Dearness Allowance: বাংলার সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে নয়া বড় আপডেট। নবান্নের আরেকটি জরুরী বিজ্ঞপ্তি

DA Hike News Employee Benefits

ডিএ বৃদ্ধির (Dearness Allowance) দাবিতে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের এক বছরেরও বেশি সময় ধরে রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘ আন্দোলন রূপ নিয়েছে মামলায়। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এখনো পর্যন্ত ডিএ মামলা জারি রয়েছে, ১১ বার ডিএ মামলা শুনানি পিছিয়ে যাওয়ার পরে ৭ই জানুয়ারি ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই দিনেও শুনানি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আগামী মার্চ মাসে আবার রয়েছে পরবর্তী শুনানির ডেট।

State Government Employees Dearness Allowance

প্রত্যেকবারই শুনানির ডেট যখনই আসে, তখনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা অনেকটা আশা নিয়ে বসে থাকেন কিন্তু প্রত্যেকবারই সে আশা না মেটায় কিছুটা হতাশা গ্রস্ত হয়ে পড়ে সরকারি কর্মচারীরা। অন্যদিকে একের পর এক ডিএ বৃদ্ধির খবর দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা

এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে মোট প্রাপ্ত ডিএ পরিমাণ দাড়িয়েছে ৫৩ শতাংশ। ১লা জুলাই থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা AICPI গড়ের ওপর ভিত্তি করে হিসাব করা হয়। অন্য দিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা অনেক দিন ধরেই অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে দাবি তুলেছেন কেন্দ্রের কাছে।

DA Hike News Govt Employee Benefits

যদিও এই দাবি অন্যায্য নয়, কারণ প্রত্যেক ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয়। মন মোহন সিং এর নেতৃত্বে ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং সেই অনুযায়ী ২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের কার্যকর করা হয়েছিল। তথাপি ১০ বছর পর ২০২৬ সালের নতুন কমিশন গঠন করার দাবি ন্যায্যতার মধ্যেই পড়ে।

আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেটে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে কিনা এই ব্যাপারে সম্পূর্ণ স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একটি বেতন কমিশন গঠন করা হয় সরকারি কর্মচারীদের বেতনের পরিকাঠামোর পরিবর্তনের জন্য আরো কিছু সুবিধা দেওয়ার জন্য। সপ্তম বেতন কমিশন গঠন করার ফলে ন্যূনতম বেশি বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৮০০০ টাকায় পরিবর্তন হয়েছিল।

ঠিক তেমন অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ১৮০০০ টাকা বেড়ে সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন ৩৪,৫৬০ টাকা হতে পারে, এছাড়া পেনশনভোগীদের পেনশন বেড়ে ১৭২০০ হতে পারে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এক কোটির বেশি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে, সেই সাথে সরকারের আর্থিক বোঝা অনেকটাই বাড়বে। এছাড়া একটি বেতন কমিশন কার্যকর হওয়ার ব্যাপারে ফিটমেন্ট ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এই ফিটমেন্ট ফ্যাক্টর, যার উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হয়, সেটি বর্তমানে রয়েছে ২.৫৭। একে বাড়িয়ে ৩.৫ বা ৩.৮ করার দাবি উঠবে বলে জানা গিয়েছে। কেন্দ্র সরকারি কর্মচারীরা বর্তমানে যে ন্যূনতম বেসিক স্যালারি ১৮ হাজার টাকা পাচ্ছেন সেই অনুযায়ী তারা প্রত্যেক মাসে ডিএ বাবদ ৯৫৪০ টাকা পাচ্ছেন। অষ্টম বেতন কমিশন কার্যকর করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও ৩ শতাংশ বাড়তে পারে।

নকল 500 টাকার নোট বাজারে ছেয়ে গেছে! আপনার নোট আসল কিনা কিভাবে চিনবেন জানালো RBI

এর ফলে ডিএ মোট পরিমাণ হয়ে দাড়াবে ৫৬ শতাংশ, তখন তাদের মাসিক ডিএ পরিমাণ হয়ে যাবে ১০,০৮০ অর্থাৎ বাড়তি ৫৪০ টাকা পকেটে ঢুকবে। বাংলার সরকারি কর্মীদের ডিএ মাত্র ১৪ শতাংশ। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এবং ২০২৪ সালের আগস্ট মাসে দুইবারই ৪ শতাংশ করে ডিএ বাড়ার ফলে এখন তারা ১৪ শতাংশ ডিএ পাচ্ছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর পার্থক্য ৩৯ শতাংশ।

টানা 42 দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। সরকারের নয়া ঘোষণায় মুখে হাসি ফুটল লাখ লাখ কর্মীর

একদিকে এতটাই পার্থক্য এবং বারংবার ডিএ শুনানি পিছিয়ে যাওয়ার কারণে রাজ্য সরকার কর্মচারীদের ক্ষোভ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগামী দিনে সুখবর থাকলেও, বাংলার সরকারি কর্মচারীদের ভাগ্যের শিকল ছিড়বে কিনা এটাই দেখার অপেক্ষায় দিন গুণছে বাংলার সরকারি কর্মীরা।

Related Articles

Back to top button