ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার প্রকাশ। বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানতে সুদের তালিকা দেখে নিন
FD Interest Rates 2025
ফিক্সড ডিপোজিট স্কিম হল আমাদের দেশের মানুষদের কাছে সব থেকে বিশ্বস্ত ও জনপ্রিয় সঞ্চয় প্রকল্পের মধ্যে অন্যতম। কোটি কোটি মানুষ এই স্কিমে নিজেদের টাকা বিনিয়োগ করেছেন এবং ভালো পরিমাণ রিটার্ন পেয়েছেন। আর যত দিন যাচ্ছে ততই সকল সরকারি ও বেসরকারি ব্যাংক ও পোস্ট অফিসের তরফে নানা ধরণের FD স্কিম নিয়ে হাজির হচ্ছে গ্রাহকদের জন্য।
ফিক্সড ডিপোজিটের সুদের হার ২০২৫
কিছু দিন আগে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তরফে অনেক বছর পর রেপো রেট (Repo Rate) কমিয়ে দেওয়া হয়েছে। আর এই কারণের জন্য সকল ব্যাংকের তরফে অনেক ধরনের সুদের হারের পরিবর্তন করা হয়েছে। EMI, Home Loan ও গাড়ি কেনার ঋণে এই সুদ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে সকলের তরফে।
ব্যাংকগুলোর ফিক্সড ডিপোজিট সুদের হার পরিবর্তন
আর তারই সঙ্গে স্থায়ী আমানতের ওপরেও সুদ পরিবর্তন করলো দেশের দুই ব্যাংক। আজকে সেই সম্পর্কে সকল গ্রাহকদের জানিয়ে দিতে চলেছি সেই সম্পর্কে। মুলত দুই বেসরকারি ব্যাংকের তরফে এই FD ইন্টারেস্টে পরিবর্তন করা হয়েছে এবং এই ব্যাংক গুলোর নাম হল DCB Bank (Development Credit Bank) & Insusind Bank. এই ব্যাংকের গ্রাহকদের সুদ নিয়ে জেনে নেওয়ার দরকার।
সমস্ত ব্যাংক একাউন্টে নতুন করে KYC আপডেট করার নির্দেশ। গ্রাহকদের কি কি করতে হবে?
এফডি সুদের হারে বড় পরিবর্তন!
এছাড়াও যেই সকল গ্রাহকরা মনে করছেন যে আগামী দিনে এই দুই ব্যাংকে এফডির একাউন্ট খুলতে চাইছেন সেই সকল গ্রাহকদের জন্য সুদ সম্পর্কে জেনে নেওয়ার দরকার আছে। DCB Bank এর ১ বছরের বিনিয়োগে সাধারণ নাগরিকরা ৭.১% আর প্রবীণ নাগরিকরা ৭.৬% সুদ পাবেন। ২ বছরের ক্ষেত্রে ৭.৫% এবং ৮% সুদ পাবেন প্রবীণ নাগরিকরা এবং ৩ বছরে এই সুদ হবে ৭.৫% থেকে ৮% পর্যন্ত।
এবারে Indusind Bank এর তরফে ১ বছরের জন্য সাধারণ গ্রাহকদের ৭.৭৫% এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৮.২৫% হারে সুদ দেওয়া হবে। ২ বছরের ডিপোজিটের ক্ষেত্রে এই ব্যাংক ৭.৭৫% থেকে ৮.২৫% এবং ৩ বছরের ক্ষেত্রে এই পরিমাণ ৭.২৫% থেকে ৭.৭৫% হয়ে যাবে। আর বাকি সকল ব্যাংকের তরফে এই সুদের হারে পরিবর্তন করা হয়নি। সকল গ্রাহকদের উচিত বিনিয়োগ করার আগে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া।