Dearness Allowance: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির আশা বাড়ল! অবশেষে সব সমস্যা মিটবে?

West Bengal Government Employees

নতুন বছর ২০২৫ শুরু হয়ে গেলেও রাজ্য সরকারি কর্মীদের DA (Dearness Allowance) নিয়ে কোন সুখবর দেওয়া হয়নি পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে। বিগত ২০২৩ এর শেষে ও ২০২৪ সালে দুই বারের জন্য এই ভাতা বৃদ্ধি করা হলেও সেই পরিমানে কোন মতেই খুশি হননি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। এই পরিমান কেন্দ্র সরকারের তুলনায় অনেকটাই কম।

West Bengal Dearness Allowance

কিন্তু এই দিকে বিগত বছরে কেন্দ্র সরকারি কর্মীদের ভাতা দুইবার বৃদ্ধি করা হয়েছে আর এই কারণের জন্য এখন রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্র সরকারের কর্মীদের ফারাক ৩৯% তে গিয়ে পৌঁছিয়েছে। আর এই জন্য অনেকটাই দুঃখী রাজ্যের সকল কর্মীরা। কিন্তু লোকসভা ভোটের পর থেকে এই ভাতা বৃদ্ধি করা নিয়ে রাজ্য সরকারের তরফে কোন আপডেট দেওয়া হয়নি।

8th Pay Commission Announce

আর এই ভাতা ছাড়াও এবারে কেন্দ্র সরকার তাদের কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু করে দিয়েছে সরকার। আর এর ফলে একধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি পাবে কর্মীদের এবং তার সঙ্গে DA দেওয়ার ফলে এককথায় ভাগ্য খুলে যেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে নাই DA নাই সপ্তম বেতন কমিশন কোন কিছু নিয়েই কোন ধরণের ঘোষণা না আপডেট দেওয়া হচ্ছে না।

সরকারি কর্মীদের DA বাড়বে বাজেটে?

আর এই কারণের জন্য এবারে সকল রাজ্য সরকারি কর্মীরা আবার অনেক দিন পরে ২৭ শে জানুয়ারি ২০২৫ ফের পথে নামতে চলেছে নিজেদের দাবি পূরণের লক্ষ্যে। এখন পর্যন্ত জানতে পাওয়া যাচ্ছে যে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আয়োজন করা হয়েছে। এবারে শহিদ মিনারের পাদদেশে মহা সমাবেশের আয়োজন করা হবে। এই কর্মসূচী নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি একদম কড়া ভাষায় জানান যে।

রাজ্য সরকারের তরফে সরকারি কর্মীদের বঞ্চনার ঘটনা এই সরকারের আমলে নয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রাজ্যের কর্মীরা ও শিক্ষকরা কোন দিনই কেন্দ্রীয় হারে ভাতা পায়নি। তিনি আরও বলেন যে ২০১৩ সালে লড়াই করে এই ভাতা এখনও পর্যন্ত ১৪% তে পৌঁছিয়েছে। কিন্তু ২০১৯ সালের পর থেকে এই ভাতা একদমই শূন্য। কারণ অনেক দিন ধরে আমরা লড়াই করতে পারছি না।

বাংলার সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে নয়া বড় আপডেট। নবান্নের আরেকটি জরুরী বিজ্ঞপ্তি

কিন্তু এবারে ফের একবারের জন্য লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। আর এই রকম আরও আন্দোলন আগামী দিনে হবে। কারণ আগামী ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকারের বাজেটের সঙ্গে রাজ্যের তরফেও বাজেট ঘোষণা করা হবে। আর এইবারের বাজেট রায় সরকারের কাছে শেষ বারের পূর্ণ বাজেট হতে চলেছে তৃতীয় বারের তৃণমূল সরকারে (TMC Government).

কেন DA বাড়ছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের? অবশেষে সামনে এল কারণ। মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাব্য সময় জানুন

তাই অনেকরই মনে হচ্ছে যে কয়েকটা সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে সরকারি কর্মীদেরও মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে। কিন্তু আগামী দিনে এই আন্দোলন করে কোন লাভ হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। আর এছাড়াও রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি সিদ্ধান্ত নেন ও ঘোষণা করেন সেই দিকে চিন্তায় রয়েছেন অনেকেই। এই জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Related Articles

Back to top button