Free Ration: ফ্রি রেশনের বদলে টাকা দেওয়া হবে? রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় আপডেট

Big Announcement for Ration Card Holders

দেশের কোটি কোটি মানুষদের জন্য ফ্রি রেশন (Free Ration) চালু করেছে সরকার। আর এর মাধ্যমে এখনো পর্যন্ত প্রায় ৮০ কোটির বেশি মানুষের উপকার হচ্ছে। ২০২০ সালে করোনা মহামারির সময় থেকে এই সুবিধা দেওয়া শুরু করা হয়েছিল আর ২০২৮ সাল অব্দি ফ্রি রেশন সামগ্রী দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। কিন্তু এই সামগ্রী বিতরন নিয়ে দেশের অনেক রাজ্য থেকে নানা প্রকারের সমস্যা দেখা দিচ্ছে।

Will Free Ration Items Distribution Stop in Near Future?

প্রতি বছরের আয়ের ওপরে হিসাব করে সরকারের তরফে কয়েক ধরনের রেশন কার্ড নিয়ে আসা হয়েছে। তার মধ্যে AAY (Antyodaya Anna Yojana), SPHH (Special Priority House Hold), PHH (Priority House Hold). এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) খাদ্য সাথী প্রকল্পের (Khadya Sathi Scheme) মধ্যে RKSY – 1 ও RKSY – 2 কার্ড নিয়ে এসেছে গ্রাহকদের জন্য।

পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড

রাজ্য সরকারের তরফে জারি করা কার্ড এর মাধ্যমে প্রায় ১০ কোটির কাছাকাছি মানুষ সুবিধা পাচ্ছেন। আর এই সকল গ্রাহকদের জন্য এক অনবদ্য খবর জানতে পাওয়া গেল। বিগত মঙ্গলবার কেন্দ্র সরকারের নীতি আয়োগের (NITI Aayog) তরফে রেশন ডিলার ফেডারেশনের সাধারন সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে। মুলত ডিলারদের কমিশন বৃদ্ধি করার জন্যই এই মিটিং মনে করা হলেও গ্রাহকদের জন্য অতি জরুরি এক আলোচনা করা হয়েছে।

ফ্রি রেশন সামগ্রীর বদলে টাকা দেওয়া হবে?

এবার থেকে রেশন সামগ্রী দেওয়ার বদলে সরাসরি গ্রাহকদের ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়ার কতা চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু ডিলার ফেডারেশনের সভাপতি বলেন যে সরাসরি টাকা দিয়ে দিলে বাজার থেকে সকলকে জিনিস কিনতে হবে, তাহলে বাজারের দাম নিয়ন্ত্রন করবে কে? কিন্তু টাকা পাঠিয়ে দেওয়ার ফলে অনেক দিকে সুবিধাও হবে। যেমন – কোন রকমের কালোবাজারি আর হবে না।

1000 টাকা পাবেন বিনা পরিশ্রমে। নতুন বার্ধক্য ভাতা ফর্ম জমা দিন দুয়ারে সরকার ক্যাম্পে

মানুষরা নিজেদের পছন্দ অনুসারে ও প্রয়োজন অনুসারে সামগ্রী কিনে নিতে পারবেন। কিন্তু অনেক মানুষই আর এতে রাজি হবে না বলেও মনে করছেন অনেক আধিকারি। কিন্তু প্রথম প্রথম একটু সমস্যা হলেও আগামী দিনে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও এর আগে অনেকবার বলেছেন, এর মাধ্যমে ভুয়ো উপভোক্তার সংখ্যা কমবে ও সাধারন মানুষরা উপকার পাবে।

বড় খবর! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 2100 টাকা। লাখ লাখ মহিলা আবেদন করছেন এই প্রকল্পে

কিন্তু এখনো এই আলোচনা সবেমাত্র শুরু হয়েছে এই নিয়ে কোন স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবারে দেখার অপেক্ষা যে ১ লা ফেব্রুয়ারি ২০২৫ এর বাজেটে এই নিয়ে কিছু ঘোষনা করা হয় কিনা। এই সিদ্ধান্ত চালু হলে মানুষদের সুবিধা হবে নাকি অসুবিধা সেটা সময় হলেই বুঝতে পারবেন সকলে। আরও এরকম খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Related Articles

Back to top button