পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল ফ্রি করে দিলো রাজ্য সরকার। হাসির আলো প্রকল্পে কারেন্ট বিলে ছাড় পাবে রাজ্যবাসী!

Electricity Bill Reduce in Hasir Alo Scheme

পশ্চিমবঙ্গের নাগরিকদের কারেন্ট বিল তথা বিদ্যুৎ বিলে (Electricity Bill)  ছাড় পাওয়া যাবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই খবর শুনে অনেক মানুষই এই সম্পর্কে জানতে ইচ্ছুক হয়েছেন। রাজ্য সরকারের নতুন এক প্রকল্পে বিদ্যুৎ বিলে ছাড় পাওয়া যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

হাসির আলো প্রকল্পে বিদ্যুৎ বিলে ছাড়

যতদিন যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে দিন দিন সকল জিনিসের দাম বৃদ্ধি পেয়েই চলেছে আর এই সকল কিছুর মধ্যে রাজ্যে CESC (Calcutta Electric Supply Corporation) এর অন্তর্গত এলাকা গুলোতে ইলেকট্রিকে বিল বৃদ্ধি করা হয়েছে। এর আগেও আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে হাসির আলো প্রকল্পের (Hasir Alo Scheme) মাধ্যমে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্তু এই ছাড় শুধুমাত্র রাজ্যের সকল BPL Ration Card গ্রাহক বা যেই সকল মানুষেরা এখন পর্যন্ত দারিদ্র সীমার নিচে অবস্থান করছেন তাদের জন্য কার্যকরী সকল নাগরিকরা এই সুবিধা পাবেন না।

ইলেকট্রিক বিল কমতে চলেছে?

বিগত ১২ ই ফেব্রুয়ারির রাজ্য বাজেটে সরকারের তরফে দেউচা পাচামি কয়লা খনি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্যকে বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অনেক বড় ঘোষণা করেছেন। এই কয়লা খনি ভারত তথা বিশ্বের বৃহত্তম কয়লা খনির মধ্যে অন্যতম এবং এর অর্থনীতির দিকও অনেকটাই জড়িত।

Electricity Bill Reduce in West Bengal

অনেকেই মনে করছেন যে এই খনিতে যেই পরিমাণ কয়লা আছে তা দিয়ে আগামী ১০০ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদন হতে পারে রাজ্যে। আর এমনটা হলে রাজ্যে ইলেকট্রিক বিল কমতে পারে সেই চিন্তাও করা হচ্ছে। কারণ নিজস্ব খনি থেকে কয়লা তুললে খরচ কম হবে এবং এই জন্য কম খরচে ইলেকট্রিক পাওয়া যাবে। এর মধ্যে নতুন শিল্পের প্রসার হবে এবং এর ফলে অনেকটাই সুবিধা হবে মানুষদের।

এই কাজ না করলে রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাবেন না। LPG নিয়ে কড়া সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার

এছাড়াও অনেক নতুন নতুন ১ লক্ষের কাছাকাছি কর্ম সংস্থান হবে আর যেই সকল মানুষেরা সরকারকে জমি দেবে তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি বা হোম গার্ড যোগ্যতা অনুসারে চাকরি দেওয়া হবে। আর এই জন্য সকল স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং শিল্পাঞ্চল গড়ে উঠলে আরও অনেক কোম্পানি সেখানে এসে বিনিয়োগ করতে পারে, আর তাতে অনেক চাকরি পাওয়া সম্ভব।

প্রতিমাসে 55 টাকা জমিয়ে নিশ্চিত অবসর। মাস পড়লেই অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা

কিন্তু নতুন শিল্পাঞ্চল করার জন্য ফের একবার যাতে সিঙ্গুরের (Singur) মত অবস্থা না হয় সেই দিকে নজর দিতে হবে সরকারকে। এই জন্য জমি অধিগ্রহণ খুবই বুঝে নিয়ে করতে হবে সকলকে। এরই সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখাটাও খুবই সরকারি বলে মনে করা হচ্ছে। আর তাড়াতাড়ি এই কাজ শুরু করা উচিত এমনটাই বলছেন অনেক বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button