সরকারি কর্মীদের আবার DA বৃদ্ধির সম্ভাবনা। বেতন বৃদ্ধি কতটা হতে পারে?
Dearness Allowance News Today
ফের একবারের জন্য সরকারি কর্মীদের বকেয়া DA বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এর ফলে একধাক্কায় বেতন বৃদ্ধিও (Salary Hike) হতে পারে বলে মনে করছেন অনেকেই। সরকারের সঙ্গে সকল কর্মীদের নিজেদের বকেয়া মেটানোর জন্য অনেক দিন ধরেই তর্ক বিতর্ক চলছে এবং এই চলতে চলতে বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে এবং এর সমাধান সুত্র কবে পাওয়া যাবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোন রাস্তা বা উপায় পাওয়া যাচ্ছে না।
সরকারি কর্মীদের DA বৃদ্ধির খবর
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা এখন কেন্দ্রের তুলনায় অনেক কম ভাতা পায়। আগে ১৪% করে ভাতা পেলেও বিগত বাজেটে ৪% আরও ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং এই জন্য সেই হিসাবে ১৮% ভাতা মিলছে। কিন্তু সকল রাজ্য সরকারি কর্মচারীদের একটাই দাবি যে তারা কেন্দ্রীয় হারে ভাতা চান এবং সেই দাবি না মেটা পর্যন্ত সকলে আন্দোলন চালিয়ে যাবেন সেই সম্পর্কে তারা জানিয়ে দিয়েছেন।
এবারে কতটা বেতন বৃদ্ধি হবে?
কিন্তু আজকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বড় আপডেট জানাতে চলেছি আমরা। কেন্দ্র সরকারের তরফে বছরে দুইবার করে এই ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে একটা হোলিতে ও একটা দীপাবলিতে এই হিসাবে চলতি মাসের ১৬ তারিখ হোলি (Holi 2025) তাই কর্মীদের জন্য কিছু সময়ের মধ্যেই কোন না কোন বড় সুখবর ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
মার্চ মাসে পশ্চিমবঙ্গে সরকারি ছুটির তালিকা। কোন কোন দিন স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকবে?
বর্তমানে ৫৩% হারে ভাতা পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা এবং আরও ভাতা বৃদ্ধি হলে একধাক্কায় অনেকটাই বেতন বাড়বে তাদের সকলের। আর এবারেও ৪% ভাতা বাড়বে বলেই আশা করছেন সকলে এবং ইতি মধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও ২০২৬ সালের আগেই নতুন পে কমিশন লাগু করা হবে বলে জানিয়েছে সরকার। এবারে দেখার যে এই নিয়ে কবে কি বড় সিদ্ধান্ত নেওয়া হয়।
অষ্টম বেতম কমিশনের মাধ্যমে ৫০ লাখ সরকারি কর্মচারী এবং ৬৫ লাখ পেনশন ভোগীদের অনেক সুবিধা হবে বলেই মনে করছেন একাধিক কর্মচারী সংগঠন গুলো। আর দিন দিন এই পার্থক্য পাহাড় সম্মান হয়ে যাওয়ার জন্য খুবই দুঃখিত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এবারে তারা আগামী দিনে আরও কি বড় সিদ্ধান্ত নেবেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই। এই রকমের আরও খবরের আপডেট পাওয়ার জন্য বাংলা একাডেমি ফলো করুন।