১ এপ্রিল থেকে রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম চালু হচ্ছে। প্রত্যেক গ্রাহক ও ডিলারদের জেনে রাখা জরুরী
Government of West Bengal
রেশন কার্ড (Ration Card) সকল মানুষদের কাছে এক খুবই দরকারি নথিপত্রের মধ্যে অন্যতম এবং এর মাধ্যমেই ফ্রি রেশন সামগ্রী পাচ্ছেন। করোনার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ কোটির কাছাকাছি মানুষেরা এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং আগামী ২০২৮ সাল পর্যন্ত এই সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, এবারে সেই নিয়ে বড় খবর পাওয়া গেল।
রেশন কার্ড গ্রাহকদের জন্য ঘোষণা
কিছু দিন আগেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করানো শেষ হয়েছে এবং যারা এখনও পর্যন্ত এই কাজ করেননি তাদের শেষ বারের জন্য ৩১ শে মার্চ পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্তু এবারে কেন্দ্রের তরফে রান্নার গ্যাস সিলিন্ডারের মতোই রেশন কার্ডেও ব্যাংক একাউন্ট লিংক করানো হবে বলে জানতে পাওয়া যাচ্ছে। তাহলে কি এবারে খাদ্য সামগ্রীর বদলে টাকা দেওয়া হবে?
রেশন কার্ড ব্যাংক একাউন্ট লিংক
আর এই জন্য রেশন ব্যবস্থায় কিছু না কিছু নিয়মের পরিবর্তন করা হবে বলে মনে করছেন অনেকেই। কিন্তু এতে কি নাগরিকদের কিছু সুবিধা হবে? মুলত কেন্দ্রীয় সরকারের খাদ্য সচিব সঞ্জীব চোপড়ার সঙ্গে বাকি সকল রাজ্য ও কেন্দ্র শাসিত প্রদেশের সচিবদের এই বৈঠক হয় এবং সেখানেই এই প্রস্তাব রাখা হয় সরকারের তরফে। আরও জানানো হয় যে এবারে নতুন কার্ড যখন দেওয়া হবে নাগরিকদের।
National Food Security Act 2013
তখন রাজ্য সরকারের তরফে e-KYC করার সঙ্গে সঙ্গে গ্রাহকদের ব্যাংক একাউন্টের সকল তথ্যও নিতে হবে। কিন্তু আমরা সকলেই জানি যে কেন্দ্রের যে কোন উদ্যোগের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু এইবারে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে আধার কার্ডের সঙ্গে এখন সকল কিছু লিংক করা থাকে তাই আধারের মাধ্যমেই সেই তথ্য পাওয়া সম্ভব তাই এত কিছু করার কি দরকার?
রাজ্য সরকারি কর্মীদের টানা ৪ দিনের ছুটি ঘোষণা। কোন কোন দিন ছুটি থাকছে? সঠিক খবর জেনে নিন
পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতরের তরফে কেন্দ্রের খাদ্য দফতরের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি পাঠান এবং সেখানে লেখেন রেশনের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক (Ration Card Bank Account Link) করানোর দরকার হলে NPCI (National Payments Corporation of India) এর মাধ্যমেই এই কাজ করা সম্ভব কারণ এরাই রেশনের সঙ্গে আধার কার্ড লিংক করিয়েছিল তাই আলাদা করে একাউন্ট লিংক করার দরকার নেই।
বিনা গ্যারান্টিতে টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। কী কী নথি লাগবে? কিভাবে আবেদন করবেন?
কিন্তু সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা প্রথম থেকেই করে চলেছে All India Fair Price Shop Dealers Federation এর তরফে। তারা মুলত অভিযোগ করছে যে সরকারের তরফে এই রেশন ব্যবস্থা একেবারে তুলে দেওয়ার জন্য এই সকল কিছু করা হচ্ছে যেমন রান্নার গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি প্রায় তুলেই দেওয়া হয়েছে। এই সকল কিছুর বিরোধিতা করার জন্য আগামী ১ লা এপ্রিল ২০২৫ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।