক (Ration Card Items).

West Bengal Ration Items List

বিগত কিছু সময় ধরে রেশনে নান ধরণের দুর্নীতির অভিযোগ উঠে আসছে দিন প্রতিদিন। এই সব কিছু ঠেকানোর জন্য সরকারের তরফে নানা সময়ে নানা ধরণের নিয়ম নিয়ে আসা হয়েছে। এই জন্যই প্রত্যেক মাসের শুরুতে সকল মানুষদের কোন কার্ডের মাধ্যমে কি কি সামগ্রী দেওয়া হবে সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হয়, আগে এই সকল তথ্য রেশন দোকানের সামনে লেখা থাকত।

রেশন কার্ডে সামগ্রীর তালিকা

কিছু দিন আগে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে রমজান মাস (Ramadan 2025) উপলক্ষে কিছু অতিরিক্ত সামগ্রী ফ্রিতে বা সামান্য মূল্যে দেওয়ার ঘোষণা করা হয়েছে। সেই দাম সম্পর্কে এখনও জানতে পাওয়া যায়নি এবং কি কি দ্রব্য দেওয়া হবে সেই সম্পর্কে কিছু দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আর এবারে এই মাসের তালিকা দেখে নেওয়ার দরকার।

AAY কার্ডে সামগ্রীর তালিকা

এই কার্ডের গ্রাহকরা বাকি সকলের তুলনায় বরাবরই বেশি ফ্রি রেশন পেয়ে থাকেন আর এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। ২১ কিলো চাল, ১৪ কিলো গম বা তার বদলে ১৩ কিলো ৩০০ গ্রাম আটা পাওয়া যাবে। এই জন্য কোন টাকা অতিরিক্ত দেওয়া হবে না এবং অন্য কোন সামগ্রী চাইলে খুবই কম মূল্যে দেওয়া হবে।

10000 টাকা পাবেন দরকার হলেই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ঋণ অনলাইনে আবেদন করুন

PHH ও SPHH সামগ্রীর তালিকা

এই দুই কার্ডের অন্তর্গত সকলকে ৩ কিলো চাল ও ২ কিলো গম অথবা এর বদলে ১ কিলো ৯০০ গ্রাম আটা পাওয়া যাবে এই ফেব্রুয়ারী মাসে। আর কোন অতিরিক্ত সামগ্রী পেতে হলে টাকা দিয়ে সেই জিনিস কিনে নিতে হবে সকলকে। আর সেই দাম রেশন দোকানে গিয়ে জানতে পারবেন সকলে।

পোস্ট অফিসে 65,200 পদে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন

RKSY – 1 & RKSY – 2 কার্ডের তালিকা

রাজ্য সরকারের খাদ্য সাথী (Khadya Sathi) প্রকল্পের অন্তর্গত রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (Rajya Khadya Suraksha Yojana) অন্তর্গত এই কার্ডে ৫ কিলো ও ২ কিলো করে চাল দেওয়া হয় সকল গ্রাহকদের। কোন গম বা আটা দেওয়া হয় না এই সকল গ্রাহকদের। আগে দেওয়া হলেও বিগত অনেক দিন ধরে গম বা তার বদলে আটা দেওয়া একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button